বৃহস্পতিবার, জুন ২২, ২০১৭

অরন্যের অধিকারে অবহেলিত শোষিত আদিবাসী মানুষের বিজয় পতাকা তুলে ধরেছেন মহাশ্বেতা দেবী

অরন্যের অধিকারে অবহেলিত শোষিত আদিবাসী মানুষের  বিজয় পতাকা তুলে ধরেছেন মহাশ্বেতা দেবী।  তবে শুধু সাহিত্যের লেখনীর মধ্যে নয় বাস্তব জীবনেও নিজেকে মহাশ্বেতা দেবী শেষ দিন পর্যন্ত আদিবাসী শবর, দলিত সংখ্যালঘুদের কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন মহাশ্বেতা দেবী।  আর এই মহাশ্বেতা দেবীর স্মরনে "উদার আকাশ পত্রিকা মহাশ্বেতা দেবী স্মৃতি সন্মান" দিয়ে সন্মানিত করছেন সমাজের অবহেলিত মানুষদের নিয়ে যারা নিয়মিত কাজ করছেন এমন মানুষদের কে। এবছরের জন্য উদার আকাশ পত্রিকা এই পুরষ্কার দিয়ে সন্মানিত করলেন পশ্চিমবংলার মাননীয় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে । নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় উচ্ছেদ হওয়া দরিদ্র মানুষের পাশে থেকে লড়াই করে সেই অসহায় মানুষদেরকে তাঁদের প্রাপ্য জমি ফিরিয়ে দিতে সাহায্য করেন শুভেন্দু অধিকারী। আর গরীব প্রান্তিক আদিবাসী সংখ্যালঘুদের নিবেদিত প্রাণ শুভেন্দু অধিকারী।  সমাজসেবায় অনন্য নজির রাখার জন্য  উদার আকাশ পত্রিকার তরফে থেকে "মহাশ্বেতা দেবী স্মৃতি সন্মান" প্রদান করা হয়। আজ পরিবহন দফতরে গিয়ে মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে "মহাশ্বেতা দেবী স্মৃতি সন্মান" তুলে দিলেন ফারুক আহমেদ। ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয় এর প্রফেসর গৌতম পাল।  উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন, শুভেন্দু অধিকারীর মতো জননায়ক ও মানবসেবকে এই সন্মান প্রদান করতে  পেরে আমরা আনন্দিত, মুগ্ধ ও বিমুগ্ধ।

বাঁকুড়া জেলা পুলিশ ও ইন্দপুর থানার উদ্যোগে এলাকার এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল

বাঁকুড়া জেলা পুলিশ ও ইন্দপুর থানার উদ্যোগে এলাকার এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল ।মোট চল্লিশ জন ছাত্র ছাত্রীকে এই সম্মান দেওয়া হয়।ইন্দপুর গোয়েঙ্কা উচ্চ বিদ্যালয়ে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা, ইন্দপুর থানার ও.সি প্রসেনজিৎ বিশ্বাস, এলাকার সুচিকিৎসক ডাক্তার রামেশ্বর মুখার্জী প্রমুখ ।

কাটোয়ার ঘোড়ানাশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রবীন্দ্র -নজরুল স্মরণ উৎসব অনুষ্ঠিত হল।

ছবি ও সংবাদ গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া।

ডালিম খুনে সিআইডি তদন্তের দাবি সিদ্দিকুল্লাহের

পারিজাত মোল্লা, মঙ্গলকোট: বুধবার দুপুরে মঙ্গলকোটের শিমুলিয়া গ্রামে আসেন শীর্ষ তৃণমূল নেতা মুকুল রায়, প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ প্রমুখ। এদিন তাঁরা নিহত শিমুলিয়া ১ নং অঞ্চল সভাপতি সানাউল্লাহ ওরফে ডালিম সেখের বাড়ীতে যান সমবেদনা জানাতে।সেখানে তাঁরা নিহতর স্ত্রী কে একসপ্তাহের মধ্যে সরকারী কর্মসংস্থান করার প্রতিশ্রুতি দেন।সেইসাথে নিহতর তিনমেয়ের পড়াশুনো চালাবার আর্থিকভাবে পাশে থাকবার কথা ঘোষনা করেন।খুনের ঘটনায় জড়িতরা রেহাত পাবেনা বলে কথা দেন। সোমবার রাতের খুনে মঙ্গলবার রাতে নিহতর বড় ভাই আসাদুল্লাহ সেখ পনেরো জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান মঙ্গলকোট থানায়।পুলিশ দফায় দফায় সাতজন কে গ্রেপ্তার করে থাকে।এই খুনে নাম জড়িয়েছে এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাই রহমতুল্লা চৌধুরী সহ বর্ধমান জেলাপরিষদের দাপুটে সদস্য বিকাশ নারায়ণ চৌধুরীর নাম।এফআইআর কপিতে অভিযোগকারী উল্লেখ রেখেছেন যে,  খুনের আগের দিন অর্থাৎ রবিবার শিমুলিয়া গ্রামে এক সভায় রহমতুল্লা ও বিকাশ চৌধুরী ডালিম সেখ খুনের ষড়যন্ত্র করে গেছেন। এইভাবে অভিযোগ আনায় মঙ্গলবার রাতেই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সিআইডি তদন্ত চেয়ে পুর্ব বর্ধমান জেলা পুলিশসুপার কে লিখিতভাবে দাবি জানিয়েছেন।চৌধুরী সাহেব জানান - আমাকে অপদস্থ করার জন্য গভীর ষড়যন্ত্র হয়েছে, যারা এই খুনে আসল কালপিট, তাদের কে চিহ্নিতকরণের জন্য সিআইডি তদন্ত দাবি করেছি।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER