শনিবার, মে ১৬, ২০২০

কলকাতার বিভিন্ন ফুটপাতে টিফিন নিয়ে ঘুরছে বিপ্লব

গোপাল দেবনাথ

  

মধ্যবিত্ত ঘরের সন্তান বিপ্লব দে নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রতিদিন কর্তব্যরত পুলিশ অফিসারদের হাতে সন্ধ্যায় তুলে দিচ্ছে টিফিন তার সাথে সাথে ভবঘুরে, রিকশাচালক, ভ্যানচালক, দুধ ফেরিওয়ালা, ফুটপাতবাসী, মৃৎশিল্পী, প্রত্যেকের হাতেই সন্ধ্যায় টিফিন এর ব্যবস্থা করেছে বিপ্লব  তিনি এটাও জানান - মানুষের  জন্য কাজ করা তার হবি, বছরের প্রতিটা সময় বিভিন্ন সংগঠনের মাধ্যমে থেকে এবং ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বহু কাজ করেন তিনি তাই এই লকডাউন এর দিনেও ঘরে বসে না থেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে রাস্তায় নেমে গেছেন তিনি এবং তার সাধ্যমতো যতদিন পারবে তিনি এই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন  আর তার এই কাজকে সমর্থন জানিয়  উপস্থিত ছিলেন শ্রীমতি শুপ্তি পান্ডে মহাশয়া

কলকাতার বিভিন্ন ফুটপাতে টিফিন নিয়ে ঘুরছে বিপ্লব

গোপাল দেবনাথ

  

মধ্যবিত্ত ঘরের সন্তান বিপ্লব দে নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে প্রতিদিন কর্তব্যরত পুলিশ অফিসারদের হাতে সন্ধ্যায় তুলে দিচ্ছে টিফিন তার সাথে সাথে ভবঘুরে, রিকশাচালক, ভ্যানচালক, দুধ ফেরিওয়ালা, ফুটপাতবাসী, মৃৎশিল্পী, প্রত্যেকের হাতেই সন্ধ্যায় টিফিন এর ব্যবস্থা করেছে বিপ্লব  তিনি এটাও জানান - মানুষের  জন্য কাজ করা তার হবি, বছরের প্রতিটা সময় বিভিন্ন সংগঠনের মাধ্যমে থেকে এবং ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বহু কাজ করেন তিনি তাই এই লকডাউন এর দিনেও ঘরে বসে না থেকে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে রাস্তায় নেমে গেছেন তিনি এবং তার সাধ্যমতো যতদিন পারবে তিনি এই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন  আর তার এই কাজকে সমর্থন জানিয়  উপস্থিত ছিলেন শ্রীমতি শুপ্তি পান্ডে মহাশয়া

ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের খাওয়ালেন নবদ্বীপের পুরোহিত

শ্যামল রায়
  
লকডাউন চলাকালীন নবদ্বীপে বিভিন্ন সংস্থার থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ

লকডাউন চলছে। কেউ কেউ ভিন্ন দেশ থেকে বাড়ি ফিরছেন আবার কেউ কেউ এলাকার গরীব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে সামাজিক দায়িত্ব পালন করছেন।
শনিবার নবদ্বীপ শহরের জাহান্নবি পাড়ায় সামাজিক সংগঠনের তরফ থেকে এলাকার গরিব মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বাজার করা হয়। বিনামূল্যে সবজি পেয়ে এলাকার গরিব মানুষ ভীষণ খুশি বলে জানা গিয়েছে।
অন্য দিকে অন্ধপ্রদেশ থেকে কুড়িজন পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার পথে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রেল গেটের কাছে এই সকল ক্ষুদার্থ শ্রমিকদের জন্য এগিয়ে আসেন নবদ্বীপের একজন বিশিষ্ট পুরোহিত মানিক লাল ভট্টাচার্য। তিনি বাসে থাকা শ্রমিকদের জন্য জল এবং বিভিন্ন ধরনের শুকনো খাবার পরিবেশন করেন। ক্ষুধার্ত শ্রমিকরা খাবার খেয়ে ভীষণ খুশি আনন্দিত বলে জানা গিয়েছে।
অন্যদিকে নবদ্বীপ পৌরসভার  ১৯ নম্বর  তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এলাকার গরীব মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর এবং নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান সহ অনেকে। লকডাউন চলাকালীন খাদ্যসামগ্রী পেয়ে খুশি এলাকার গরিব মানুষ। তবে অনেকেই বলছেন লাগাতারভাবে লকডাউন চললে আগামী দিন তারা কিভাবে বেঁচে থাকবেন এই  প্রশ্নেহতাশাগ্রস্ত হয়ে পড়ছেন শহরের দিন আনা দিন খাওয়া কর্মহীন অসংগঠিত শ্রমিক ও সাধারণ মানুষ।

প্রখর রোদে সিক্ত শ্রমিকদের রানাঘাটে পাঠালো শালবনীর পঞ্চায়েত সমিতি

প্রচন্ড দাবদাহে হাঁটতে থাকা শ্রমিকদের শালবনীতে আটকে মেডিকেল ও গাড়ির ব্যবস্থা করে পাঠানো হলো। তাদের বাড়ি নদীয়া জেলার রানাঘাটে
গতকাল শালবনী ব্লকের ফাৰ্মরোড প্রচন্ড রোদের মধ্যে মাথায় ব্যাগ বোচকা নিয়ে  হাঁটতে দেখে তাদের আটকান শালবনির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ ও সভাপতি মিনু কোয়ারি , তাদের জিজ্ঞেস করে জানতে পারেন তারা খড়্গপুর থেকে হাঁটছেন ও নদীয়া জেলার রানাঘাট যাবে , সন্দীপ বাবু তাদের অপেক্ষা করতে বলে সেক ইমরানের কে বলে একটা গাড়ি ব্যবস্থা করে শালবনি হাসপাতালে পাঠান সেখানে কাঞ্চন ডাঙরের সহযোগিতা করে তাদের ডাক্তারি পরীক্ষা করান, সকলে সুস্থ থাকায় সন্দীপ বাবু তাদের শালবনি হাইস্কুলে থাকার ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করেন , গতকাল শালবনীতে ওনারা থাকেন এবং আজকে তাদের রানাঘাট ফিরে যাওয়ার সরকারি অনুমোদন ও গাড়ির ব্যবস্থা করে সেই সাতজন শ্রমিক ভাইদের আজ রানাঘাটে পাঠানো হলো ۔۔ সন্দীপ সিংহের কথায়  সুমন সরকার ও অন্যান্য দলীয় কর্মীরা সেই শ্রমিকদের সহযোগিতা করেন

বিভিন্ন দাবিতে সরব দেশপ্রাণ ব্লকের সিটু নেতৃত্ব

জুলফিকার আলি
  

সিঅাইটিইউ, দেশপ্রাণ ব্লক কমিটির ডাকে জেলা কর্মসূচীর অংশ হিসেবে অাজ বসন্তিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও দুরমুঠ উপস্বাস্হ্য কেন্দ্রের সামনে সমস্ত সরকারী হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, উপস্বাস্হ্য কেন্দ্র, নার্সিং হোমে করোনা মোকাবিলার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স,স্বাস্থ্য কর্মীদের পিপিই,মাস্ক সহ চিকিৎসা সুরক্ষা প্রদান ও ৫০ লক্ষ টাকার বীমার অাওতাভূক্ত করা সহ ৮ দফা দাবীর ভিত্তিতে নিরব বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। উভয় কর্মসূচী তে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সুতনু মাইতি, সঞ্জিত দাস, তাপস মিশ্র, তরুণ মাইতি, জহর লাল দাস,দিলীপ চন্দ, বাপ্পা খুঁটিয়া,নন্দন খুঁটিয়া,শক্তিপদ পণ্ডা,মানিক গারু প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন বলেন করোনা মোকাবিলায় সার্বজনীন টেস্টিং,সামাজিক দূরত্ব বিধি মেনে হাসপাতালে নমুনা সংগ্রহ, জনস্বাস্থ্য সচেতনতা সুনিশ্চিত করন, গরীব মানুষজনকে বিনা মূল্যে রেশন, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে অাজ কের মত অাগামীদিনে লকডাউন বিধি মেনে লাগাতার অান্দোলন সংগঠিত করা হবে।

একগুচ্ছ জনস্বার্থ দাবি নিয়ে বিক্ষোভে সিটু

জুলফিকার আলি
  

পরিযায়ী শ্রমিকদের বিনা ব্যয়ে শ্রমিক ট্রেনের অায়োজন করে রাজ্য সরকার ও রেল দপ্তর কে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণ, কর্মহীন দের প্রয়োজনীয় অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা, প্রচেষ্টা প্রকল্পের অাওতায় সবাই কে অন্তর্ভুক্ত করা, ঘরের ছেলে মেয়ে দের ঘরে ফেরাও সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী দের প্রয়োজনীয় সুরক্ষা প্রদান ও বীমার পরিমাণ বৃদ্ধি করা,বিদ্যুৎ বিল মকুব করা প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে অাজ দেশপ্রাণ, কাঁথি -১,কাঁথি-৩, হেঁড়িয়া, খেজুরী,রামনগর, বালিসাই, পটাশপুর, মুগবেড়িয়া, ভগবানপুর, এগরা,বালিঘাই প্রভৃতি ব্লকে বিক্ষোভ, ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। দেশপ্রাণ ব্লকে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন, সুতনু মাইতি, তাপস মিশ্র, তরুণ মাইতি, ইউনুস উদ্দিন, গৌতম দাস,পৃথ্বীরাজ শীট,জহর দাস,দিলীপ চন্দ,সেক সফিউল অালি, প্রবীর বেরা প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-১ ব্লকের কর্মসূচি তে নেতৃত্ব দেন সিঅাইটিইউ জেলা নেতা হরপ্রসাদ ত্রিপাঠী,মামুদ হোসেন  কানাই মুখার্জি, অতুল্য সুন্দর উকিল, জয়দেব, পণ্ডা, তেহরান হোসেন,প্রনব করণ,নন্দন রাউত,সলিলবরণ মান্না,সেক সাত্তার,বাসুদেব রাউল,বিদ্যুৎ পাত্র,প্রভাকর হাজরা,অনন্ত দাস,সেক জান প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-৩ব্লকের কর্মসূচীতে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, অশোক পণ্ডা, খাজা অাবুল অালি,অনন্ত পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন বলেন পরিযায়ী শ্রমিকরা দেশের সম্পদ সৃষ্টির কারিগর। অথচ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে শ্রমিকরা অাজ উপেক্ষিত । কর্মহীন দের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করার জায়গায় পুঁজিপতিদের অর্থনৈতিক প্যাকেজ দিতে ব্যস্ত।সর্বস্তরের মানুষকে জনবিরোধী নীতির বিরুদ্ধে গণঅান্দোলন গড়ে তোলা র অাহ্বান জানান মামুদ হোসেন।

পাঁচশো কিমি পাঁয়ে হেটে বাড়ী ফিরলেন পটাসপুরের শ্রমিকেরা

জুলফিকার আলি
  
দেশ জুড়ে চলছে লকডাউন সেই লকডাউন থাকার কারনে এদিন শুক্রবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর দু'নম্বর ব্লকে ভিন্ন রাজ্যে আটকে থাকা  শ্রমিক বাড়ি ফিরলেই পায়ে হেঁটে প্রায় ৫০০কিলোমিটার পথ। তাদের কে তার পরিবারও গ্রামের মানুষ ঘরের মধ্যে ঢুকতে না দিয়ে প্রশাসনিক দিক থেকে ১৪দিনের হোম করেন্টিন থাকার ব্যবস্থা করল বাল্যগোবিন্দপুর বালিকা বিদ্যালয় মধ্যে।

করোনা মোকাবিলায় আর্থিক অনুদানে কালনার প্রাথমিক শিক্ষকরা

শ্যামল রায়

  

 ;   শুক্রবার প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির তরফে বর্ধমান জেলা সংগঠনের তরফে ৭৯ হাজার টাকার একটি চেক মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে ।প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষকরা কালনা মহকুমাশাসক দপ্তরে এসে মহকুমাশাসক সুমন সৌরভ মোহান্তির হাতে চেকটি  তুলে দেন।সংগঠনের তরফে অভিজিৎ কুণ্ডু  জানান - "প্রাথমিক পর্যায় আজ এটুকু দেওয়া হল. আগামী দিনে অধিক টাকার চেক তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য"।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER