মঙ্গলবার, ফেব্রুয়ারী ২০, ২০১৮

৫০ হাজার টাকা চাঁদা নিলে তার বিরুদ্ধে প্রতিদিন তদন্ত হয় : মমতা

মানস দাস, মালদা

‘ব্যাংক মানুষের ভরসার জায়গা ৷ নিজের ভবিষ্যতের জন্য মানুষ ব্যাংকে টাকা রাখেন ৷ আর এখন সেই ব্যাংকই লুঠ হচ্ছে ৷’ পিএনবি ইশ্যুতে আজ এই ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আরও বলেন, ঋণ শোধ না করতে পেরে গোটা দেশে ১২ হাজার কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ৷ আর একজনই তার থেকে বেশি টাকা ব্যাংক লুঠ করে পালিয়েছে ৷ বলা হচ্ছে গোরুর আধার কার্ড হবে ৷ আর সেই আধার কার্ডেই জনগণের টাকা লুঠ হয়ে যাচ্ছে ৷ টাকা তুলতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কৌশল নিয়েছে ৷ ব্যাংকে, প্রভিডেন্ড ফাণ্ডে সুদের হার কমিয়ে দেওয়া হচ্ছে ৷ এসব কৌশল তাঁর জানা আছে ৷গৌড়বঙ্গ সফরে এদিন মালদায় আসেন মুখ্যমন্ত্রী ৷ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে ৪৬টি প্রকল্পের শিলান্যাস ও ৪২টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি ৷ ২৮টি সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রায় সাড়ে ৭ হাজার উপভোক্তার মধ্যে কয়েকজনের হাতে পরিষেবাও তুলে দেন তিনি ৷ তারপর বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের নানাবিধ প্রকল্পের কথা উত্থাপন করেন ৷ বলেন, একাধিক সংরক্ষণের জন্য সাধারণ শ্রেণির সুযোগ কম ৷ তাই এই রাজ্যে ওবিসি তালিকায় আরও অনেক শ্রেণিকে নিয়ে আসা হয়েছে ৷ ১৭ শতাংশ ওবিসি’র মধ্যে ৯৭ শতাংশ মুসলিম সম্প্রদায়কে নিয়ে আসা হয়েছে ৷ এদিন কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সহ নানাবিধ প্রকল্পের সুফল তিনি ব্যাখ্যা করেন ৷ জানান, কেন্দ্রীয় সরকার আশা প্রকল্প বন্ধ করে দিলেও তাঁরা এই রাজ্যে তা চালু রেখেছেন ৷ উপরন্তু আশা কর্মীদের সাম্মানিকও বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে ৷ আইসিডিএস প্রকল্পে কেন্দ্র এখন মাত্র ১০ শতাংশ টাকা দেয় ৷ প্রকল্পটি তুলে দিতেই কেন্দ্রের এই কৌশল ৷ কিন্তু তাঁরা তা হতে দেননি ৷ বরং আইসিডিএস কর্মীদের মাসিক সম্মানভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, এই রাজ্যে যে কোনও চাকরির ক্ষেত্রে বয়সসীমা ৬০ বছর করে দেওয়া হয়েছে ৷ কৃষিজমিতে খাজনা ও মিউটেশন ফি মকুব করে দেওয়া হয়েছে ৷ এরপরেই পিএনবি ইশ্যুতে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ব্যাংক থেকে টাকা লুঠের ঘটনায় সার্বিক ব্যবস্থা নিলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে ৷ তাই তারা কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ কিন্তু তাঁরা এই দাবি থেকে তাঁরা সরবেন না ৷ কেউ ৫০ হাজার টাকা চাঁদা নিলে তার বিরুদ্ধে প্রতিদিন নতুন নতুন সংস্থাকে দিয়ে তদন্ত করানো হয় ৷ তাহলে এক্ষেত্রে কেন্দ্র চুপ কেন ৷ সবার জানা উচিত, বাংলাই লড়াই করে ৷ আগামীতেও সেই লড়াই চলবে ৷

কাঁথিতে দেশপ্রাণ মেলায় পরিবহণ মন্ত্রী

প্রতাপ চট্টোপাধ্যায়

আজ কাঁথির বসন্তিয়া মুকুন্দপুর দেশপ্রাণ ময়দানে দেশপ্রাণ সংঘের উদ্যোগে দেশপ্রাণ মেলা ও প্রদর্শণী ২০১৮ এর  শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ,এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্কুলের শিশুদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে বইখাতা দেওয়া হলো।

রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে শুভেন্দু

প্রতাপ চট্টোপাধ্যায়

আজ কাঁথি তে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের 183 তম শুভ জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ।

ভাতারে তৃনমূলের প্রতিবাদ মিছিল

প্রতাপ চট্টোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, অস্বাভাবিক হারে দ্রব‍্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ ভাতাড় ব্লকের আমারুন২ অঞ্চলের প্রতিবাদ মিছিল তৃনমূলের।

উখরায় স্বাস্থ্যমেলা শেষ হল

নীলাদ্রি ঘোষ

উখরায় নবম বর্ষ খনি অঞ্চল স্বাস্থ্যমেলা শেষ হল সোমবার l উদ্যোক্তারা জানান স্থানীয় নব ভারতী সংঘের প্রাঙ্গনে দু'দিন ব্যাপি এই মেলায় মোট ৬৭৩ জন বাসিন্দা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান l বিশিষ্ট চিকিৎসকদের উপস্থিতিতে সম্পুর্ন বিনামুল্যে বাসিন্দারা তাদের  ব্লাড  সুগার , ইসিজি , রক্তের গ্রুপ নির্নয় , আল্ট্রাসোনোগ্রাফি সহ বিভিন্ন রকমের পরীক্ষা করান l দেহ ও চক্ষুদানের বিষয়ে উৎসাহ মুলক বিশেয আলোচনা সভার ব্যবস্থ্যা সকলের দৃস্টি আর্কষন করে l

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER