শুক্রবার, ফেব্রুয়ারী ২৩, ২০১৮

ক্যানিং বইমেলা চলছে

উজ্বল বন্দ্যোপাধ্যায়

আজ থেকে ক্যানিং রেলের মাঠে শুরু হলো ১৭তম বষের ক্যানিং মহকুমা বইমেলা।আজ এর উদ্বোধন করেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজা সেন,মাতলা ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান তপন সাহা প্রমুখ।মেলাতে ৩০টি বইয়ের স্টল ছিল।মেলা চলবে ২৮শে ফেব্রুয়ারি অবধি।

বারুইপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে সাংস্কৃতিক অনুষ্ঠান

উজ্বল বন্দ্যোপাধ্যায়

বারুইপুর মহকুমা তথ্য ও সাংস্কাতিক দপ্তরের উদ্যোগে ভাঙড় ২নং ব্লকের বামনঘাটা উচ্চ বিদ্যালয়ে ভাষা শহীদ দিবস পালন করা হলো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে।ক্যানিং ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এদিনের  উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি শৈবাল লাহিড়ী, ক্যানিং ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ রাম দাস।বারুইপুর ভাষা শহীদ সমিতির সভায় ছিলেন পৌর চেয়ারম্যান শক্তিরায় চৌধুরী।জয়নগর মজিলপুরে ভাষা দিবসে  ছিলেন পৌর চেয়ারম্যান সুজিত সরখেল।এছাড়া দঃবারাসত,মথুরাপুর ডায়মন্ডহারবার, আলিপুর সহ জেলা জুড়ে মহাসমারোহে পালন করা ভাষা শহীদ দিবসের দিনটিকে।

সারেঙ্গায় আগুনে পুড়ে গেল মাটির বাড়ি

সাধন মন্ডল

আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি মাটির বাড়ি ও একটি খড়ের পালুই।ঘটনা সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েতের বাগানগোড়া গ্রামের আজ দুপুরের।বাড়িটি  ক্ষেতমজুর শীতল দুলের।ঘটনাস্থলে গিয়ে দেখা গেল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘরের জিনিসপত্র।আর শীতল দুলে বলছেন আমার সব শেষ হয়ে গেল। স্থানীয় তৃনমূল পঞ্চায়েত সভাপতি কল্যান মিশ্র বলেন সম্ভবত উনানের আগুন থেকে আগুন ছড়িয়েছে।তবে গ্রামবাসীদের তৎপরতায় তাড়াতাড়ি আগুন আয়ত্বে আসে। তাড়াতাড়ি পৌঁছে যান সারেঙ্গা থানার পুলিস ও দমকলের গাড়ী। কল্যান বাবু বলেন আমরা আপাতত পঞ্চায়েত থেকে চাল,জামাকাপড়,ও ত্রিপল দিচ্ছি।আর সরকারীভাবে শীতল দুলে ক্ষতিপূরণ যাতে পায় তার চেষ্টা করছি।

আসানসোলের আর্যকন্যা স্কুলে ছাত্রী হেনস্থা

মোহন সিং

আসানসোলের আর্যকন্যা স্কুলের টিচার ইনচার্জ কর্তৃক এক দলিত ছাত্রীকে অপমানজনক কথা বলার কারনে জেলা স্কুল পরিদর্শকের দফতরে এসে বিক্ষোভ দেখিয়ে গেল কংগ্রেস সমর্থক রা। তাদের দাবি জাত-পাতের কথা তুলে ওই ছাত্রীকে অপমান করার বিষয়টি নিয়ে শিক্ষককে ক্ষমা চাইতে হবে। জেলা সহকারী স্কুল পরিদর্শক জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আসানসোলে আর্যসমাজের বার্ষিক অনুষ্ঠান

মোহন সিং

আসানসোলের আর্য সমাজের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে ডি এ ভি স্কুলে অনুষ্ঠিত হল বিভিন্ন অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছাত্রছাত্রীদের এদিন পুরস্কৃত করা হয়।

বার্ণপুরে চাকুরীপ্রার্থীদের বিক্ষোভ

মোহন সিং

আসানসোল বার্ণপুর কম্পিটিটর এসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের রেল ও সরকারি সংস্থায় নিয়োগের ক্ষেত্রে নিয়মের পরিবর্তনের বিরুদ্ধে,বিশেষত এ এল পি ও টেকনিশিয়ান দের জন্যে এজ লিমিট বৃদ্ধি, গ্রুপ ডি পোষ্টের জন্যে সমস্ত নন আইটিআই প্রার্থীকে যোগ্য হিসাবে বিবেচনা করতে হবে এবং শারিরীক প্রতিবন্ধিদের ক্ষেত্রে (oa)পোষ্ট কে (oH)পোষ্টের সাথে সংযুক্ত করণের দাবিতে শহর জোড়া মিছিল৷প্রায় হাজারের বেশি চাকুরী প্রার্থী এই মিছিলে অংশ গ্রহণ করে৷

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER