বুধবার, মে ১৩, ২০২০

দুধের শিশু কে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

জুলফিকার আলি
  

ভগবানপুর থানার যদুপুর গ্ৰামে মায়ের হাতে খুন হল শিশুকন্যা।জানা গিয়েছে,ওই গ্ৰামের গৃহবধূ মিতালী মির্দা তার স্বামীর সাথে পারিবারিক অশান্তির কারনে বাবার বাড়ি চলে যায়।এরপর বুধবার সকালে মিতালীর অবভাব দেখে সন্দেহ হয় গ্ৰামবাসীদের।তারপর গ্রামবাসীরা ওই গৃহবধূর বাড়ি থেকে তার শিশুকন‍্যার মৃতদেহ উদ্ধার করে।এই ঘটনার খবর পেয়ে ভগবানপুর পুলিশ এসে মৃতদেহটিকে নিয়ে যায়।পাশাপাশি তার মাকেও আটক করে নিয়ে পুলিশ।

মৎসজীবিদের অর্থনৈতিক নিরাপত্তা দিতে মুখ্যসচিব কে ইমেল

জুলফিকার আলি  

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিশেষ করে কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন ব্লকে বাগদা,ভেনামী,নোনা জলের মাছ চাষ সহ মিঠা জলের মাছের উৎপাদন লকডাউনের ফলে চূড়ান্ত বিপর্যস্ত।সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকায় মাছের ছোট ব্যবসায়ীরা কর্মহীন হয়ে পড়েছে। বিশেষ করে শুকনো মাছের কারবার স্তব্ধ। কাঁথি-১,দেশপ্রাণ, কাঁথি-৩ সহ সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় মাছের উৎপাদন নেই বললেই চলে। হাজার হাজার বেকার যুবক ও সংশ্লিষ্ট কর্মী সহ শ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থা র শিকারে পরিণত হয়েছে। মৎস্য উৎপাদক,ব্যবসায়ী,কর্মচারী, শ্রমিক, শুকনো মাছের কারবারী ও শ্রমিকদের জন্য ত্রাণ, অর্থনৈতিক প্যাকেজ,সহজ শর্তে ব্যাঙ্কঋণ প্রদানের দাবী জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

মেমারির ৯ নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিলিতে তৃনমূল

সেখ সামসুদ্দিন
 

 মেমারি পুরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সহ ওয়ার্ড কমিটির উদ্যোগে এলাকার গরিব মানুষদের সহায়তায় খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার পুরপ্রধান স্বপন বিজয়ী, ওয়ার্ড কাউন্সিলর রুপা খাঁড়া, সমাজসেবী শুভেন্দু গুহ, ওয়ার্ড সভাপতি প্রদীপ কুমার মন্ডল সহ ওয়ার্ডের সকল সদস্যবৃন্দ এদিন এলাকার আড়াইশো জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয় এবং বাকি একশো জনকে আগামীকাল দেওয়া হবে বলে ওয়ার্ড সভাপতি জানান। সোশ্যাল ডিসটেন্স মেনে এই কাজ করার জন্য তারা দুদিনে ভাগ করে নিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, মুড়ি, সাবান ইত্যাদি দেওয়া হয়। সাধারণ মানুষের জন্য বার্তা দেন লকডাউনের নিয়ম  মেনে চলুন, সোশ্যাল ডিসটেন্স বজায় রাখুন, মুখে মাস্ক ব্যবহার করুন, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাস করুন।

কলকাতায় টিফিন দিয়ে বেড়াচ্ছেন বিপ্লব

গোপাল দেবনাথ  
মধ্যবিত্ত ঘরের সন্তান বিপ্লব দে নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রতিদিন কর্তব্যরত পুলিশ অফিসারদের হাতে সন্ধ্যায় তুলে দিচ্ছে টিফিন। তার সাথে সাথে ভবঘুরে রিকশাচালক ভ্যানচালক দুধ ফেরিওয়ালা প্রত্যেকের হাতেই সন্ধ্যায় টিফিন এর ব্যবস্থা করেছে বিপ্লব।  তিনি  জানা  মানুষের  জন্য কাজ করা তার হবি, বছরের প্রতিটা সময় বিভিন্ন সংগঠনের মাধ্যমে থেকে এবং ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বহু কাজ করেন তিনি তাই এই লকডাউন এর দিনেও ঘরে বসে না থেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে রাস্তায় নেমে গেছেন তিনি এবং তার সাধ্যমতো যতদিন পারবে তিনি এই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন

মঙ্গলকোট ব্লক অফিস ঢুকতে নেই করোনা বিধি


সুকান্ত ঘোষ 


করোনা স্বাস্থ্যবিধি শিকেয়! মঙ্গলকোট বিডিও অফিস ঢুকতে নেই কোন সামাজিক দুরত্ব। কাছাকাছি-পাশাপাশি ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষজন।          

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER