বুধবার, মার্চ ১৪, ২০১৮

মালদায় অনশনকারী চাকরি প্রার্থীদের আন্দ্রোলন থামলো মুকুল রায়ের আশ্বাসে

মানস দাস,মালদা

মুখ্যমন্ত্রীর অনড় মনোভাব,শিক্ষামন্ত্রী কে ? তিনি একজন ইনস্ট্রুমেন্ট মাত্র।মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখনই বলে তাহলেই এদের চাকুরী হয়ে যাবে"। মালদার প্রাইমারি শিক্ষক চাকুরী প্রার্থীদের অনশন মঞ্চ থেকে রাজ্য বিজেপি নেতা মুকুল রায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে।অনশনের ২৫ দিনে মুকুল রায়ের আশ্বাসে চাকুরী প্রার্থীরা অনশন প্রত্যাহার করেন।

বুধবার সকাল নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে ২০০৯-১০ সালে TET উত্তীর্ণ প্রাথমিক চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চে উপস্থিত হন রাজ্য বিজেপি নেতা মুকুল রায়। অনশনকারীদের মুকুল রায় বলেন, “দু’ভাবে আন্দোলন করতে হবে। একটি আইনিভাবে ও দ্বিতীয়টি রাজনৈতিকভাবে। দু’ধরনের আন্দোলনেই BJP চাকরিপ্রার্থীদের পাশে থাকবে।” চাকরিপ্রার্থীরা এই আন্দোলনকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে চাইলে পাশে থাকবেন বলে জানান তিনি।

এদিন মুকুল রায় অনশন মঞ্চ থেকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে।তিনি বলেন,"অনসনকারী ছেলেমেয়েরা আমাদের অনুরোধকে যথাযোগ্য মর্যাদা দিয়ে আজ তারা অনশন প্রত্যাহার করেছে।আমি মুকুল রায় কথা দিচ্ছি এদের শেষ পৰ্যন্ত ভারতীয় জনতা পার্টি বা আমি মুকুল রায় এদের ছেড়ে যাবো না।লড়াই যেখানে নিয়ে যেতে হয় যাবো।শিক্ষামন্ত্রী কি করে মালদা ও হাওড়া জেলার ভেকেনসি বিক্রি করে দিচ্ছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।আমি শুধু এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই,এই প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে আজ জেল খাটছে।অতএব চিরদিন ক্ষমতায় কেউ থাকবে না।এই চাকুরী প্রার্থীরা নিশ্চিত আইনত দিক থেকে সফলতা পাবে।এই অনসনকারী চাকুরী প্রার্থীদের চিকিৎসা থেকে শুরু করে সমস্ত রকমের সুবিধা আমরা করবো।

মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে মানিকচক তৃনমূল

মানস দাস,মালদা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিল মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ।ব্লক TMCP কর্মীদের সাথে ব্লক সভাপতি রেজাউল আলী বুধবার মানিকচকের ইনায়েতপুর ইএ উচ্চ বিদ্যালয়ে আগত মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে চকলেট ও কলম তুলে দেওয়ার পাশাপাশি শুভেচ্ছা বার্তাও দেন তিনি।এই প্রসঙ্গে মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ রেজাউল আলী জানান,"আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রত্যেক বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিবির করছে জেলা তৃণমুল ছাত্র পরিষদ।সাবিত্রী মিত্রের নেতৃত্বে এদিন এই স্কুলে পেন ও চকলেট দেওয়া হয় পরীক্ষার্থীদের মধ্যে।আমরা চাই সকল ছাত্রছাত্রী ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করুক।আমাদের প্রত্যেকদিন একটি করে বিদ্যালয়ে আমাদের শিবির চলছে তারই অঙ্গ হিসেবে আজ ইনায়েতপুর ইএ উচ্চ বিদ্যালয়ে আমাদের এই শিবির।

মনের জোরে পরীক্ষা দিল মালদার পাপাই মন্ডল

মানস দাস,মালদা

পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থীকে বিশেষভাবে পরীক্ষার ব্যবস্থা করলো বিদ্যালয়।পায়ে গুরুতর আঘাত থাকা সত্তেও মনের জোরে পরে দিলো দুর্ঘটনায় আক্রান্ত ছাত্র।বিদ্যালয় ও প্রশাসনের এমন উদ্যোগে খুশি পরীক্ষার্থীর পরিবার।জানাগেছে,আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম পাপাই মন্ডল।হতদরিদ্র পরিবারের পড়াশোনায় মেধাবী পাপাই।মালদার মানিকচক ব্লকের ধনরাজ গ্রামের বাসিন্দা।মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের ছাত্র।পরীক্ষার কেন্দ্র কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ে।আক্রান্ত ছাত্রের মা কল্পনা মন্ডল জানান,মঙ্গলবার পরীক্ষাকেন্দ্র থেকে ভুটভুটি ভ্যানে করে ছেলেকে নিয়ে বাড়ী ফিরছিলাম।সেই সময় পথে ওপর এক ভুটভূটি ভ্যান ধাক্কা মারে।আঘাত লাগে ছেলের পায়ে।স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত আহত অবস্থায় মানিকচক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ছেলেকে।পায়ে মোচক থাকায় চিকিৎসার পর রাতে ছেড়ে দেওয়া হয়।ছেলে ভবিষ্যতের কোটগা ভেবে পরীক্ষা দিবে বলে জানায়।তাই আজ পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসি'।
মাধ্যমিক পরীক্ষার্থীর এমন অবস্থার কথা জানতে পেরে পাশে দাঁড়ান সেন্টার ইনচার্জ সুনন্দ মজুমদার।পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করেন বিদ্যালয় কর্তিপক্ষ।নির্ধারিত সময়ের বিদ্যালয়ের শিক্ষক রুমে শুরু হয় পাপায়ের পরীক্ষা।সেন্টার ইনচার্জ সুনন্দ মজুমদার জানান,  মথুরাপুর বিএসএস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী কালিন্দ্রি থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় তার ভুটভূটিতে দুর্ঘটনার স্বীকার হন। তার বাম পায়ে গুরুতরভাবে আহত হয়েছে।সে হাঁটাচলা করতে পারছেনা,এইকথা জানা মাত্রই সেজেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে এবং চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

ইটিভি নিউজ বাংলা হল 'নিউজ 18 বাংলা'

নাম বদলে গেল ইটিভি নিউজ বাংলার। নতুন নাম হল নিউজ 18 বাংলা। নতুন রূপে নতুন সাজে নিউজের সমস্ত আপডেট নিয়ে দর্শকদের সামনে হাজির নিউজ 18 বাংলা। আরও ঝকঝকে। আরও আকর্ষণীয়। নাম বদলালেও আগের স্বাদ, খবর পরিবেশনে মুন্সিয়ানা বজায় থাকছে পুরোটাই। থাকছে আমার বাংলা, কলকাতা কলকাতা সব আগের মতোই। এই চ্যানেল যুক্ত হল দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্কের সঙ্গে। নতুন চ্যানেলকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা।  জেলার খবর,রাজ্যের খবর, দেশের সব প্রান্তের গুরুত্বপূর্ণ সব খবর দর্শকদের সামনে সবার আগে তুলে ধরতে বদ্ধপরিকর নিউজ 18 বাংলা।

উপনয়ন অনুষ্ঠানে খেয়ে আশি জন অসুস্থ ছাতনায়

শুভেন্দু তন্তুবায়

উপনয়ন অনুষ্ঠানে খাদ্যে বিষক্রিয়া জনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হলেন প্রায় আশি জন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনার লায়েকডিহি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, সোমবার ছাতনার লায়েকডিহি গ্রামের একটি বাড়িতে  উপনয়নের অনুষ্ঠান ছিল। গ্রামের অধিকাংশ মানুষই সেখানে নিমন্ত্রিত হিসেবে দুপুরের খাবার খান। তার পর এদিন সন্ধ্যা থেকে বেশীরভাগ মানুষই বমি করতে থাকেন। তড়িঘড়ি তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও হাসপাতালে  ভর্তি করা হয়। বেশীরভাগ অসুস্থকে রাতেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকিদের আজ সকালে হাসপাতাল থেকে ছাড়া হয়। শেষ খবরে জানা যায়  কয়েকজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখে চিকিৎসার কাজ চলছে।ঐ উপনয়নের অনুষ্ঠানে ভোজ খেয়ে অসুস্থ ঝন্টু লায়েক  জানান  - আমরা দুপুরে ঐ অনুষ্ঠানে খাওয়ার পর থেকেই সন্ধ্যা নাগাদ একে একে সবাই অসুস্থ হয়ে পড়তে শুরু করি। বমি হতে থাকে। আমাদের ধারণা পরিবেশন করা  কোনো  এক খাবারে বিষক্রিয়া ঘটে যাওয়াই এই গণ অসুস্থতা। এই গণ অসুস্থতা বিষয়ে জানতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সি.এম.ও.এইচ কে টেলিফোন করা হলে তিনি জানান - পরিস্থিতি নিয়ন্ত্রণে। অধিকাংশ রোগীকেই ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় ভয়ের কনো কারণ নেই  বলেও তিনি জানান।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER