মঙ্গলবার, মে ১৯, ২০২০

বিয়ের দিনেই করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদান

জুলফিকার আলি

  

বিল্বপদ আচার্য র একমাত্র ছেলে অরিন্দম (বাড়ি সুতাহাটা র বরদা) সহিত শ্রীকৃষ্ণ পাল র একমাত্র কন্যা জলীর শুভ বিবাহ সমস্ত আইন মেনেই সম্পন্ন হয়। অরিন্দম অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে 10001 টাকা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীর হাতে তুলে দেওয়া হয়।

আমফান ঝড় মোকাবিলা নিয়ে স্মারকলিপি

জুলফিকার আলি
   

সিপিঅাইএম, দেশপ্রাণ ও কাঁথি এরিয়া কমিটির উদ্যোগে ঘনীভূত সুপার সাইক্লোন অামফান দুর্যোগের সম্ভাবনা র পরিপ্রেক্ষিতে দুর্যোগ অাশ্রয় কেন্দ্র (অায়লা কেন্দ্র) সমূহ ঝোপঝাড়, অাবর্জনা,ময়লা পরিষ্কার করে ব্যবহারোপযোগী করে তোলা,করোনা সংক্রমণের প্রেক্ষাপটে স্যানিটাইজ করা,ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করন, পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুতকরণ, সমুদ্র উপকূল সংলগ্ন দেশপ্রাণ, খেজুরী-২,কাঁথি-১, রামনগর -১ ও ২ছাড়া কাঁথি-৩, খেজুরী-১,এগরা-১ও ২,ভগবানপুর -১ ও ২ ব্লক সমূহে স্কুল সমূহে অাশ্রয় কেন্দ্র খোলা, সম্ভাব্য সমস্ত দুর্গত মানুষদের উদ্ধার করা, প্রতিটি গ্রাম পঞ্চায়তে কন্ট্রোল রুম চালু করা প্রভৃতি দাবী সমূহের ভিত্তিতে মহকুমাশাসক দপ্তরে অাজ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, তরুণ মাইতি, সলিল বরণ মান্না, সেক সাত্তার, সেক জান প্রমুখ নেতৃবৃন্দ। সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বিপর্যয় মোকাবিলা দপ্তর কে গ্রামপঞ্চায়েত স্তর পর্যন্ত সমান সক্রিয় হতে হবে। মানুষের সহযোগিতায় করোনার পাশাপাশি অামফান দুর্যোগ কেও মোকাবিলা করা যাবে বলে প্রত্যয় প্রকাশ করেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।

তারকেশ্বরে বিজেপির রক্তদান শিবির

সুভাষ মজুমদার
  
তারকেশ্বর বিজেপি পৌর মন্ডলের উদ্দ্যোগে রক্তদান শিবির।
এদিন তারকেশ্বর স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপি পৌর মন্ডলের উদ্দ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।প্রশাসনিক সহযোগিতায় লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।মূলত লকডাউন পরিস্থিতিতে রক্তের চাহিদা মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান জি এস  আরামবাগ জেলা সাংগঠনিক রঞ্জিত চ্যাটার্জী তারকেশ্বর বিজেপি টাউনের কার্যকর্তা বাবুয়া সাউ, সহ অন্যান্য বিজেপির কার্যকর্তারা ৷ উল্লেখ্য যে রক্তদাতা দের হাতে মাস্ক সিনিটাইজার একটি পদ্মফুল এবং একটি করে আমচারা গাছ তুলে দেন বিজেপি নেতা বিমান ঘোষ।

কর্মদিশা প্রকল্পের সুচনায় বাঁকুড়া সভাধিপতি

সাধন মন্ডল
 
 সারা রাজ্য জুড়ে কর্ম দিশা প্রকল্পের কাজ আজ শুরু হলো বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া জেলার রানিবাঁধ রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, হিড়বাঁধ, প্রভৃতি ব্লকে এই প্রকল্পের কাজের সূচনা করলেন জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টর অরূপ চক্রবর্তী, জেলাশাসক অরুন প্রসাদ, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি, জেলা পরিষদের সহ- সভাধিপতি শুভাশিস বটব্যাল, রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি, রায়পুর বিধানসভার বিধায়ক বিরেন্দ্রনাথ টুডু সহ
 বিশিষ্টজনেরা। রায়পুরে এই প্রকল্পের সূচনা করে সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু বলেন আমাদের বাঁকুড়া জেলার 190 টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটিতে আজ থেকে এই প্রকল্পের কাজ শুরু হল এর ফলে লক্ষাধিক মানুষ কাজ পাবে কোথাও ফলের বাগান তৈরি কোথাও হাপা তৈরি কোথাও পুকুর সংস্কার আবার নতুন পুকুর তৈরি করা সহ নানান কাজ করা হবে এই প্রকল্পে। মেন্টর অরূপ চক্রবর্তী বলেন এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকরা যাতে কাজ করতে পারে তার জন্য আমরা সমস্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি দেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি যে পরিযায়ী শ্রমিকরা যদি কাজ চান তারা যেন সসম্মানে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। প্রতিটি জায়গাতেই স্বাস্থ্যবিধি মেনে কাজ শুরু হয়েছে বলে জানান মন্ত্রী শ্যামল সাঁতরা ও বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী ব্যানার্জি রায়পুরের মটগোদা গ্রাম পঞ্চায়েতের জামশোল মৌজা রায়পুর সরকারি পলিটেকনিক কলেজে আম বাগান তৈরীর কাজ এর সূচনা করেন সভাধিপতি। তিনি নিজ হাতে মাটি কেটে এই কাজের সূচনা করেন সঙ্গে ছিলেন রায়পুর বিধানসভার বিধায়ক বীরেন্দ্রনাথ টু ডু। লকডাউন এরমধ্যে মধ্যে 100 দিনের কাজ শুরু হওয়ায় খুশি শ্রমজীবী মানুষেরা।

শ্রমজীবী মুসলিমদের পাশে জয় হিন্দ বাহিনী

সেখ রতন
 

চলছে রমজান মাস আর কয়েকদিন পরেই আসছে খুশির ঈদ তারি মাঝে পড়ে গেছে লকডাউন শ্রমজীবী মুসলমান ভাইদের পড়ে গেছে মাথায় হাত লকডাউন এর ফলে ব্যবসা-বাণিজ্য সবি বন্ধ খুশির ঈদ মানাবে কিভাবে সেই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ালেন জয় হিন্দ বাহিনীর ১নম্বর ব্লক চেয়ারম্যান শেখ হালিম বাবুর ব্যক্তিগত উদ্যোগে বাঘার গ্রামে 650 জন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। হালিম বাবু জানান শুধু আমাদের মুসলিম ভাই বলে নয় হিন্দু ভাইদের হাতে ও খাদ্য সামগ্রী তুলে দিই শুধু আজ নয় লকডাউন শুরু থেকে আজ পর্যন্ত হালিম বাবু জানান 25 হাজার মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিই এবং তিনি এটাও বলেন লকডাউন যতদিন চলবে এরকম মানুষের পাশে আমি সব সময় থাকবো উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রবির নন্দী,দেওয়ানদীঘি থানার ওসি  , বর্ধমান উত্তর বিধানসভার চেয়ারম্যান শেখ ডালিম, অনির্বাণ চৌধুরী, খালে খন্দকার, শেখ রহমত শেখ মাখন ,শেখ শাহরুখ,প্রমুখ ।

অনলাইন ইন্টার্নশিপ চালু করলো গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি

প্রতিষ্ঠানের দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়ুয়াদের জন্য অনলাইন ইন্টার্নশিপ চালু করল গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি
রাজকুমার দাস  

লকডাউনের অষ্টম সপ্তাহ চলছে। তার প্রভাব সব ক্ষেত্রেই পড়েছে। নিজেদের কাজকর্ম চালিয়ে যেতে বিভিন্ন প্রতিষ্ঠান কাজের ধরনে বেশ কিছু বদল এনেছে। বাদ যায়নি শিক্ষাক্ষেত্রও। লেখাপড়ার চর্চা নিয়মিত রাখতে সেখানে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এসেছে।

জেআইএস গোষ্ঠীর গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি (‌জিএনআইটি)‌ পড়ুয়াদের ইন্টার্নশিপের ব্যাপারে তৎপর। তাই এই কঠিন পরিস্থিতির মধ্যেও তারা পড়ুয়াদের জন্য সেই সুযোগ খুলে দিয়েছে। যাতায়াতে বিধিনিষেধ থাকায় অনলাইন ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে জিএনআইটি।
 
জেআইএস গ্রুপের অধিকর্তা সিমরপ্রীত সিং এক প্রেস বিবৃতিতে জানান  জিএনআইটি–এর দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পড়ুয়াদের জন্য অনলাইন ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে। ১৩৭৩ জন পড়ুয়া সেই সুযোগ পাচ্ছেন। এই কাজে ‘‌ইন্টার্নশালা’‌র সাহায্য নেওয়া হয়েছে। এটি ইন্টার্নশিপ এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের অন্যতম সেরা একটি মঞ্চ। ইঞ্জিনিয়ারিং, এমবিএ, আইন, মিডিয়া,কলার মতো ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। সেখান থেকে পড়ুয়ারা অর্থ উপার্জনের সুযোগও পান। ৪০ হাজারেরও বেশি পড়ুয়া সেখান থেকে ইন্টার্নশিপে যুক্ত। উপার্জনের অঙ্কও নেহাত কম নয়। মাসে ৪ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত উপার্জনের সুযোগ রয়েছে। আমাদের পড়ুয়াদের মধ্যে অনেকে ক্যাপজেমিনি, আইটিসি ইনফোটেকের মতো বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করছেন।’
 
গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজির অধ্যক্ষ ড.‌ শান্তনুকুমার সেন জানান  অনলাইন ইন্টার্নশিপের সুযোগ একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে। এটা একটা বড়সড় সুযোগ। পড়ুয়ারা বেশ উৎসাহ পেয়েছেন। এবং তাঁদের মধ্যে একটি ইতিবাচক বার্তা দেওয়া গিয়েছে। লকডাউনে তাঁরা শেখার পাশাপাশি বাড়িতে বসে অর্থও উপার্জন করতে পারবেন। বিল্ডিং ড্রিমস ফাউন্ডেশন, ইন্ডিয়া রিডিফাইন্ড, পিএনজি হাব, চৈতন্যম ইন্সিটিটিউট অফ ডেভলপমেন্ট, হামারা পেহচান এনজিও, কনসেপ্ট রিসার্চ মিডিয়া টেক অ্যান্ড ইনফো সলিউশনস প্রাইভেট লিমিটেড, ননডেস্ট্রাক্টিভ টেস্ট অ্যাপ্লায়েন্সেস প্রাইভেট লিমিটেড, মাদারসন অটোমোটিভ, জয় হিন্দ মোটর লিমিটেড, এলিট টেকনো গ্রুপ, অ্যাপ্টসোর্স সফ্টঅয়্যার, চ্যাম্পিয়ন ইনফোমেট্রিক্স প্রাইভেট লিমিটেড, ওয়েরোকো ইনোভেশনস অ্যান্ড সলিউশনের মতো সংস্থায় তাঁরা কাজের সুযোগ পেয়েছেন।’‌

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER