সোমবার, ফেব্রুয়ারী ১২, ২০১৮

আসানসোলে নকল মদ তৈরির কারখানার সন্ধান পেল পুলিশ

মোহন সিং

নকল মদ তৈরির কারখানার  হদিশ পেল আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে একটি মারুতি গাড়ি কে টহরম মোড়ে আটকার চেষ্টা করে পুলিশ। পুলিশ কে দেখে গাড়িটি পালানোর চেষ্টা করে দুস্কতীরা। ধাওয়া করে নিয়ামতপুর নিউরোড মোড় গাড়ি ধরে ফেলে। গাড়ি থেকে বেশকিছু মদের বোতল উদ্ধার করে পুলিশ। জেরায় ধৃতরা স্বীকার করে কুলটি এবং ঝাড়খণ্ডের বিভিন্ন দোকানে এই মদ সরবরাহ করে। বাজেয়াপ্ত মদগুলি তাঁরাই তৈরি করে জেরায় স্বীকার করেছে। পুলিশ ধৃতদের নিয়ে চিনাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়িতে নকল মদ তৈরির কারখানা হদিশ পায়। সেই বাড়ি থেকে প্রচুর পরিমাণে নকল দেশি ও বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। পাশাপাশি প্রচুর পরিমাণে ঝাড়খণ্ড সরকারের ভুয়ো লেবেল উদ্ধার হয়েছে।   ধৃতদের নাম বিজয় কুমার যাদব ও বিরেন্দ্র নোনিয়া ওরফে কারু। ধৃতরা চিনাকুড়ির বাসিন্দা। আটক গাড়িতে স্কুল ভ্যানের স্টীকার রয়েছে। এই ঘটনায় আরও কেও জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

নজরুল বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে ক্ষোভ এসএফআই এর

মোহন সিং

নজরুল বিশ্ব বিদ্যালয়ের অচলাবস্থা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ল বাম ছাত্র সংগঠন এসএফআই। গত কয়েকবছর ধরে নজরুল বিশ্ববিদ্যালয় শুরু হলেও, এখনও অনেক বিষয়ই পড়ানো হয়না। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানও ঠিকঠাক নয় বলে দাবি এসএফআইয়ের ছাত্র নেতাদের।ফলে বিভিন্ন পরিক্ষায় পিছিয়ে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অবিলম্বে ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে বাম ছাত্রনেতারা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER