বুধবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৮

পূর্বস্থলীতে সেফ ড্রাইভ নিয়ে কর্মসূচী

মোল্লা জসিমউদ্দিন

বুধবার পূর্ব বর্ধমান জেলায় পূর্বস্থলী থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচী পালিত হয়।বিনা হেলমেটে গাড়ী চালনা কতটা বিপদজনক, তা নিয়ে তথ্য সমৃদ্ধ বক্তব্য পেশ করেন আইসি সোমনাথ দাস।

বিষ্ণুপুরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ

শুভেন্দু তন্তুবায়

বাঁকুড়ার বিষ্ণুপুরে এই প্রথমবার আন্তর্জাতিক স্তরের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ।বুধবার এলাকার সাংসদ সৌমিত্র খাঁ 'র উদ্যোগে বাংলাদেশের অনুর্ধ পনেরো বনাম কলকাতা        সিএবি অনুর্ধ পনেরোর প্রথম দিনের প্রথম খেলা অনুষ্ঠিত হল ।উদ্বোধনী অনুষ্ঠানে সিএবি ও বাংলাদেশ বোর্ডের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ ও এলাকার জনপ্রতিনিধিরা।সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের বলেন -ঐতিহ্যবাহী বিষ্ণুপুরের ইতিহাসে নতুন পালক যোগ হল ।ক্রিকেট প্রেমী বিষ্ণুপুরের মানুষ ঘরে বসেই আন্তর্জাতিক স্তরের খেলা দেখার সুযোগ পেলেন ।তিনি সিএবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন ।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও সিএবি  কে ধন্যবাদ জানানো হয়েছে।এরকম ক্রিকেট প্রতিযোগিতার জন্য     বিষ্ণুপুরবাসী খুব খুশি ।বিষ্ণুপুরবাসীর দাবি এরকম খেলা আবারও হোক ।

মঙ্গলকোট প্রাণী দপ্তরের সেমিনার

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলকোট ব্লক অফিসের দোতলায় প্রাণীমিত্রা, প্রাণীপালকদের নিয়ে ব্লক প্রাণী আধিকারিক ড: দেবাশীষ জানা পশুদের ভ্যাকসিন সংক্রান্ত আলোচনা করেন।

রাইপুরের চাতরী বিদ্যালয়ে বসন্তোৎসব

শুভদীপ ঋজু মন্ডল

বাঁকুড়ার রাইপুরের চাতরী নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের শিশু সংসদের উদ্যোগে বসন্ত উৎসব ও নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হল বিপুল উৎসাহ ওউদ্দীপণার মধ্য দিয়ে। এবছর কুড়ি জন ছাত্র ছাত্রীকে এদিন বরণ করা হয়। এছাড়া শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন কুমার মণ্ডল মহাশয় কে সম্বর্ধনা  জানানো হয়। উপস্হিত ছিলেন শিক্ষক ও সমাজসেবী রাধামাধব মুখার্জী সহ এলাকার শিক্ষক শিক্ষিকাগন এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা একটি মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান করে।

শিল্পাঞ্চলে কারখানা নিয়ে বামেদের বিক্ষোভ

নীলাদ্রি ঘোষ

রাস্ট্রায়াত্ত শিল্প সংস্থা গুলিকে রুগ্ন  অথবা বেসরকারী করনের হাত থেকে বাঁচাতে বৃহত্তর আন্দোলনের ডাক দিলো বাম শ্রমিক সংগঠন গুলি l মঙ্গলবার চিত্তরঞ্জন রেল কারখানার গেটে বাম শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত স্থানীয় লেবার ইউনিয়নের নেতৃত্বে  এক বিক্ষোভ সমাবেশ থেকে এমনই ডাক দিলেন সংগঠনের বাম নেতৃত্ব l চিত্তরঞ্জন রেল কারখানা , কোল ইন্ডিয়া সহ শিল্প সংস্থা গুলিকে রুগ্ন অথবা বেসরকারী করন করার কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক রাজীব গুপ্ত , সভাপতি রাম সরন চৌহান , সহ সভাপতি স্নেহাসীশ চক্রর্বতী l

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER