রবিবার, ফেব্রুয়ারী ২৫, ২০১৮

'ব্যাঙুর শ্রেয়সী' আবার দুশোজন পড়ুয়াদের শিক্ষা সামগ্রী দিলো

পুলকেশ ভট্টাচার্য

শনিবার বাঙুর এভিনিউতে বাঙুর শ্রেয়সী ( ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় নবোদয় ক্লাবের উদ্যোগে বাঙুর এভিনিউ নবোদয় ক্লাব প্রাঙ্গনে  ১/২০,বাঙুর এভনিউ, ব্লক-সি,সুপার মার্কেট, কলকাতা-৭০০০৫৫ বাঙুর শ্রেয়সীর পক্ষ থেকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রায় ২০০ জন ছাত্র ও ছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দেয়া হয় /  এই অনুঠানে উপস্থিত ছিলেন শ্রী মতি দীপ্তি রায় (পুরমাতা ), দক্ষিণ দমদম পৌরসভা,  শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্যী (পুরপিতা), দক্ষিণ দমদম পৌরসভা,  লেকটাউন থানার (আই.সি ) শ্রী সুপ্রিয় দাস, বাঙুর শ্রেয়সীর সভাপতি / সহ সভাপতি  শ্রী লক্ষী নারায়ণ পাল / শ্রী নিরুপম ঘোষ , সংস্থার প্রধান উপদেষ্ট্রা শ্রী সুব্রত দাস ও সমাজের গুণী ও বুদ্ধিজীবী মানুষেরাI " বাঙুর শ্রেয়সী '' সংস্থার সম্পাদক শ্রী সুজিত ঘোষ জানান - সারা বৎসর রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের এই কর্মসূচি চলে।আজ ২০০ জন ছাত্র ও ছাত্রীদের পাশে থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি / এই ধরণের কর্মসুচির মধ্য দিয়ে যে কি অনাবিল আনন্দ উপভোগ করে থাকি তা ভাষায় প্রকাশ করতে পারবো না / আর সর্ব শেষে সাধারণ মানুষজন ও বিশিষ্ট ব্যাক্তিত্বদের আমরা পাশে পেয়ে অনুষ্টানটিকে সার্থক করে তুলতে পেরেছি।

মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করতে পুরুলিয়ায় আসছেন ৫ মার্চ

সঞ্জয় হালদার

আগামী 5/3/2018 তারিখে বেলা 2-30 মিঃ নাগাদ উইলকক্স রোড শিমুলিয়া ফুটবল মাঠে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।সেজন্য আজ মন্ত্রী শান্তিরাম মাহাতো প্রস্তুতি দেখলেন প্রস্তাবিত মাঠে।

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সমাবেশ ২৭ ফেব্রুয়ারি

সুরজ প্রসাদ

নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আহ্বানে আগামী ২৭ ফেব্রুয়ারি কলকাতা রামলীলা ময়দানে সংগঠনের রাজ্য সমাবেশ হবে। সেই রাজ্য সম্মেলন সফল করার ডাক দিয়ে   বর্ধমান কার্জনগেটে এক সমাবেশ করা হয়। সমাবেশে রাজ্য সম্মেলন সফল করার জন্য সমাবেশ থেকে ডাক দেওয়া হয়। মোট ২০ দফা দাবী নিয়ে এই রাজ্য সম্মেলন হবে বলে জানানো হয়।

আসানসোল সরকারি বইমেলা ২ রা মার্চ

মোহন সিং

আগামী 2 মার্চ থেকে আসানসোল কল্যানপুরে এডিডিএ মাঠে অনুষ্ঠিত হতে চলেছে সরকারী বইমেলা। তারই প্রস্তুতি এখন চুড়ান্ত ভাবে। জেলা হওয়ার পর প্রথমবার এই জেলা সরকারী বইমেলা। থাকবে নানান সাংস্কৃতিক  অনুষ্ঠানও।

আসানসোললের গাঁড়ুইয়ে চেকিং পোস্ট

মোহন সিং

আসানসোলের গাঁড়ুইয়ে চেকিং পয়েন্টের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী তপন দাশপুপ্ত। উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক তাপস বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখেরা। এদিন তপন দাশগুপ্ত জানান, এই চেকিং পয়েন্টকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করতে হবে। পাশপাশি কংক্রিটের রোড তৈরির বিষয়েও প্রতিশ্রুতি দিয়ে যান তিনি।

ইস্টার্ন রেলওয়ের ড্রাগ বিরোধী সেমিনার

মোহন সিং

আসানসোলের ইষ্টার্ণ রেলওয়ে স্কুলে ড্রাগ বিরোধী একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন আসানসোলের ডিআরএম প্রশান্ত কুমার মিশ্র। এদিন ছাত্রছাত্রী ও উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের কাছে ডিআরএম প্রশান্ত মিশ্র ড্রাগের নেশা কেন সর্বনাশা তার তথ্য তুলে ধরেন। আগামী দিনে যুব সমাজকে সঠিক পথে নিয়ে যাওয়াই লক্ষ্য এই সেমিনারের।

রাণীগঞ্জে পীরের অনুষ্ঠান

মোহন সিং

রানীগঞ্জের পীর এর বাবার মাজারে চাদর চড়ানোর জন্য বিশেষ সমারোহের আয়োজন করা হল আসানসোল স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে। এই সমারোহে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ অভিজিত ঘটক। স্টেশন চত্বরে ট্যাক্সি ইউনিয়নের পক্ষ থেকে আসানসোল থেকে বর্ণাঢ্য চাদর পাঠানো হয় রানীগঞ্জে। সুসজ্জিত ট্যাক্সিতেই নিয়ে যাওয়া হয় পবিত্র চাদর।

বনবান্ধব উৎসব মাথাভাঙ্গা ব্লকে

শিখা ধর

কুচবিহারে মাথাভাঙ্গা ব্লকে তেকোনিয়াতে বনবান্ধব উৎসব শুরু হল।উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ,  জেলাশাসক,  পুলিশসুপার প্রমুখ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER