রবিবার কুচবিহারে নব নির্মিত ট্রাকস্ট্রান্ডের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।এই স্ট্যান্ড চালু হওয়ায় খুশি ট্রাক চালকেরা।
ছবি সুজিত ঘোষ
রবিবার কুচবিহারে নব নির্মিত ট্রাকস্ট্রান্ডের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।এই স্ট্যান্ড চালু হওয়ায় খুশি ট্রাক চালকেরা।
ছবি সুজিত ঘোষ
রবিবার কুচবিহারে রামকৃষ্ণ মঠের ডেণ্টাল ইউনিট এর শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ।এই স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী।
ছবি সুজিত ঘোষ
সাধন মন্ডল
রবিবার বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের চিলতোড়া অঞ্চলে তৃনমূল কংগ্রেসের পদযাত্রা হয়।স্থানীয় নেতৃত্বের পাশাপাশি এলাকার বিধায়ক ছিলেন আজকের কর্মসুচিতে।
রবিবার সারাদিন ধরে আউশগ্রামের রেলশহর গুসকারায় ডেঙ্গু রোধে প্রচার কর্মসুচি চালালো গোধূলি নামে প্রবীনদের এক সংগঠন।রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, বাজারঘাটে প্রচার চালানো হয়।
সাধন মন্ডল
ছাত্রছাত্রীদের ইংরেজী ভীতি দূর করতে এগিয়ে এলো একটি বেসরকারী সংস্থা। রবিবার বাঁকুড়ার ইন্দাসের আকুই ইউনিয়ন হাইস্কুলে এই বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আয়োজক অহন স্পোকেন ইংলিশের পক্ষে সন্টু রক্ষিত ছাড়াও আকুই হাইস্কুলের প্রধান স্বপন মহাদেব পাঁজা, শাশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নীরদ বরণ সাম, বিশিষ্ট সমাজসেবী রমাপ্রসাদ সেন সহ এলাকার শতাধিক অভিভাবক।
সাধন মন্ডল
বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষা সেলের উদ্যোগে ব্লক ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সারেঙ্গা হাইস্কুলে।বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুস্থানে অংশগ্রহন করে পড়ুয়ারা।
শুভদীপ ঋজু মন্ডল
জঙ্গলমহলের উদ্যোগে পথ নিরাপত্তা, হাতি সচেতনতা ও বিকল্প কৃষি ভাবনা বিষয়ে সচেতনতা শিবিরে বক্তব্য রাখছেন বাঁকুড়া জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা। গঙ্গাজলঘাটি ব্লক অডিটোরিয়ামে সেমিনার টি হয়।
জাহাঙ্গীর বাদশা
বিজেপিতে মুকুল রায়ের যোগদান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "এই নিয়ে আমি কিছু বলব না, দলের হয়ে পার্থবাবু বলছেন। আমি কেন বলতে যাবো। আমি কিছু বলব না। তবে আমাদের দলে যোগদান নিয়ে যদি বলেন, তাহলে বলতে পারি আজ বাম সংগঠনের অনেকেই দল ছেড়ে আজ আমাদের দলে যোগদান করছে।এরা সকলেই পুরানো বামপন্থী কর্মী। আবার অনেক বামপন্থী কর্মী আছেন"। রবিবার মহিষদল ব্লক তৃণমূলের বর্ধিত সভায় উপস্থিত হয়ে এই ধরনের মন্তব্য করেন শুভেন্দুবাবু।এদিন পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে কর্মীদের মাঠে নেমে পড়ার বার্তাও দেওয়া হয় সভা মঞ্চ থেকে। এদিন মহিষাদল ব্লকের বর্ধিত সভা অনুষ্ঠিত হলেও মঞ্চে দেখা গেলো না স্থানীয় বিধায়ক সুদর্শন ঘোষদস্তিদারকে।এদিন সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস সহ সভাপতি তথা মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী সহ অন্যান্যরা।
জাহাঙ্গীর বাদশা
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার ঘোলাবাড় গ্রামে ইন্দ্রজিত দাস (30) বাড়ির মধ্যে ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা ও গলার নলী কেটে আত্মহত্যা করার চেস্টা করে।পরিবারের লোকজন দরজা ভেঙ্গে উদ্ধার করে কামারদা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্কসকরা মৃত বলে ঘোষনা করে।তবে ওই যুবক কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল।তদন্তে খেজুরি থানার পুলিশ।
জাহাঙ্গীর বাদশা
"বুকের পাটা থাকলে মুকুল রায়ের বিরুদ্ধে রাজ্যসরকার কেস করুক 'বললেন বিজেপির রাজ্যের সহ সভাপতি বিশ্বরূপ রায় চৌধুরী। রবিবার মহিষাদলে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিশ্বরূপ বাবু বলেন, "সরকারের সৎ সাহস নেই, থাকলে তা করে দেখাক। মুকুল রায়ের বিশ্ববাংলা নিয়ে বক্ত্যবের কাউন্টার বক্তব্য রাজ্যের সরকারের আমলারা বলছে। দলীয়ভাবে বলার ক্ষমতা নেই। রাজ্যের আমলারাই এখন দলীয় কর্মী হয়েছেন। মুকুল রায় যদি মিথ্যে বলে থাকে আর অভিষেক বন্দোপাধ্যায়ের মালিকানা না থাকে তাহলে সরকাররে বুকের পাটা থাকলে কেশ করুক। সরকারের সৎ সাহস নেই সরকার তা পারবেনা। কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসবে তখন অভিষেক বন্দোপাধ্যায় কি করবেন"? এইরুপ মন্তব্য করেন ওই বিজেপির নেতা।
জাহাঙ্গীর বাদশা
রাজ্যে যেখানে রোজ রোজ দিনের পর দিন অজানাজ্বর সহ ডেঙ্গু ম্যালেরিয়াতে মৃতুর সংখ্যা বেড়েই চলেছে। রাজ্য সরকার আপ্রাণ চেস্টা করছে দ্রুত ডেঙ্গু রোগকে নিধন করে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আনতে। বিরোধীরা প্রত্যেক দিন ডেঙ্গু ইস্যু নিয়ে সরব হচ্ছে।সরকার সচেতনতা নিয়ে জোর দিচ্ছে বিভিন্ন বিষয়ের উপর।রবিবার পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেছেদা তে বেসরকারি ভাবে ডেঙ্গু সচেতনতা শিবির ও এলাকায় মশা মারা কামান স্প্রে ব্লিচিং পাওডার ছড়ানো হলো।সেইসাথে মাইক করে এলাকাবাসীদের সচেতনতা করা,হাতে পোস্টার নিয়ে মেছেদা শহর পরিক্রমা করানো হয় এদিন। এক সেচ্ছাসেবী সংগঠন এর কর্মধার ইউনিস আলী জানান - সরকার সাধ্যমতো চেস্টা করছে তা সত্বেও নিজেদের এলাকা পরিস্কার রাখতে ডেঙ্গু লার্ভা মারতে এবং ডেঙ্গু ও অজানাজ্বর হলে কি কি করতে হবে তা প্রচার করছি।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...