লড়াই টা এবার সরাসরি" লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লড়াই টা এবার সরাসরি" লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৭, ২০১৭

বিশ্বকর্মা পুজো ঘিরে আদ্রায় তৈরী হচ্ছে ২৩ ফুটের বিশ্বকর্মা

শুভদীপ চৌধুরী, আদ্রাঃ- রেলশহর আদ্রায় প্রতিবছরই থাকে বিশ্বকর্মা পুজোয় জাঁকজমকের আকর্ষণ । এবছরও বিশ্বকর্মার মূর্তির দিকে নজর কাড়তে এগিয়ে থাকছে বাঙালী সমিতির পুজো প্যান্ডেল । এবছরও বাঙালী সমিতির পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ বিশ্বকর্মার প্রতিমা । প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে ২৩ ফুটের বিশ্বকর্মা প্রতিমা ।
বাঙালী সমিতির সম্পাদক তপন কুমার ব্যানার্জী ও সদস্য দেবাশিষ দে, সাত্যকী দে ও অন্যান্যদের দাবি, “রেলশহর আদ্রা তো এমনিতেই পুজোয় জমজমাট থাকে, আশা করবো অন্যবারের মতো এবারেও জনসমুদ্র দেখা যাবে বাঙালী সমিতিতে ।”  অন্যদিকে মিলন মেলা ও বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তা চিরঞ্জীব সরকার জানান, এবছর মেলা শুরু হচ্ছে ৯ই সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ।  মেলায় বিশেষ আকর্ষণ থাকবে অ্যাকুয়া ফান বোটিং । যা আদ্রায় প্রথমবার এই মেলায় আসছে ও এছাড়াও থাকছে প্রায় ৩০টি স্টল । এগুলির মধ্যে থাকবে কাঠের আসবাবপত্র, খাবারের ও অন্যান্য স্টল ।
চিরঞ্জীববাবু জানান, আগামী বছর থিমপুজো করে বিশ্বকর্মা পুজো করার ইচ্ছে আছে আদ্রার বুকে ।


বিশ্বকর্মা পুজো ঘিরে আদ্রায় তৈরী হচ্ছে ২৩ ফুটের বিশ্বকর্মা

শুভদীপ চৌধুরী, আদ্রাঃ- রেলশহর আদ্রায় প্রতিবছরই থাকে বিশ্বকর্মা পুজোয় জাঁকজমকের আকর্ষণ । এবছরও বিশ্বকর্মার মূর্তির দিকে নজর কাড়তে এগিয়ে থাকছে বাঙালী সমিতির পুজো প্যান্ডেল । এবছরও বাঙালী সমিতির পুজো প্যান্ডেলের বিশেষ আকর্ষণ বিশ্বকর্মার প্রতিমা । প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে ২৩ ফুটের বিশ্বকর্মা প্রতিমা ।
বাঙালী সমিতির সম্পাদক তপন কুমার ব্যানার্জী ও সদস্য দেবাশিষ দে, সাত্যকী দে ও অন্যান্যদের দাবি, “রেলশহর আদ্রা তো এমনিতেই পুজোয় জমজমাট থাকে, আশা করবো অন্যবারের মতো এবারেও জনসমুদ্র দেখা যাবে বাঙালী সমিতিতে ।”  অন্যদিকে মিলন মেলা ও বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তা চিরঞ্জীব সরকার জানান, এবছর মেলা শুরু হচ্ছে ৯ই সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ।  মেলায় বিশেষ আকর্ষণ থাকবে অ্যাকুয়া ফান বোটিং । যা আদ্রায় প্রথমবার এই মেলায় আসছে ও এছাড়াও থাকছে প্রায় ৩০টি স্টল । এগুলির মধ্যে থাকবে কাঠের আসবাবপত্র, খাবারের ও অন্যান্য স্টল ।
চিরঞ্জীববাবু জানান, আগামী বছর থিমপুজো করে বিশ্বকর্মা পুজো করার ইচ্ছে আছে আদ্রার বুকে ।


শিবাজী সংঘ বনাম কল্যাণ স্মৃতি সংঘের স্থানীয় ফুটবল ডার্বি ১০ সেপ্টেম্বর


অপূর্ব দাস

জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত বর্ধমানের ফুটবল লিগে এই মরশুমের উত্তেজক
ম্যাচ হিসাবে কল্যাণ স্মৃতি সংঘ বনাম শিবাজী সংঘের খেলার কথাই শোনা যাচ্ছে স্থানীয় ফুটবল প্রেমীদের কাছ থেকে। আগামী ১০ সেপ্টেম্বর রবিবার রাধারানী স্টেডিয়ামে ওই ডার্বি ম্যাচে যারা জিতবে স্থানীয় ফুটবল লিগের
প্রথম ডিভিশনের শিরোপা দখলের দিকে তাঁরা এগিয়ে থাকবে।

এই মরশুমে প্রথম ডিভিশন থেকে তিনটি দল আগামী মরশুমে সুপার ডিভিশনে খেলবে, সুপার ডিভিশনে উন্নীত হওয়ার বিষয়ে এগিয়ে রয়েছে কল্যাণ স্মৃতি সংঘ ও শিবাজী সংঘ। দুটি দলই ৫টি করে খেলে ১৩ পয়েণ্ট সংগ্রহ করেছে। অপরাজিত
অবস্থায় দুটি দল একটি করে খেলায় ড্র করে একে অপরের বিরুদ্ধে রবিবার খেলতে নামছে।

প্রথম ডিভিশন ফুটবল লিগে ৫ সেপ্টেম্বর কল্যাণ স্মৃতি সংঘ ও বাবুরবাগ বয়েজ
এ্যাসোসিয়েশনের খেলা শেষ হয় ১-১ গোলে। রাধারানী স্টেডিয়ামে এদিনের
খেলায় কল্যাণের সৈকত দত্ত প্রথমে গোল করেন। দ্বিতীয়ার্ধে খেলার সমতা ফেরান বাবুরবাগ বয়েজ এ্যাসোসিয়েশনের মধু হেমব্রম। কল্যাণ স্মৃতি সংঘ এদিনই প্রথমবার জয় পেল না।

৬ সেপ্টেম্বর শিবাজী সংঘ ২-০ গোলে হারায় বর্ধমান কালিতলা এ্যাথলেটিক ক্লাবকে। খেলার দুটি অর্ধে একটি করে গোল করে শিবাজী সংঘ।

বর্ধমানের ফুটবল লিগে একসময় কল্যাণ বনাম শিবাজীর খেলায় মাঠ দর্শকে উপচে পড়ত। দুই দলের সম্মান রক্ষার লড়াই ছিল স্থানীয় ফুটবল প্রেমীদের কাছে লিগ
ফুটবলের সেরা আকর্ষণ। বর্তমানে কল্যাণ স্মৃতি সংঘ এবং শিবাজী সংঘ প্রথম ডিভিশনে খেলছে। সমর্থকদের আশা, তাদের প্রিয় ক্লাব আগামী বছর সুপার ডিভিশনে খেলতে নামবে। প্রথম ডিভিশন লিগে দুটি ক্লাবই অন্যদের তুলনায় এগিয়ে থেকে সমর্থকদের প্রত্যাশা পূরণের দিকে এগিয়ে চলেছে। এখন দেখার, এই নামী দলের ডার্বি ম্যাচে জিতে কোনো ক্লাব প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মূল্যবান তিন পয়েণ্টে এগিয়ে যেতে পারে।

স্থানীয় ফুটবল সমর্থকদের আলোচনায় কান পাতলে শোনা যায়, তারা চাইছেন আগামী বছর সুপার ডিভিশনে খেলুক শিবাজী সংঘ এবং এবাররের সুবোধ কাপ জয়ী কল্যাণ স্মৃতি সংঘের মতো নামী ক্লাব।

আরএইউসি, সেণ্টার অফ ইয়ং সোসাইটি, জাতীয় সংঘ, অগ্রদূত সংঘ, মিলনী, নিবেদিতা সংঘের পাশাপাশি কল্যাণ স্মৃতি সংঘ ও শিবাজী সংঘ যদি আগামী বছর
সুপার ডিভিশনে খেলে তবে স্থানীয় ফুটবল লিগের আকর্ষণ বাড়বে বলে মনে করেন
স্থানীয় ফুটবলপ্রেমীরা।
        


মঙ্গলবার, সেপ্টেম্বর ০৫, ২০১৭

আজ শিক্ষক দিবস, কোচবিহার (এ বী এন শীল কলেজে) তৃণমূল ছাত্র পরিষদের আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।


শিক্ষক দিবস পালন

সামসুদ্দিনঃ ড. সর্বোপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালন করল মেমারি কলেজের ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলা পুলিশ বতমান ছাত্র সমাজকে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার থেকে রক্ষার্থে সচেতনতার জন্য সাইবার ক্রাইম বিষয়ক সেমিনার করে। উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম, পুলিশ সুপার কুনাল আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, এসডিপিও সাউথ, সি আই, মহকুমা শাসক দঃ অনির্বান কোলে, গভর্নিং প্রেসিডেন্ট মধুসূদন ভট্টাচার্য, মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, অধ্যক্ষ দেবাষিস চক্রবর্তী প্রমুখ।


বিশিষ্ট প্রাবন্ধিক সমাজকর্মী কাজি মাসুম আখতারকে শিক্ষারত্ন সম্মান দিল পশ্চিমবঙ্গ সরকার








ফারুক আহমেদ

শিক্ষক দিবসে বিশিষ্ট প্রাবন্ধিক সমাজকর্মী কাজি মাসুম আখতারকে শিক্ষারত্ন সম্মান দিয়ে সম্মানীত করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
কলকাতার কাটজু নগর স্বর্ণময়ী বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক কাজি মাসুম আখতারকে আজ শিক্ষক দিবসে নজরুল মঞ্চে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শিক্ষাক্ষেত্রে সারাজীবনের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তার হাতে এই পুরস্কার তুলে দেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি। গত বছরও "আনন্দবাজার পত্রিকা" শিক্ষাক্ষেত্রে আখতার সাহেবের অভাবনীয় সাফল্যের জন্য তাঁকে "দ্রোণাচার্য " পুরস্কারে ভূষিত করেছিল।
উল্লেখ্য যে, কাজি মাসুম আখতার শুধু একজন আদর্শনিষ্ঠ, সফল শিক্ষক নন, তিনি একজন বিশিষ্ট লেখক ও সমাজকর্মীও বটে। বিশেষ করে এ রাজ্যের অন্যতম প্রতিবাদী মুখ হিসাবে তিনি পরিচিত। ধর্মান্ধতা বা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তাঁকে বার বার গর্জে উঠতে দেখা গেছে। কেবল সভা সমিতি, মিছিল, মিটিং নয়,বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা অসংখ্য প্রবন্ধে বা বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে তাঁর মূল্যবান বক্তব্যে যার প্রকাশ মিলেছে। তাঁর লেখা দুটি গ্রন্থ হল "বঞ্চিত রাখার সড়যন্ত্র" ও "বিপন্ন সংস্কৃতি"।  সন্ত্রাসবাদকে রুখে দিতে ও অনগ্রসরদের প্রতি বঞ্চনা, ধর্মান্ধতা ও সামাজিক নানাবিধ ক্ষয়রোগের বিরুদ্ধে গবেষণালব্ধ দলিল বলা যায় বই দুটিকে।
তাঁকে মূল্য দিতে হয়েছে বার বার। এমন কী, তার উপর প্রাণঘাতী হামলাও হয়েছে। তবুও তিনি লক্ষ্যে অবিচল, অকুতোভয়। জাতির বিবেক এমন শিক্ষকদের জন্যেইতো শিক্ষারত্ন সম্মানের  সার্থকতা। ইতিমধ্যে এই তরুণ তুর্কী কাজি মাসুম আখতার পেয়েছেন "উদার আকাশ" পুরস্কার। তাঁকে "উদার আকাশ" পুরস্কার দেওয়া হয়েছিল কয়েক বছর আগেই।
আগামী দিনে সমাজ কল্যাণে তিনি আরও ভাল কাজ করবেন। বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন এই আশা প্রকাশ করেছেন এই প্রতিবেদক এর কাছে।


শনিবার, আগস্ট ২৬, ২০১৭

যাত্রা শুরু

নি: সংবাদ দাতা , কাটোয়া:- অবশেষে কাটোয়ার মানুষদের অপেক্ষা শেষ আপাততো শ্রীখন্ড থেকে বর্ধমান চালু রেল যোগাযোগ । পূর্ব: রেল জানান যে কাটোয়ার কিছু কাজ বাকি আছে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে ।


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER