সোমবার, ফেব্রুয়ারী ২৬, ২০১৮

বোলপুরে সিপিএমের মহামিছিল

তথাগত চক্রবর্তী

সোমবার বোলপুরে অনুব্রত মন্ডলের খাসতালুকে বামফ্রন্টের মহামিছিল।মিছিলে  পা মেলালেন সুজন চক্রবর্তী ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।

ত্রি ধারা পত্রিকার সাহিত্য আসর আকালিপুরে

তথাগত চক্রবর্তী

সাহিত্যেপ্রমীদের সাহিত্য সভা  ও খোলা আকাশের নীচে বনভোজন অনুষ্ঠিত হল নলহাটির আকালিপুর গ্রামে।
জানা গেছে, জেলা ও জেলার বাইরে বিভিন্ন প্রান্ত থেকে দেড়শো কবি সাহিত্যিক যোগ দেন এই আলোচনা সভায়।  এই সভার প্রধান উদ্যোক্তা গৌর কুমার ফুলমালি বলেন,  কবি সাহিত্যিক শিল্পীদের কোন জাত হয় না। বিভিন্ন স্তরের মানুষ একত্র হয়ে শান্তি সহাবস্থানের কথা আলোচনা করলাম।

তৃনমূল শিক্ষক সমিতির সম্মেলন সারেঙ্গায়

শুভদীপ ঋজু মন্ডল

পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সমিতির সারেঙ্গা দক্ষিণ চক্রের তৃতীয় বর্ষ বার্ষিক। সন্মেলন অনুষ্ঠিত হল সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠে। সম্মেলন  উদ্বোধন করেন রাইপুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু। সন্মেলনে শিক্ষকদের বিভিন্ন দাবীদাবা নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন জেলা মহকুমা স্তরের শিক্ষাসেলের নেতৃত্ব গৌতম গরাই, তরুণ পাত্র প্রমূখ। বিদ্যালয় সংক্রান্ত শিক্ষকদের বিভিন্ন  সমস্যা থাকলে তা সমাধানের আশ্বাস দেন সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ মহাশয়। সন্মেলন মঞ্চে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মন্ডল, বিশিষ্ট কবি ও শিক্ষক সুদীপ লোহার এবং আরো বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সন্মানিত করা হয়।

সারেঙ্গা ওসি স্মরণে নানা প্রতিযোগিতা

সাধন মন্ডল

২০১০ সালে আজকের দিনে সারেঙ্গার গোবিন্দপুর মোড়ে মাওবাদীদের সাথে সরাসরি গুলির লড়াই এ মারা যান  সারেঙ্গা থানার তৎকালীন আই.সি. রবিলোচন মিত্র। তারপর অনেক জল বয়ে গেছে কংসাবতীতে। পট পরির্তন হয়েছে রাজ্যে। মা মাটি মানুষের সরকার সেইসব বীরদের সন্মান জানাতে ভোলেনি। বাঁকুড়া জেলাপুলিশের উদ্যোগে পঞ্চমবর্ষ রবিলোচন মিত্র স্মৃতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি আজ সারেঙ্গায় অনুষ্ঠিত হল। এবছর তিনটি বিভাগে প্রায় ৭০০ প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনটি প্রতিযোগিতারই শুভ সূচনা করেন বাঁকুড়া জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা মহাশয়।  পুরুষ বিভাগে লক্ষীকান্ত মান্ডি এবং মহিলা বিভাগে পিংকু সিংহমহাপাত্র ও শিশু বিভাগে সুরজ শেখ  প্রথম স্থান অধিকার করে। এই প্রতিযোগিতা শেষে সারেঙ্গা থানা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলাপুলিশের আধিকারিকবৃন্দ ও প্রয়াত আই.সি. এর স্ত্রী সুদীপ্তা মিত্র মহাশয়া। সকলেই প্রয়াত আই.সি. এর স্মৃতিচারণা করেন। পুলিশ সুপারের এই উদ্যোগ কে সাধুবাদ জানান এলাকার মানুষ।

বাঁকুড়ায় শ্রুতি নাটক উৎসব চলছে

সাধন মন্ডল

বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় অডিটোরিয়ামে আলেখ্য টেগোর কালচারাল আকাদেমির উদ্যোগে বাঁকুড়ায় এই প্রথম সারা বাংলা শ্রুতি নাটক উৎসব অনুষ্ঠিত হল।  বেলা ৪ টায় এই উৎসবের উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পুলিস সুপারিশ সুখেন্দু হীরা মহাশয়। উপস্থিত ছিলেন  চিকিৎসক অমিতাভ চট্টরাজ,  সমাজসেবী অনুপ পাত্র। অনুষ্ঠানে বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান,হুগলী, উত্তর ২৪ পরগনা থেকে মোট ৯ টি নাট্যদল এদিনের শ্রুতি নাটক উৎসবে যোগ দেয়।

তুহিন সামন্ত খুনে বহাল তবিয়ত অভিযুক্ত পুলিশ অফিসার

মোল্লা জসিমউদ্দিন

এক কলেজের অধ্যাপক তুহিন সামন্তের মৃত্যুবার্ষিকীতে কাটোয়ার স্থানীয় তৃনমূল নেতৃত্ব এক পদযাত্রার আয়োজন করে থাকে।পরিচালন সসমিতির ভোট চলাকালীন তৎকালীন কাটোয়া ওসি দেবজ্যোতি সাহার সার্ভিস রিভলভার এর গুলিতে মৃত্যু ঘটে এই অধ্যাপকের।বহাল তবিয়ত রয়েছেন খুনে অভিযুক্ত পুলিশ অফিসার।

ছবি পুলকেশ ভট্টাচার্য

নিয়োগ পরীক্ষা চলাকালীন দুর্নীতির পোস্টার মেখলিগঞ্জে


মেখলিগঞ্জ

নিয়োগ পরীক্ষা চলাকালীনই নিয়োগের বিষয় নিয়ে পোস্টার পরল এলাকায়।রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার  মেখলিগঞ্জ শহরে।জানাগেছে এদিন মেখলিগঞ্জ পুরসভায় ক্যাশিয়ার এবং টাইপিস্ট পদে কর্মী নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয় স্থানীয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে।এই সময়েই বাজারের বেশকিছু এলাকায় কয়েকটি পোস্টার পরে।যেখানে উল্লেখ করা হয়েছে যে ওই দুটি পদে পুরসভার চেয়ারপার্সনের দাদা মানু সিংহ সরকার এবং উপপুরপতি অমিতাভ রায়ের স্ত্রী করনিকা রায়কে নিয়োগ করা হবে।বিষয়টি নজরে আসতেই ব্যাপক গুঞ্জন ছড়ায়।উল্লেখ এই পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ এনে দিনকয়েক আগেই পুরমন্ত্রী,প্রসাশনসহ নানা মহলে লিখিত অভিযোগ জানিয়েছিলেন এক পরীক্ষার্থী তথা প্রাক্তন কাউন্সিলর আনারুল মহম্মদ।এরপরেই তৃনমুল পরিচালিত এই পূর্বোর্ডের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষা নিয়ে তৃণমূলের একাংশের তরফেও অভিযোগ আনা হয়।তাদের অভিযোগ, পরীক্ষা হচ্ছে নামেমাত্র।আসলে কারা নিয়োগপত্র পাবেন সেটা ঠিক হয়েই রয়েছে।প্রাক্তন কাউন্সিলরও চেয়ার পার্সন এবং উপপুরপতির বিরুদ্ধে তাদের আত্মীয়দের চাকরি পাইয়ে দেবার অভিযোগ আনা হয়েছিল।এপ্রসঙ্গে মেখলিগঞ্জ পুরসভার চেয়ারপার্সন মিঠু সিংহ সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপপুরপতি অমিতাভ রায় অবশ্য জানান,পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।পোস্টার সম্পর্কে তার কিছু জানা নেই।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER