উপাচার্য ডক্টর সুজিত কুমার বসু প্রমুখ।স্বাগত ভাষন দেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সির্দ্ধাথ মুখোপাধ্যায়। তিনি বিগত বছর গুলিতে নানা ধরনের সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া নিয়ে বিস্তারিত তথ্য পেশ করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনে রবীন্দ্র ভারতী সোসাইটির কলাকুশলীরা ছিলেন। এরপর বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং এপার বাংলার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কে সংবর্ধনা জানানো হয় আয়োজক সংস্থার তরফে। 'নহি সামান্য নারী' শিরোনামে নৃত্যানুষ্ঠান হয়। 'মুক্তি' শীর্ষক গীতি আলেখ্য চলে। এটি পুনার উপাসানা সংস্থার পক্ষে মঞ্চস্থ হয়। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন শ্রী অলক রায় ঘটক মহাশয়। রবীন্দ্র ভারতী সোসাইটির সভাপতি পদে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক আছেন বর্ষীয়ান আইনজীবী সির্দ্ধাথ মুখোপাধ্যায়। এঁরা জানান - " রবীন্দ্র ভাবনার নিয়মিত বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছে রবীন্দ্র ভারতী সোসাইটি"।
বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২০
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...
KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...