পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় পায়ের তলা থেকে মাটি হারিয়েছে কংগ্রেস। প্রবল ধস নেমেছে ভোট ব্যাংকে। গনি মিথ ভেঙে চুরমার। উন্নয়নের জোয়ারে মানুষ ভোট দিয়েছে তৃণমূলকে। কিন্তু মালদা জেলা কংগ্রেস নিজেদের ভুল ত্রুটি সংশোধন না করে তৃনমূলের কুৎসা রটাতেই ব্যস্ত। তারই প্রতিফলন হিসেবে মালদার মানিকচক ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল কংগ্রেস।ব্লক কংগ্রেসের ডাকে মঙ্গলবার মোট আট দফা দাবি নিয়ে ডেপুটেশন বিক্ষোভে সামিল হয় হাতে গোনা জনাকয়েক কংগ্রেস কর্মী সমর্থকেরা।এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে দেন মানিকচক কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম। এদিন প্রায় ঘন্টা খানেক ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেসিরা ।এই প্রসঙ্গে বিধায়ক মোত্তাকিন আলম বলেন,আট দফা দাবি নিয়ে বিডিও-র কাছে এসেছি।এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা বাংলা জুড়ে নানান চিত্র দেখেছি।মনোনয়ন থেকে বুথ সমস্তই লুট হয়েছে।কিন্তু অবাক লাগছে গণনাকেন্দ্র লুট হচ্ছে।মানিকচক গণনাকেন্দ্রে লুট হয়েছে।আজ না জিতেও জিতেছে তৃণমূল।কংগ্রেসের এই ব্লক ঘেরাও ডেপুটেশন অভিযান ঘিরে পুলিশি নিরাপত্তা ছিলো চোখে পড়ার মতো।করা পুলিশের পাহারায় মুড়ে ফেলা হয়েছিলো ব্লক প্রশাসনিক ভবন চত্বর। মানিকচক ব্লক তৃণমূল নেতা সুনন্দ মজুমদার বলেন, কংগ্রেস নাটক করছে। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছে। কংগ্রেস মানিকচকে উন্নয়নে করেনি। ঢালাও উন্নয়ন করেছে তৃণমূল তাই মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে।
মঙ্গলবার, মে ২২, ২০১৮
পথদুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তপ্ত ভালুকা
মানস দাস,মালদা
এক সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মালদার ভালুকা এলাকা। পিকআপ ভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ভালুকা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারবর্গ ও এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা এলাকার মালদা চাঁচল রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম,হোসেন আলী(৫৫)। পেশায় তিনি ছিলেন এক গৃহশিক্ষক। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বেগুনবাড়ি গ্রাম থেকে ভালুকায় যাচ্ছিলেন টিউশন পড়াতে। এমন সময় হঠাৎ করে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরিজনদের অভিযোগ, পরিবারের লোক না আসতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে পরিবারের লোকেরা এবং স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ ফাঁড়ির ভিতরে ঢুকে বিক্ষোভ দেখায়। সাময়িক এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।জানা গিয়েছে ঘাতক পিকআপ ভ্যানটি কে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ভালুকা ফাঁড়ির পুলিশ।
কোটি মুল্যের বিরল প্রজাতির তক্ষক ধরলো বিএসএফ
মানস দাস,মালদা
চারটি বিরল প্রজাতির তক্ষক সহ দুইজনকে আটক করল বি এস এফ। ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ওই তক্ষক গুলি বাংলাদেশে পাচারের করার চেষ্টা করছিল অভিযুক্তরা বলে জানা গেছে। মালদা জেলার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে বিএসএফ। ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির চারটি তক্ষক। যেগুলির বাজারমূল্য প্রায় কোটি টাকা। কি উদ্দেশ্যে পাচারকারীরা পাচারের চেষ্টা করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। বিএসএফ উদ্ধার হওয়া চারটি তক্ষক ও ধৃতদের বনদফতরের হাতে তুলে দেয়। ধৃতদের নাম,হারান বিস্বাস(২৮) ও শিবা বিশ্বাস(২৫)। অভিযুক্তরা হবিবপুর থানার নন্দক এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।
কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন?
শ্যামল রায়
পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও সমিতির বোর্ড গঠনের তৎপরতা। তবে এখনও কয়েক মাস বাকি থাকার কারণে পাকাপাকি সিদ্ধান্ত গ্রহণ করে উঠতে পারেনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তবুও পঞ্চায়েত প্রধান উপ প্রধান কে হবেন সমিতির সভাপতি সহ-সভাপতিকে হবেন জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে কর্মী-সমর্থকদের মধ্যে।
তবে কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাধারণ মহিলা সংরক্ষিত। সহ-সভাপতি অসংরক্ষিত। তাই পঞ্চায়েত সমিতির সভাপতি কে হতে পারেন এই নিয়ে চরম জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে।ইতিমধ্যেই জানা গিয়েছে যে এবারে পঞ্চায়েত সমিতির সভাপতি কি বিদায়ী সভাপতি শ্রাবণী পাল থাকছেন না নতুন কেউ আসবেন। শ্রাবণী পাল দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত এবং খুব দক্ষতার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ অলংকৃত করে সফলতার সঙ্গে উতরে দিয়েছেন। পাঁচটি বছর খুব দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন পঞ্চায়েত সমিতি । সভাপতির কাজের সফলতা নিয়ে এমনটাই কথা এলাকার বাসিন্দারা বলেছেন এবং প্রশাসনিক মহলেও সভাপতিকে নিয়ে সফলতা ও দক্ষতার কথাই বলেছেন সকলে।মঙ্গলবার পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শ্রাবণী পাল জানিয়েছেন যে দীর্ঘ পাঁচ বছর ধরে সভাপতির পদ অলংকৃত করে সকলের কাছে উন্নয়নমূলক কাজ করতে পেরেছি যদি কিছু বাকি থাকে আগামী দিন যে ওই পদে আসবেন তিনি অবশ্যই সম্পন্ন করবেন। তবে দলের সিদ্ধান্ত যা হবে সেই মতেই আমরা একজন দলের একনিষ্ঠ সৈনিক কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও তাই করবো। তাই আদৌ সভাপতি আমি হব কিনা হব সবটাই দলের সিদ্ধান্ত এবং আমাদের রাজ্যের অন্যতম মন্ত্রী তথা অভিভাবক স্বপন দেবনাথ বিষয়টি দেখছেন।জানা গিয়েছে সভাপতির পদে সম্ভাবনাময় কয়েকজন রয়েছেন তাদের তালিকায় শ্রাবণী পাল কাকলী সরকার ও রাধা রানী বিশ্বাস।এছাড়াও উন্নয়নের জোরেই জেলাপরিষদের তিন তৃণমূল প্রার্থী ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তার নিকটতম বিরোধী প্রার্থীদের।জেলা পরিষদের তৃণমূলের জয়ী প্রার্থীরা হলেন আরতী হালদার সন্ন্যাসী গড়াই ও গীতা রানী হাস দা। ব্লকের তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন এই বিষয়টি দেখবেন তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ এবং জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস।
দুই মন্ত্রীর নির্দেশ ক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিষয়টি দেখেন। তাই পঞ্চায়েত সমিতির সভাপতি কে হচ্ছেন জল্পনা-কল্পনা শুরু হলেও সুস্পষ্ট সিদ্ধান্ত এখনও পর্যন্ত দলে হয়নি বলে জানা গিয়েছে। তবুও তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে একটা উৎসাহ ঘুরে বেড়াচ্ছে ভেতরে-ভেতরে কে হবেন সভাপতি কিংবা সহ-সভাপতি।
এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন জেলা পরিষদের বোর্ড গঠন এসব নিয়ে এখনো কোনো কথাবার্তা বা চূড়ান্ত সিদ্ধান্ত বা আলোচনা হয়নি।
কালনা কাটোয়া সড়ক রুটে পথের বলি এক প্রবীণ
শ্যামল রায়
মঙ্গলবার সাড়ে দশটার সময় বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে মৃত বৃদ্ধের নাম বীরেন্দ্রনাথ দাস।বয়স-৭০। বাড়ি পূর্বস্থলী থানার বিশ্বরম্ভা গ্রামে। প্রতিবেশী যুবক বিজয় দাস জানিয়েছেন যে এদিন বাড়ি থেকে বেরিয়ে ওই বৃদ্ধ বাজারের দিকে আসছিলেন। কোন এক বাইকের ধাক্কায় মারাত্মকভাবে জখম হন ওই বৃদ্ধ। রাস্তার ধারে আহত অবস্থায় পড়েছিলেন। স্থানীয় বাসিন্দারা দেখামাত্রই ওই বৃদ্ধাকে দ্রুত নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। বাইকের হদিস পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মৃতদেহটি এদিন শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত হয়।
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...