বুধবার, মার্চ ২৮, ২০১৮

কাটোয়া জিআরপির রক্তদান শিবির

মোল্লা জসিমউদ্দিন

বুধবার কাটোয়া রেলওয়ে স্টেশনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রেলের রিক্রেশন ক্লাবের উদ্যোগে জিআরপির পরিচালনায় চল্লিশের বেশি ব্যক্তি এই শিবিরে যোগদেন।জিআরপির স্টাফ, হকার, স্থানীয় যুবকরা এই মহতি উদ্যোগে সামিল হন বলে জানিয়েছেন কাটোয়া জিআরপির ওসি জয় চক্রবর্তী।

বেপরোয়া মোটরবাইক আরোহীদের দৌরাত্ম্য বাগমারি কবরস্থান মোড়ে

কলকাতা মহানগরের সর্ববৃহত্তম কবরস্থান বাগমারি কবরস্থানের সামনে ট্রাফিক নিয়ে নানান অভিযোগ উঠছে।এখানে ট্রাফিক পুলিশের সিগনালিং দেওয়ার জন্য একটি বিট ( উল্টোডাঙ্গা এল ৩৫ নং) থাকলেও কোন পুলিশকর্মী কে দেখা যায়না।আবার ডাবল লেন রাস্তায় একদিকে সবুজ থাকলে, অন্যদিকে লাল থাকে।যারফলে রাস্তা পারাপারে প্রাণ হাতে নিয়ে থাকতে হয় পথচারীদের।কবরস্থান সংলগ্ন একটি পেট্রোল পাম্পে গাড়ী ঢোকা এবং বাহির হওয়া নিয়েও দুর্ঘটনা প্রবণ থাকে রাস্তাটি।এছাড়া মানিকতলা ইএসআই হাসপাতাল রয়েছে।বাগমারি কবরস্থানে বছরের প্রতিটি দিনই অসংখ্য মানুষ আসেন দাফনকাজ / কোন অনুষ্ঠানে। দুর্ঘটনা লেগেই রয়েছে এই ব্যস্ততম সড়কমোড়ে।এই রাস্তার দুধারে থাকা ব্যবসায়ীরা জানিয়েছেন - এখানে ট্রাফিকপুলিশ থাকলে দুর্ঘটনা কমে।প্রায়শ এখানে বেপরোয়া মোটরবাইক আরোহীদের দেখা যায়।লাল সিগন্যাল থাকলেও অত্যন্ত দ্রুত গতিতে ছোটে তারা।নিশ্চিন্তে রাস্তা পারাপার দায় এখানে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মন্ত্রী স্বপন দেবনাথের

মোল্লা জসিমউদ্দিন

উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পূর্ব বর্ধমানের কালনার সমুদ্রগড় এলাকায় পরীক্ষার্থীদের মন্ত্রী স্বপন দেবনাথের শুভেচ্ছা। 

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কালনা তৃনমূল ছাত্রপরিষদের গোলাপ

মোল্লা জসিমউদ্দিন

পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কে তৃনমূল ছাত্রপরিষদের পক্ষে গোলাপ বিতরণ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER