শনিবার, অক্টোবর ২৮, ২০১৭

আসানসোলের বনজেমারী খনি বন্ধ

মোহন সিং

আসানসোলের সালানপুরের বনজেমারী খনির পরিবহন বন্ধ করল স্থানীয় ডাম্পার মালিকরা। তাদের অভিযোগ ৬ চাকার ডাম্পারের বদলে ১০ চাকার ডাম্পার  ব্যবহার করতে চাইছে ইসিএল। ফলে ঋন নিয়ে ৬ চাকার ডাম্পার কেনা মালিকরা ফাঁপড়ে পড়বেন। ইসিএলের এই মনমর্জি মাফিক সিদ্ধান্ত বদলের দাবি জানিয়ে বনজেমারি খনির পরিবহন বন্ধ করে দিল ডাম্পার মালিকরা।সমস্যায় ইসিএল কর্তপক্ষ

আসানসোলের বরতোড়িয়ায় আন্ত্রিকের প্রকোপ

মোহন সিং

আসানসোলের ৫৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরতোড়িয়া গ্রামে আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে। এখনও পর্যন্ত শতাধিক বাসিন্দা ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। গ্রামের বৈরাগী পাড়া, চাষা পাড়া, বাউরি পাড়া এলাকায় বেশী মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই হাসপাতালে ভর্তি। পানীয় জলের কারনে এই রোগ ছড়িয়েছে বলে অনুমান বাসিন্দাদের। ঘটনার কথা জেনে গ্রামে স্বাস্থ্যটিম পাঠালেন কাউন্সিলার সমিত মাজি। তিনি জানান, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে

আসানসোলে পাঁচগাছিয়ায় ধস, আতঙ্গ

মোহন সিং

আসানসোলের পাঁচগাছিয়ার   মনোহর বহাল এলাকায় বিস্তীর্ণ এলাকা ধস। ধসের জেরে ক্ষতিগ্রস্থ গ্রাম যাওয়ার রাস্তা। এই ঘটনায় আতঙ্কিত এলাকায় মানুষ। এলাকার মানুষদের আগে এই এলাকায়  কয়লাখনি ছিল।সেখানে কয়লা উত্তোলন করার পর ঠিকমতো বালি ভরাট না করার ফলে এই ধস নেমেছে। অবিলম্বে ধসপ্রবন এলাকায় মাটি ভরাটের দাবি জানিয়েছে এলাকাবাসী।

তালডাংরায় সিপিএমের মিছিল

সাধন মন্ডল

শনিবার বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া বাম গণ সংগঠন গুলির যৌথ মঞ্চ বিপিএমও -র উদ্যোগে সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো। সিপিআই(এম) নেতা সুনীল হাঁসদার নেতৃত্বে এই মিছিলে জেল হেফাজতে থাকা দলের নেতা ও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রের নিঃশর্ত মুক্তির দাবী ওঠে। এদিন কয়েকশো বাম কর্মী সমর্থক সাইকেল মিছিলে অংশ নেন বলে জানা গেছে।

স্বরুপনগরে আজাদ সংঘের ফুটবল টুর্নামেন্ট

বসিরহাটের স্বরুপনগর আজাদ সংঘের ফুটবল প্রতিযোগীতা শুরু হলো।শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় স্বরুপনগর আজাদ সংঘের পরিচালনায় সারারাত্রি ব্যাপী ১৬ দলীয় নকআউট ফুটবলপ্রতিযোগীতার শুভ সূচনা করলেন স্বরুপনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সত্যম কুমার ঘোষ।বাজী প্রদর্শন করেন ফুটবল খেলার রেফারী শ্রীকান্ত মন্ডল, ফানুস উড়ান রেজাউল গাজী৷সারা রাত্রি এই ফুটবল খেলা দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে কয়েকশত ক্রীড়ামোদী দর্শক ভীড় জমান স্থানীয় স্বরূপনগর সিনিয়র মাদ্রাসার ফুটবল মাঠে।

তথ্য ও ছবি হাবিব

আসানসোলে মধুচক্রের পর্দা ফাঁস

মোহন সিং

শনিনার বিকেলে আসানসোলে প্রকাশ্যে এল মধুচক্রের ঘটনা।ঘনজনবসতি এলাকায় চলত মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় তা রোধ করা গেল। হাতেনাতে ধরা পড়ল এক যুবতী সহ দুই যুবক। পুলিশ ওই তিনজন ছাড়াও মধুচক্র চালানোর দায়ে ওই গৃহস্থ বাড়ির মালকিন ও তার ছেলেকে আটক করেছে। আসানসোল দক্ষিন থানার মহিশীলা এক নম্বর কলোনীর জলট্যাঙ্কির উলটো দিকের গলির ঘটনা।ওই এলাকাতেই একটি বাড়িতে থাকেন মা ও ছেলে সুমতি দেবী ও দেবাশীষ রায়। সুমতি দেবী মহিশীলা এলাকায় একটি খাবারের হোটেল চালান। আর সেই সুযোগে ফাঁকা বাড়িতে দেবাশীষ বসাতো মধুচক্রের আসর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে গত প্রায় এক বছর ধরে ওই বাড়িটিতে নানান সন্দেহজনক ঘটনা ঘটত। মাঝেমধ্যেই অচেনা যুবক যুবতীদের ভিড় লেগেই থাকত।শনিবার বিকেলে ওই বাড়িতে দুই যুবক ও এক যুবতী ঢোকে। এই ঘটনা দেখেই বাসিন্দারা ওই বাড়িটিতে বাইরে থেকে লক করে দেয় এবং পুলিশ ডাকে। আসানসোল দক্ষিন থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে আপত্তিকর অবস্থায় দুই যুবক ও যুবতীকে দেখতে পায়। তাদেরকে আটক করা হয়। ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালকিন সুমতি দেবী এবং তার ছেলে দেবাশীষ রায়কেও।

বাঁকুড়ায় বেহাল গোবিন্দ সেতু

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার রাইপুরের কাছে কংসাবতী নদীর উপর গোবিন্দ প্রসাদ সিংহ সেতুর বেহাল দশা।সেতু সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী।
পুর্ত বিভাগের উদাসীনতায় দিন কে দিন দুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ।

বসিরহাটে ক্কেরাত প্রতিযোগিতা

উত্তর ২৪ পরগনার জেলার বসিরহাট মাওলানা বাগদরবার শরীফে সর্বভারতীয় ক্বেরাত প্রতিযোগীতা এবং আল্লামা রুহুল আমিন (রঃ) স্মরন, সম্প্রীতি ও জাতীয় সংহতি বিষয়ক সেমিনার শেষ হলো শুক্রবার ৷ হাজার হাজার ধর্মপ্রাণদের সমাগম ঘটে।

  তথ্য ও ছবি হাবিব

ডেঙ্গু দমনে তৎপর মঙ্গলকোট হাসপাতাল

মোল্লা জসিমউদ্দিন

সারারাজ্যে যখন ডেঙ্গু নিয়ে চাপা আতঙ্গ দেখা দিয়েছে।সেখানে মঙ্গলকোট হাসপাতাল কখনও মাথরুণ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়াদের নিয়ে সচেতনা বাড়াচ্ছে।আবার কখনও কৈচর বাজার সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর লার্ভা নস্ট করার জন্য অভিযানে নামছে।পুরোটাই মঙ্গলকোট বিএমওএইচ ডা: প্রণয় ঘোষের নেতৃত্বে চলছে বলে জানা গেছে।

বর্ধমানে জেলাস্তরে ক্যারাটে প্রতিযোগিতা

নুতন জেলা গঠনের পর প্রথম পুর্ব বর্ধমানে জেলাস্তরে ক্যারাটে প্রতিযোগিতা হলো বর্ধমান শহরের অরবিন্দ স্টেডিয়ামে।৩২ টি ইভেন্ট তে অংশগ্রহণ করে ১০৬ জন প্রতিযোগী। গত শুক্রবার এই প্রতিযোগিতা টি বলে জানিয়েছেন আয়োজকদের পক্ষে দেবাশীষ কুমার মন্ডল।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER