সাধন মন্ডল
মঙ্গলবার সকাল ৮:২৫ নাগাদ বাঁকুড়ার দামনিশোল মোড়ে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ঘটে। বাসের ৫ জন যাত্রীর আঘাত ছাড়া হতাহতের কোনো খবর নেই। বারবার বাঁকুড়ায় পথ দুর্ঘটনা ঘটছে।পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রন নিয়ে প্রশ্ন উঠছে।
সাধন মন্ডল
মঙ্গলবার সকাল ৮:২৫ নাগাদ বাঁকুড়ার দামনিশোল মোড়ে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ঘটে। বাসের ৫ জন যাত্রীর আঘাত ছাড়া হতাহতের কোনো খবর নেই। বারবার বাঁকুড়ায় পথ দুর্ঘটনা ঘটছে।পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রন নিয়ে প্রশ্ন উঠছে।
মোহন সিং
মঙ্গলবার দুপুরে আসানসোল পুরসভায় উন্নয়ন বিষয়ক মেয়র পরিষদ বৈঠক হয়।সেখানে মিউজিয়াম, পেক্ষাগৃহ, সংখ্যালঘু আবাসন নির্মাণ সহ একগুচ্ছ প্রকল্প গড়ার সির্দ্ধান্ত হয়।
সন্দীপ সিংহ
ভগিনী নিবেদিতা ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবং নিজেদের ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে শালবনীর সাতপাটি নেতাজী স্পোর্টিং ক্লাব, শালবনী জাগরণ ফুটবল কোচিং এক্যাডেমির উদ্যোগে এবং শালবনী সৃষ্টি সোসাইটির সহায়তায় শালবনী নেতাজী সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে আগামী ২৩ শে নভেম্বর - ২০১৭ -- ২৫ শে নভেম্বর - ২০১৭ পর্যন্ত আয়োজন করা হয়েছে ভগিনী নিবেদিতা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা ।
কলকাতা প্রিমিয়ার লিগে খেলা চারটি দল এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে । আয়োজক দের অন্যতম কর্ণধার সন্দীপ সিংহ জানান যে , " বাঙ্গালীর প্রিয় খেলা ফুটবল আপামর জঙ্গলমহল বাসীর হৃদয়ে পৌঁছে দিতে আমাদের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন" । অন্যতম উদ্যোক্তা আমলেশ চক্রবর্তী জানান - এই প্রতিযোগিতায় কলকাতা প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী চারটি দল অংশ গ্রহণ করবে । আগামী ২৩/১১/২০১৭ এরিয়ান্স ক্লাব কলকাতা বনাম এনবিপি রেনবো ক্লাব কলকাতা এবং ২৪/১১/২০১৭ কলকাতা কাস্টমস ক্লাব বনাম পাঠচক্র ক্লাব কলকাতা প্রতিযোগীতায় অংশগ্রহন করবে । এবং আগামী ২৫/১১/২০১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
শিখা ধর
জলপাইগুড়ি জেলার জলদাপাড়া বনবিভাগে হাতির মাহুতদের প্রশিক্ষণ দিচ্ছেন হাতি বিশেষজ্ঞ পার্বতী বরুয়া। এদিন এই বিষয়ে হাতি কে সামনে রেখে আধুনিক কায়দায় প্রশিক্ষণটি দেওয়া হয়।
মানস দাস, মালদা
একেই তো পিছিয়ে পড়া এলাকা।তারই মধ্যে গোদের ওপর বিষফোড়া l কোটি কোটি টাকা আত্মসাত করেছে পঞ্চায়েত প্রধান।আর এই তৃণমূলের প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হল গ্রামবাসীরা।নির্মল বাংলার সরকারী শৌচাগার প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে মালদার মানিকচক ব্লকের ভূতনী চরের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সারথী মাহাতো-এর বিরুদ্ধে।ইতিমধ্যে পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়ের সদস্যের বিরুদ্ধে গ্রামবাসীরা মিলিত ভাবে ব্লক উন্নয়ন আধিকারিক এবং জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে।ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ব্লক উন্নয়ন আধিকারিক। এলাকাবাসীদের অভিযোগ, গোটা হিরানন্দপুর পঞ্চায়েত দুর্নীতিতে লিপ্ত।পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সারোথি মাহতো সহ মঙ্গলা মন্ডল,প্রতিমা মন্ডল,রেখা মন্ডল ,সিদ্ধার্থ মন্ডল, সুপ্রিয়া অধিকারী-এই সমস্ত তৃণমূল সদস্যরা দুর্নীতির সঙ্গে যুক্ত। গোটা হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ২৮০০ পরিবারের শৌচাগার নির্মাণের দুর্নীতির সাথে যুক্ত বলে সরব হিরানন্দপুরের জনসাধারণ।গ্রামবাসীদের শৌচাগার নির্মাণের নামে গ্রামের শত শত পরিবারের কাছে ১৯০০,৯০০,১২০০ টাকা করে নিয়েছে পঞ্চায়েতের প্রধান সহ সদস্যরা।কিছু কিছু বাড়িতে শৌচাগার নির্মাণ হলেও তাও অসম্পূর্ণ পাশাপাশি অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।তাই আজও আমাদের শৌচকর্মের জন্য মাঠে ঘাটে যেতে বাধ্য বলে দাবি এলাকাবাসীর।সাড়ে তিন কোটি টাকা আত্মসাধ করেছে গ্রামপ্রধানের দলবল।ভুয়ো তথ্যপ্রমাণ দিয়ে প্রধান সারোথি মাহোত ও তার সঙ্গীরা প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ টাকার বিল পাশ করেছে।তাই আমরা বাড়ি বাড়ি শৌচাগার সহ অভিযুক্তদের উপযুক্ত শাস্তি চাই।পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর ,শৌচাগার নির্মাণের ১৪ টি বুধের প্রায় ৩ কোটি ৮৪ লক্ষ টাকা বরাদ হয়েছিল।২০১৬ সালে আগস্ট মাস থেকে শৌচাগার নির্মাণ কাজ শুরু করা হয়। এই বিষয়ে প্রধান সারোথি মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তৃণমূলের প্রধান কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন ।ঘটনা সম্পর্কে মানিকচক ব্লক সিপিএম নেতা শ্যামল বসাক বলেন, হিরানন্দপুর প্রধান সারোথি মন্ডল ৩ কোটি ৮৪ লক্ষ টাকা নয়ছয় করছে।এই মর্মে আমরা মানিকচক সিপিএম পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবী জানিয়েছি ব্লক প্রশাসনকে।অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধান কে পুলিশ প্রশাসন গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি দাবি জানায়।অন্যদিকে ঘটনা সম্পর্কে মানিকচক বিডিও সুরজিত পন্ডিত বলেন,"এটা প্রায় ১ বছর আগের ঘটনা আমরা ঘটনার অভিযোগ পয়েছি ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।প্রধানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মালদা জেলার পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকা ভূতনী চর।মূলত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা এই এলাকার মানুষের পেশা।এলাকায় উন্নয়নের বদলে তৃণমূল প্রধানের এই দুর্নীতির আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে এলাকাকে এমনি মতামত এলাকাবাসীর।
জাহাঙ্গীর বাদশা
আজ তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।তাই তৃনমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক ও ডোমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন শুভেচ্ছা জানিয়ে এলেন।
জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার বাঁপুর গ্রামের সুনিল বেরা বয়স (40), কয়েকমাস ধরে পেটের পেনক্রিয়াটাইটিস রোগে ভুগছিল। সুনীল কোলাঘাট তাপবিদ্যুত কেন্দ্রে কর্মরত ছিল।দুই ছেলে ও স্ত্রী রয়েছে পরিবারে। সুনীল নিজের পাকা বাড়ি তৈরি জন্য অনেক দেনা ও করেফেলেছিল। নিজের পেটের রোগের জন্য চিকিত্সকদেরকে দেখিয়ে ও সুস্থ হচ্ছিল না। কয়েক দিনের মধ্যে ভেলোর নিয়ে জাওয়ার জন্য টিকিট ও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু সুনীল দেনা ও অসুখে জর্জরিত হয়ে মানসিক অবসাদে গতকাল রাত্রিতে বাড়ির পিছনে আম গাছের ডালে গলায় দিয়ে আত্মহত্যা করে। তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তর এর জন্য পাঠিয়েছে।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...