বৃহস্পতিবার, মার্চ ১৫, ২০১৮

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর দাবি ওয়েবকুপার

মানস দাস, মালদা

খুব শিগগিরই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির  শিক্ষকদের বর্ধিত বেতন নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে পারে কেন্দ্রের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন । ইতিমধ্যেই এই সংক্রান্ত খসড়া তৈরির কাজে কমিশন হাত দিয়েছে বলে খবর। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের বর্ধিত বেতনের পুরোটাই আগামীতে বহন করতে হবে রাজ্যকে। এমনকি শিক্ষকদের বেতন মেটাতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে নিজে থেকেই 30 শতাংশ ফান্ড তৈরি রাখতে হবে। এমনই বেশকিছু সম্ভাব্য নির্দেশিকা পুনর্বিবেচনার দাবি নিয়ে বুধবার দিল্লিতে ইউ জি সি চেয়ারম্যান বি ডি সিং-এর সঙ্গে দেখা করলেন দুই সদস্যের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন  রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সভাপতি কৃষ্ণকলি বসু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজয় ঘোষ। বুধবার দুপুরে প্রায় আধঘন্টা ধরে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কমিশনের চেয়ারম্যান । উপস্থিত ছিলেন কমিশনের জয়েন্ট সেক্রেটারি অর্চনা ঠাকুরও। বৈঠকের পর কৃষ্ণকলি বসু জানান, "কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বর্ধিত বেতন নিয়ে যে নয়া নির্দেশিকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আনতে চলেছে তাতে শিক্ষাব্যবস্থাকে বেসরকারিকরণ ও বানিজ্যিকিকরণে রূপান্তরিত করার প্রয়াস লক্ষ্যণীয় । এতদিন পে রিভিশনের পর শিক্ষকদের  বর্ধিত বেতনের আশি শতাংশ কেন্দ্র ও কুড়ি শতাংশ রাজ্য প্রথম চার বছরের জন্য বহন করত। বাকি প্রায় ছ'বছর বর্ধিত বেতনের পুরোটাই রাজ্য সরকারকে বহন করতে হত। কিন্তু নতুন নির্দেশিকা জারি হলে পে রিভিশনের পর বর্ধিত বেতনের মাত্র 50 শতাংশ প্রথম চার বছর বহন করবে কেন্দ্র। অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের ওপর বাড়তি বোঝা চাপতে পারে । আমরা এমনই নানা বিষয়ে কথা বলেছি। ওরা গুরুত্ব দিয়ে আমাদের কথা শুনেছেন ।" একইসঙ্গে তিনি জানান, নতুন নির্দেশিকা য় রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে শিক্ষকদের বেতন বাবদ তিরিশ শতাংশ ফান্ড তৈরি রাখার কথা বলা হয়েছে । অর্থাৎ এক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয়গুলির পড়ুয়াদের উন্নয়ন ও পরিকাঠামো উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে বলে অভিযোগ করেন কৃষ্ণকলি বসু। এমনকি যে সব কলেজে পড়ুয়া কম তাদের পক্ষে এই অর্থ যোগার করা কঠিন হয়ে যাবে বলে মনে করেন তিনি । ওয়েবকুপার সভাপতি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা সেলের চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে । তার অনুমতি সাপেক্ষেই দিল্লিতে আসা বলে জানান তিনি। এদিকে কলেজ  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি নিয়ে ইউ জি সি-এর নতুন নিয়মের সমালোচনা করে কৃষ্ণকলি বসু বলেন," প্রমোশনের নামে প্রহসন চালাচ্ছে ইউ জি সি। পদোন্নতির আবেদন করা এখন রীতিমতো ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের কাছে।" ইউ জি সি সূত্রে খবর, ইতিমধ্যেই দিল্লি ও  অন্যান্য রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক সংগঠন কমিশনের কাছে একই দাবি রেখেছে। এখন দেখার কমিশন কী সিদ্ধান্ত নেয়।

আসানসোল খনি শ্রমিক ইউনিয়ন মাইক বাজিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের বিপাকে ফেললো

মোহন সিং

রেলের অনুষ্ঠানের পাশপাশি খনি শ্রমিক ইউনিয়র গুলির সমন্বয় কমিটি বা জয়েন্ট অ্যাকশন কমিটির সভাতেও মাইক বাজিয়ে সভা করা হল। আগামী ১৬ মার্চ কয়লা খনি বন্ধের ডাক দেওয়া হয়েছে। তারই প্রচার সভা ছিল ইসিএলের শ্রীপুর এরিয়া অফিসের সামনে। অভিযোগ প্রাক্তন রাজ্যসভার সাংসদ আর সি সিংয়ের উপস্থিতিতে মাইক বাজিয়েই সভা করা হয়।

আসানসোললের ৪৩ নং ওয়ার্ডে বিজেপির মিছিল

মোহন সিং

রাজ্যজুড়ে মহিলাদের প্রতি অত্যাচার ও ধর্ষণের প্রতিবাদে আসানসোল পুরসভার ৪৩নং ওয়ার্ডে বিজেপির মহিলা মোর্চা ও স্থানিয় নেতৃত্ব মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে সামিল হয়৷বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই জানিয়েছেন—যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে,তাই তাদের এই মৌন মিছিলের আয়োজন৷মূলত কুশমণ্ডি ও গতকাল জামুড়িয়াতে যে ভাবে আদিবাসী রমনীরা গণ ধর্ষণের শিকার হচ্ছেন,এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা তা সত্ত্বেও মহিলাদের নিরাপত্ত্বা দিতে ব্যর্থ হচ্ছে সরকার তারই প্রতিবাদে তাদের এই মৌন মিছিল৷এদিনের মিছিলে অংশগ্রহন করেন এস এন লাম্বা,বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে শঙ্কর চৌধুরী, জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই,আশা শর্মা সহ আরো অনেকে৷তাদের দাবি অবিলম্বে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিদের আটক করে কঠোরতম শাস্তি দিতে হবে৷

পেটের যন্ত্রণা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিল সে

উজ্বল বন্দ্যোপাধ্যায়

বুধবার  ছিলো মাধ্যমিকের ভুগোলের পরীক্ষা ।পরীক্ষা দিতে এসে পেটের যন্ত্রণা তে পরীক্ষা দিতে না পারায় তাকে মথুরাপুর হাসপাতালে ভরতি করা হয়।সে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের ছাত্রী।তার সিট পড়েছিল মিরজাপুর স্কুলে।পরে অবশ্য ঐ ছাত্রী পাপিয়া হালদার হাসপাতালে শুয়েই পরীক্ষা দেয়।পরীক্ষা ভালো হয়েছে বলে সে জানায়।পাপিয়ার এই খবর শুনে হাসপাতালে চলে আসেন প্রধান শিক্ষক চন্দন মাইতি।

শিয়ালদহ দ: শাখায় ট্রেনের বলি মহিলা

উজ্বল বন্দ্যোপাধ্যায়

বুধবার  সকালে শিয়ালদহ দঃ শাখার দঃ বারাসত স্টেশনের আপ লাইনের পাশে এক মহিলার ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখে এলাকায় উওেজনা ছড়ায়।মৃত মহিলার নাম আরতী হালদার(৫৩)।বাড়ি জয়নগর থানার রায়নগর গ্রামে।সে সকালে বাড়ি থেকে বার হয়েছিল।পরে তার মারা যাবার খবর পায় বাড়ির লোক।বারুইপুর জি আর পি থেকে মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়।কি কারনে এই মৃত্যু তার তদন্তে পুলিশ। এলাকায় চাপা উওেজনা রয়েছে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER