সুরজ প্রসাদ
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে সাঁওতালি ভাষা চালু করা সহ ২১ দফা নিয়ে পূর্ব বর্ধমান জেলা স্কুল পরিদর্শক কে স্মারকলিপি দিল আদিবাসীরা।
সুরজ প্রসাদ
প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে সাঁওতালি ভাষা চালু করা সহ ২১ দফা নিয়ে পূর্ব বর্ধমান জেলা স্কুল পরিদর্শক কে স্মারকলিপি দিল আদিবাসীরা।
সুরজ প্রসাদ
পূর্ব বর্ধমান জেলার বামচাঁদাইপুরে রাজ্যের প্রথম মডেল হোম চালু হল।উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলাপ্রশাসনের আধিকারিকরা।৩ কোটি অনুদানে এই প্রকল্প।
তথাগত চক্রবর্তী
বীরভূমের বোলপুর সংলগ্ন শান্তিনিকেতনের বিশ্বভারতীতে মহাসমারোহে পালিত হল একুশের ভাষা দিবস ।দুই বাংলার ছাত্র ছাত্রীদের মধ্যে বাংলা ভাষার জন্য শহিদদের আত্মত্যাগ নিয়ে আলোচনা চলে এদিন।
তথাগত চক্রবর্তী
বোলপুরের ইন্দ্র নারায়ণ বিদ্যালয়ের দশম শ্রেণীর কন্যাশ্রী প্রাপক ছাত্রী সেবা পারভিন তার ঐ ক্লাসের সহপাঠীর বিয়ে আটকে সর্বশিক্ষা মিশনের উদ্দ্যগে সিউড়িতে পুরস্কৃত করা হল।শুধু তাই নয় প্রধান শিক্ষকের হাতেও তুলে দেওয়া হল নির্মল বিদ্যালয়ের শিরপা।
তথাগত চক্রবর্তী
2013 সালে মুখ্যমন্ত্রী বীরভূমের রামপুরহাট সফরে এসে ধুলাডাঙা রোডের বস্তিবাসিদের বসবাসের কষ্ট দেখে গাড়ি থেকে নেমে তাঁদের কথা দিয়েছিলেন ফ্ল্যাট বানিয়ে দেব।কথামত ফ্ল্যাট তৈরি হওয়ার পরে আজ বুধবার রামপুরহাট পৌরসভার উদ্দ্যগে তাঁদের হাতে ঘরের চাবি তুলে দিলেন রাজ্যের কৃষি মন্ত্রী আশীষ ব্যানার্জি ।খুশির হাওয়া বস্তিবাসিদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে বস্তিবাসীদের গৃহ দান প্রকল্প রামপুরহাট পৌরসভার পক্ষ থেকে চাবি ও দলিল প্রদান করা হলো ৭০ জনকে।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...