মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০১৭

গাছে ১২৪ টি টমেটো রাইপুর কৃষিমেলায়

শুভদীপ ঋজু মন্ডল

বাঁকুড়ার রাইপুর কৃষিমেলায় একটি টমেটো গাছে ১২৪টি টমেটো ধরেছে সেটি দেখছেন ব্লক সহ কৃষিঅধিকর্তা বিলাশ চন্দ্র দাস।

posted from Bloggeroid

রাইপুরে কৃষিমেলা শুরু

সাধন মন্ডল

বাঁকুড়ার রাইপুর ব্লক কৃষি মেলার সূচনায় রাইপুরের বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, বিডিও সঞ্জিব দাস, সভাপতি পদ্মিনী মুর্মু। রাইপুর বিডিও অফিস প্রাঙ্গনে চলছে।

চলবে ২১তারিখ পর্যন্ত।৩০টি স্টল থাকছে কৃষি, মাটি, মাছ, কুইজ, বসেআঁকো,গাভী প্রর্দশন ইত্যাদি নিয়ে অনুস্থান থাকছে।

posted from Bloggeroid

রায়নায় পঞ্চায়েতীরাজ সম্মেলনে মন্ত্রী অরুপ বিশ্বাস

সুরজ প্রসাদ

পঞ্চায়েত ভোটের আগে পঞ্চায়েতের ত্রিস্তর জনপ্রতিনিধিদের কড়া বার্তা দিলেন রায়নার পঞ্চায়েতীরাজ সম্মেলনে মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার রায়নার সেহারাবাজারের মাঠে রায়না, খণ্ডঘোষ,

জামালপুর ,রায়না ১ ও ২ এবং মেমারীর দুটি ব্লক নিয়ে মোট ছ'টি ব্লকের পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে পঞ্চায়েতীরাজ সম্মেলন অনুষ্ঠিত হল। জনপ্রতিনিধিদের পাশাপাশি বিধায়ক, সংসদ, তৃণমূল কংগ্রেসের ব্লক, অঞ্চল সভাপতি ও দলীয় কর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ব। পূর্ব বর্ধমানের দলীয় পর্যবেক্ষক মন্ত্রী অরূপ বিশ্বাস দলীয় কর্মী ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্য বলেন- পাড়ায় পাড়ায় ঘুরে রিপোর্ট তৈরী করুন। রাজ্য সরকারী পরিষেবা কারা পাচ্ছে বা কারা পাচ্ছে না তার তালিকা তৈরী করতে হবে। কেন বঞ্চিত হচ্ছে তারও কারণ জানতে হবে। যারা জনপ্রতিনিধি হয়েও ঠিকমত মানুষের পাশে থাকবে না তারা পঞ্চায়েতের টিকিট চাইতে আসবেন না। এদিনের সম্মেলনে মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ ও জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু উপস্থিত ছিলেন।

posted from Bloggeroid

বর্ধমানে উড়ালপুল কর্মীদের গফিলতিতে মৃত্যু বালকের

সুরজ প্রসাদ

নির্মাণ কর্মীদের কাজে গাফিলতির জেরে মৃত্যু ঘটলো এক বালকের। বর্ধমানের রেল লাইনের উপর নতুন উড়ালপুল তৈরির কাজ চলছে জোরকদমে। প্রায়শই নির্মাণসামগ্রী পড়ে থাকে রাস্তার উপর। মাস খানেক আগে লোহার পাত নির্মীয়মান উড়ালপুল উপর থেকে পড়ে গিয়ে এক মহিলা পথচারী জখম হয়। তার পরও সচেতন হয়নি উড়ালপুল নির্মাণকারী সংস্থা। তেমনই ভাবে ওয়েল্ডিংয়ের বিদ্যুৎবাহী তার পড়ে ছিল বাজেপ্রতাপপুরের দিকে নির্মীয়মাণ উড়ালপুলে । ঘুড়ি ওড়াতে গিয়ে সেই খোলা তারের সংস্পর্শে আসে অনিমেষ দাস। বিদ্যুতস্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। তার বয়স ১০ বছর। বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুরের শিবতলায়।এই ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়।

posted from Bloggeroid

'রাইট টু ওয়ার্ক' দিবস বর্ধমান শহরে

সুরজ প্রসাদ

সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে বর্ধমান শহরের কার্জনগেট চত্বরে সভা হল। সুশীলা গোপালনের জন্মদিবস

উপলক্ষ্যে 'রাইট টু ওয়ার্ক’ দিবস হিসাবে দিনটি পালন করল মহিলা সমিতি। জমায়েতের পাশাপাশি বিভিন্ন দাবী নিয়ে জেলাশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয় সংগঠনের তরফে।

posted from Bloggeroid

ক্রেতা সুরক্ষা নিয়ে বৈঠক পূর্ব বর্ধমানে

সুরজ প্রসাদ

ক্রেতা সুরক্ষা নিয়ে একটি বৈঠক হল পূর্ব বর্ধমান জেলাশাসক কনফারেন্স রুমে। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলাশাসক জানান - "

ডিস্ট্রিক্ট কনজিউমার প্রকেটশন কাউন্সিলের এটি চলতি বছরের দ্বিতীয় মিটিং ছিল। ক্রেতা সুরক্ষা যাতে কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে আলোচনা করা হয়।"

posted from Bloggeroid

সমুদ্রভ্রমনে দুই রাজ্যপাল হলদিয়ায়

জাহাঙ্গীর বাদশা

বাংলার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় সহ তাঁদের পরিবার নিয়ে কলকাতা বন্দর

থেকে উপকূল রক্ষী বাহিনীর সমুদ্রযানে করে হলদিয়া বন্দরে পৌঁছান। সেখান থেকে উপকূল রক্ষী বাহিনী জলযানে হয়ে সাড়ে ১০ টা নাগাদ সাগরে পাড়ি দেন। বন্দর সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে সাড়ে ১২ টা নাগাদ উপকূলরক্ষী বাহিনীর জলযানে হয়ে হলদিয়া বন্দরে ফিরবেন। সেখানে উপকূল রক্ষী বাহিনী সম্মান জানাবেন। ৩ টে ১৫ নাগাদ সড়ক পথে কলকাতার রাজভবনে যাবেন।তবে এদিন সাগর দফরে এসে দুই রাজ্যের রাজ্যপাল কিছু মন্তব্য করেননি।

posted from Bloggeroid

পঞ্চায়েতীরাজ সম্মেলন চলছে সেহারাবাজারে

কৃষ্ণ সাহা

পূর্ব বর্বমানের সেহারাবাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত পঞ্চায়েতীরাজ সম্মেলন। সকল তৃণমূল কর্মীদের অভিনন্দন

জানাচ্ছেন সকাল থেকেই রায়নার বিধায়ক নেপাল ঘোড়ুই ও খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER