মঙ্গলবার, এপ্রিল ১৭, ২০১৮

অন্ত:সত্ত্বা কে পেটে লাথি মারার অভিযোগ, ফেরার অভিযুক্তেরা

মানস দাস,মালদা

প্রতিবেশীর সাথে বচসা।তারই জেরে অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।ঘটনায় আক্রান্ত একই পরিবারের তিন সদস্য।ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার বাহারাল অঞ্চলের ব্রাহ্মণপাড়া এলাকায়।আক্রান্ত গৃহবধূর এবং তার স্বামী চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।জানাগেছে, আক্রান্তরা হলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ মঞ্জুরি বিবি(২০) এবং তার স্বামী সেখ মিয়াজুল(২৭)।রাস্তা ব্যবহার করাকে কেন্দ্র করে শেখ মিয়াজুল ও তার প্রতিবেশী সাইদূল সেখের সাথে প্রতিনিয়ত বচসা চলছিল।সেই বচসাকে কেন্দ্র করে সোমবার আবারও দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে।স্বামীকে মারধর দিতে দেখে অন্তঃসত্বা স্ত্রীর বাধা দিতে যায়।তখন দুই মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর করে পেটে লাথি মারার অভিযোগ ওঠে সাইদূল সেখ সহ তার পরিবারের পাঁচ জনের বিরুদ্ধে।ঘটনার পরই আহতদের উদ্ধার করে রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঘটনায় অভিযুক্ত সাইদূল সেখ, আকাশ সেখ,লাডলি বিবি সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।তবে ঘটনায় এখনো কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ।

চিত্তরঞ্জন রেল হাসপাতালের উন্নতির দাবিতে স্মারকলিপি

নীলাদ্রি ঘোষ

চিত্তরঞ্জন রেল প্রশাসনের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বামপন্থী শ্রমিক সংঘটন লেবার ইউনিয়ন l স্থানীয় কস্তুরবা গান্ধী হাসপাতালে দলের কর্মী সমর্থকরা বিক্ষোভ ও পরে দলের পক্ষ থেকে ন'য় দফা দাবির সমর্থনে হাসপাতলের সিএমও ডা. অলোক মজুমদারের কাছে স্মারকলিপি জমা দেন l এদিনের কর্মসুচিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারন সম্পাদক রাজীব গুপ্ত , সভাপতি রাজেশ চৌহান , স্নেহাশিষ চক্রবর্তী প্রমুখ নেতৃত্বরা l

ভোটাধিকার নিয়ে বাউলগান

মোল্লা জসিমউদ্দিন

বিখ্যাত লোকশিল্পী স্বপন বাউল পূর্ব বর্ধমানের কালনা এলাকায় বিভিন্ন সড়কমোড়ে ভোটাধিকার প্রয়োগ নিয়ে গান শোনাচ্ছেন।

চিত্তরঞ্জনের ফতেপুরে বাস দুর্ঘটনায় জখম ৪

নীলাদ্রি ঘোষ


আবার পথ দুর্ঘটনার ঘটনা ঘটল শিল্পাঞ্চলে l সোমবার সকালে চিত্তরঞ্জনে অফিস টাইমে এই ঘটনাটি ঘটে l প্রত্যক্ষ দর্শীরা জানান আসানসোল থেকে চিত্তরঞ্জন গামী ইন্টারসিটি বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় স্থানীয় ফতেপুর এলাকায় সামনের চাকাটি ফেটে যায় l বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের একটি গাছের সামনে ধাক্কা মারে l ঘটনায় চারজন গুরুতর ভাবে আহতহন l তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক l ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান lখবর পেয়ে  চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবস্থা নিয়ন্ত্রনে আনেন l

সাংবাদিক ভাস্কর খুনে জড়িতদের সন্ধানে নজর রইবে

সুকান্ত ঘোষ

সোমবার দুপুরে মুর্শিদাবাদের সালার থানায় নিহত সাংবাদিক ভাস্কর ঘোষের মৃত্যুর ঘটনায় খুনের মামলা (৫৯/১৮) রুজু করা হল।নিহতর স্ত্রী অভিযোগ টি জানিয়েছেন।তবে মানসিকভাবে বিপযস্ত হওয়ার জন্য খুনের অভিযোগটি ঠিকমতো লিখতে পারেনি বলে জানা গেছে।এই মামলায় সাক্ষী, চার্জশিট,  ফাইনাল রিপোর্ট এর প্রতি আমাদের নজর থাকবে।সেইসাথে খুনের একঘণ্টা আগে যে স্যার কে ( পুলিশ অফিসার)  হোয়াটস আপে দুষ্কৃতিদের পথ আটকানোর কথা জানিয়েছিল ভাস্কর।তার সন্ধান আমরা করব।প্রয়োজনে কলকাতা হাইকোর্টে মামলাও করা হবে আসল খুনিদের সন্ধানে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER