বুধবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৮

বিবেকানন্দ সংঘের বস্ত্রবিলি সিমলাপালে

শুভেন্দু তন্তুবায়

সিমলাপাল নতুনগ্রাম বিবেকান্দ সংঘের  উদ্যোগে  তাদের  অকাল প্রয়াত বন্ধু মৃদুল মহান্তী  স্মরণে  তার স্মৃতিতে ভ্যালেন্টাইন ডে তে রক্তদান ও বস্ত্রদান শিবির অনুষ্ঠিত হল । এই অভিনব উদ্যোগে আপ্লুত হয়ে সামিল হয়েছিলেন এলাকার বিধায়ক সমীর চক্রবর্ত্তী,সমাজসেবী অনুপ পাত্র ও রক্তদান আন্দোলনে যুক্ত  নিমাই চক্রবর্ত্তী সহ বিশিষ্ট জনেরা।

নতুনগ্রাম বিবেকান্দ সংঘের উদ্যোগে   বুধবার গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এদিনের  রক্তদান শিবিরে ৯ জন মহিলা সহ মোট  ৩৬ জন রক্তদান করেছেন বলে জানান সংঘের সভ্য সঞ্জয় মহান্তী।বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক এই রক্ত সংগ্রহ করে।  রক্তদানের পর বস্ত্রদান অনুষ্ঠানে  এলাকার ৫০ জন দরিদ্র নারায়ণদের মধ্যে বস্ত্র  দেওয়া হয় ক্লাবের পক্ষথেকে। সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে।

চোলাইমুক্ত আদিবাসী সমাজ গড়ার ডাক চাঁচলে

মানস দাস, মালদা

চোলাই তৈরি এক সময় কুটিরশিল্পে পরিণত হয়েছিল এখানে। এখন সেখানেই চোলাই মুক্তির অঙ্গীকার করছেন গ্রামবাসীরা । রীতিমতো  নিজেদের গাঁটের কড়ি খরচ করে নিজেরাই আয়োজন করলেন সচেতনতা শিবির। আর সেই শিবিরে আমন্ত্রিত অতিথি হয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করলেন জেলা আবগারি কর্তারা। এমনই উলটপুরাণ নজরে এলো মালদার  চাঁচল থানার মালতিপুরের গৌড়ষন্ড গ্রামে।
"আমরা চোলাইমুক্ত সমাজ চাই" - এই দাবিকে সামনে রেখেই সচেতনতা ক্যাম্পে সামিল হলেন আদিবাসী নাগরিকরা।  এদিন গৌড়সন্ডার পাথরঘাটা প্রাথমিক বিদ্যালয়ে ওই শিবিরে অংশ নেন প্রায় তিন হাজার আদিবাসী নাগরিক । মহিলা ও শিশুদের উপস্থিতিও ছিল নজরে পড়ার মতো। এমন উদ্যোগকে সাধুবাদ জানাতে ও সচেতনতার বার্তা আরও ছড়িয়ে দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা আবগারি সুপার শ্রী নিমাই বিশ্বাস, আবগারি মালদা ডিভিশনের অ্যাসিস্টান্ট কমিশনার শ্রী গৌতম দাস, আবগারি চাঁচল সার্কেলের ও সি শ্রী মুকেশ ঝাঁ সমেত আবগারি বিভাগের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতেই আবগারি কর্তাদের হাতে আঠারো দফা দাবিসনদ তুলে দেন আদিবাসী নেতারা। চোলাই মুক্ত সমাজ গড়ার দাবি ছাড়াও দাবিসনদে আদিবাসীদের বিকল্প জীবিকার ব্যবস্থা, উচ্চশিক্ষার সুযোগ, জাতিগত শংসাপত্র পাওয়ার সুব্যবস্থা করার মতো  দাবিও করা হয়। চোলাই এর মতো বিষমদের রমরমা ঠেকাতে আদিবাসীদের সক্রিয় অংশগ্রহণে বিশেষ জোর দেন আবগারি কর্তারা। আবগারি মালদা ডিভিশনের অ্যাসিস্টান্ট কমিশনার গৌতম দাস বলেন," আদিবাসীরাই এখানে ভূমিপুত্র । তাঁদের সহযোগিতা ছাড়া চোলাইমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। আবগারি ভবিষ্যতে এদের সঙ্গে নিয়েই উন্নয়নের পথে এগোবে।" অন্যদিকে আদিবাসী পড়ুয়াদের উচ্চশিক্ষা ও জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে সবরকম সাহায্যের আশ্বাস দেন জেলা আবগারি সুপার নিমাই বিশ্বাস । তিনি বলেন, " জাতিগত শংসাপত্র পেতে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনও সমস্যা হলে আপনারা সরাসরি আমাদের দফতরে আসুন। আমরা সবরকম সাহায্য করব।" পাশাপাশি জেলাশাসক তথা জেলা প্রশাসন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও জানান আবগারি কর্তারা। এদিকে আবগারি দফতর তথা জেলা প্রশাসনের  আশ্বাসে খুশি চুনিয়া মূর্মূ, হোপনা সোরেনের মতো আদিবাসী নেতারা। চোলাইমুক্ত আদিবাসী সমাজ গঠনে ভবিষ্যতে তাদের সংগঠন চাঁচল আদিবাসী কল্যাণ সমিতি এবং আসেকা ও সারা ভারত ওঁরাও সমিতি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালাবে বলে জানান তারা ।

মানবাজারে ন্যাপকিন তৈরির কর্মশালা

সঞ্জয় হাল্দার

আজ পুরুলিয়া জেলার মানবাজার 2 নং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং আনন্দধরা প্রকল্পের উদ্যোগে বরো কমিনিউটি হলে ন্যাপকিন তৈরি ও বিপণন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যা রানী টুঢু মহাশয়া, উপস্থিত ছিলেন মহকুমাসাশক সঞ্জয় পাল মহাশয়,বিধায়ক,পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সরেন, ও অন্যান্য আধিকারিক গন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER