মানস দাস,মালদা
টানা দুই দিন নিখোঁজ থাকার পর এক ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদা শহরের বালুচর শ্মশানঘাট সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ চৌধুরি। বাড়ি পুরাতন মালদার সাহাপুর এলাকায়। সে স্থানীয় গৌড় কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল। জানা যায় ওই ছাত্র বুধবার ভোর নাগাদ মর্নিং ওয়াক করতে বাড়ি থেকে বেড় হয়ে যায়। কিন্তু বেলা বাড়তে থাকার সাথে সাথে বিশ্বজিৎ বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। বিস্তর খোঁজ করা হলেও ওই যুবকের কোন হদিশ না মেলায় চিন্তায় পড়ে গোটা পরিবার। এই মর্মে মালদা থানায় ওই যুবকের নামে নিখোঁজ ডাইরি করে পরিবারের লোকজন। কিন্তু শুক্রবার সকালে মালদা শহরের বালুচর এলাকার শ্মশানঘাট সংলগ্ন মহানন্দা নদীতে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখতে পান স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানায়। সেই সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় বিশ্বজিত চৌধুরীর পরিবারের লোকজন। তারাই মৃতদেহটি বিশ্বজিতের বলে সনাক্ত করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। যদিও পরিবারের দাবী, মৃতদেহ দেখে মনে হচ্ছে বিশ্বজিতকে কে বা কারা খুন করেছে। তাই তারা এই ঘটনার পুর্নাঙ্গ তদন্ত চান। এবিষয়ে দেহ উদ্ধার করতে আসা এক পুলিশ আধিকারিক জানান, এখন কিছুই বলা যাবেনা। তবে ময়নাতদন্তের পর সমস্ত কিছু পরিস্কার হয়ে যাবে বলে তিনি আশ্বাস দেন।