মোল্লা জসিমউদ্দিন
বুধবার কাটোয়া রেলওয়ে স্টেশনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রেলের রিক্রেশন ক্লাবের উদ্যোগে জিআরপির পরিচালনায় চল্লিশের বেশি ব্যক্তি এই শিবিরে যোগদেন।জিআরপির স্টাফ, হকার, স্থানীয় যুবকরা এই মহতি উদ্যোগে সামিল হন বলে জানিয়েছেন কাটোয়া জিআরপির ওসি জয় চক্রবর্তী।