মোহন সিং
সরকারী লোনে যারা অনলাইন অ্যাপ্লাই করেছিলেন, তাদের এবার লোন নিয়ে জেলা শাসকের দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল।বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজারদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ব্যাঙ্ক সিদ্ধান্ত নেবে কোন উপভোক্তাদের লোন দেবে তারা।
মোহন সিং
সরকারী লোনে যারা অনলাইন অ্যাপ্লাই করেছিলেন, তাদের এবার লোন নিয়ে জেলা শাসকের দপ্তরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল।বিভিন্ন ব্যাঙ্কের ম্যানেজারদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ব্যাঙ্ক সিদ্ধান্ত নেবে কোন উপভোক্তাদের লোন দেবে তারা।
মোল্লা শাহজাহান - নিপু
পূর্বস্থলী ১ নং ব্লকে ডাঙ্গা পাড়ায় ১০০ জনকে ইফতারি সামগ্রী তুলে দেওয়া হয় ।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম - দুলাল, ব্লক সম্পাদক আবুল কালাম প্রমুখ।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
সৌহাদ্যের বার্তা নিয়ে এলো মাহে রমজান। তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এর প্রধান সংগীতা কর ইফতার পার্টিতে যোগদান করেন ৷ইফতার মজলিসে এসে সারাদিন রোজা পালনের পর এক রোজাদারের হাতে ইফতার তুলে দিলেন।এ যেন সাম্প্রদায়িকসম্প্রীতির মিলনক্ষেত্র৷ সাথে সাথে তিনি নিজেও ইফতার মজলিসেমহিলাদের সাথে নিয়ে`ইফতার পার্টি তে অংশ গ্রহন করলেন।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
উঃ ২৪ পরগনার বিভিন্ন সবজি-খেতে এইভাবে পড়ে আছে কুমড়া৷পাইকারী বাজারদর কেজি ৪ টাকা।যা কৃষকদের মাঠথেকে তোলার দামও হয়না।বিপাকে কুমড়া চাষীরা।হঠাৎ দাম পড়ে যাওয়ায় তাদের মাথায় হাত।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরুপনগরের বাকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী সদস্যরা বর্তমান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সদ্য জয়ী তৃনমুল কংগ্রেসের প্রাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা জ্ঞাপন হল ৷ হাজির ছিলেন ১৩নং জেলা পরিষদের জয়ী প্রার্থী বিধায়ক বীনা মন্ডল, ১৫নং জেলা পরিষদের জয়ী প্রার্থী দুলাল মন্ডল সহ পঞ্চায়েত সমিতির সদস্য ও গ্রাম সভার ১৩জন নবজয়ী সদস্য।এছাড়াও হাজির ছিলেন দক্ষিন সাংগঠনিক ব্লকের সভাপতি কিংকর মন্ডল ও ব্রজ গোপাল বিশ্বাস৷বিধায়ক বীনা মন্ডল কে সংবর্ধিত করেন প্রধান চম্পা রানী মডল।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
সিরাতের বারাকপুর চাপুড়িয়া ইউনিট কমিটি আয়োজিত রেহনা বিবি এতিমখানা ও মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ইফতার মজলিস , আলোচনা সভা।আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিরাতের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিকখান বলেন-মুসলিম মিল্লাতের জন্য রমজান হলো বড় একটা নিয়ামত। রমজান আত্নশুদ্ধিও সংযমের মাস।এই মাসে রোজা ও ইফতার এর মধ্য দিয়ে একে অপরের মধ্যে মিলন ও মহবতের শিকড় মজবুত হয়, তাই এর গুরত্ব অপরিসীম।তিনিএই ইউনিট এর কাজের তালিকা দেখে ভূষসী প্রশংসা করেন।
শ্যামল রায়
সোমবার সকালে মন্তেশ্বর থানা দেয়াড়া কয়া গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বিজেপির কর্মী মাদক মাঝির অভিযোগ যে এদিন সকালে তার বাড়িতে রাখাল মাঝির নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে আমাকে মারধর করে এবং আমাকে বাঁচাতে আমার স্ত্রী বীনা রানী এবং আমার পুত্রবধূ ঢাকাতে এলে তাদেরও মারধর করে এবং শীলতাহানী করে বলে অভিযোগ। ব্যাপক মারধর করার ফলে আমার পুত্রবধূ ও স্ত্রী রাধারানী কালনা মহকুমা হাসপাতালে ভর্তি।
অভিযোগ যে আমরা পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার অভিযান করি এবং বিজেপি কর্মী-সমর্থক বলেই আমাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এই ধরনের হামলা। মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।থানার পুলিশ জানিয়েছেন অভিযোগ পেয়েছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক সৌগত দে জানিয়েছেন যে দিনের পর দিন আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে তৃণমূলের আসিত দুষ্কৃতীরা এই ধরনের হামলা সংঘটিত করছে পুলিশকে বিষয়টি বলেছি প্রয়োজনে বিরোধ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে আমাদের তৃণমূলের কোন কর্মী-সমর্থক জড়িত নয়।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...