বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০১৭

সংগঠন বাড়াতে মেমারিতে মুহাম্মদ কামরুজাম্মান

মোল্লা জসিমউদ্দিন

বৃহস্পতিবার দুপুরে পুর্ব বর্ধমানের মেমারিতে আসেন 'সারাবাংলা সংখ্যালঘু যুবফেডারেশন' এর রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজাম্মান।সংগঠনের জেলা সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম কে নিয়ে সমগ্র জেলার ব্লক কমিটির নেতাদের নিয়ে বৈঠকটি হয়।

ভাতারের আলিনগরে ফুটবল টুর্নামেন্ট

সুদিন মন্ডল

বৃহস্পতিবার ভাতারের আলিনগর ফুটবল মাঠে আলিনগর ইয়ংস কর্ণার ক্লাবের পরিচলনায় একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন হয়। বর্ধমান,বীরভূম,হুগলি,মালদা,প্রভৃতি জেলা থেকে আটটি দল অংশগ্রহণ করে।  হুগলির ভদ্রেশ্বর KAOYKALA  ট্রাইবেকারে কালনা আরিয়ান কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ মন্ডল,প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা,মানগোবিন্দ অধিকারী প্রমুখরা।

রাইপুরে জঙ্গলমহল কাপ চলছে

সাধন মন্ডল

বাঁকুড়া জেলার রাইপুর থানা পরিচালিত জঙ্গলমহল মহিলা ফুটবল টুর্নামেন্ট চলছে।পুলিশের এই ধরনের ক্রীড়া উদ্যোগে গ্রামীন খেলায় অগ্রগতি বাড়াচ্ছে।

বিশ্বভারতীর হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার


প্রীতম দাস

বীরভূমের বিশ্বভারতীর  বীথিকা ছাত্রীনিবাসে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। এব্যাপারে শান্তিনিকেতন থানার পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম রিমা ঘোষ(১৮)। সে পাঠভবনের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। বাড়ি মুরারইয়ে। বৃহস্পতিবার সকালে বিথীকা ছাত্রী নিবাস থেকে শিলিং ফ্যানে তার ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করা হয়েছে।  তারা ঘটনার তদন্ত করছে। এব্যাপারে বিশ্বভারতী বা মৃত ছাত্রীর বাবা ও মাকিছু বলতে চায় নি।  বিশ্বভারতী সূত্রে জানা গেছে, রিমা খুব শান্ত প্রকৃতির মিশুকে মেয়ে ছিল। ঘটনার দিন রুম মেটের অন্য ছাত্রীরা পড়তে গেলেও, সে শরীর খারাপের জন্য বাইরে বেরোয় নি। তারপর সকাল সাড়ে আটটা নাগাদ, দরজা বন্ধ থাকায় রুমমেটরাই বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের খবর দেয়। তারাই দরজা ভেঙে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে।

তারাপীঠে পুজো দিতে এসে মুকুল ইস্যু এড়িয়ে গেলেন সাংসদ সুদীপ

প্রীতম দাস

মুকুল রায় নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধায়। বৃহস্পতিবার তারাপীঠে পুজো দিতে এসে সাংবাদিকদের প্রশ্নে অনেকটা সংযত দেখা যায় উত্তর কলকাতার সাংসদকে। এদিন বিধায়িকা নয়না দাস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তারাপীঠে পুজো দিতে আসেন সুদীপবাবু। মুকুল রায় প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, “এসব প্রশ্নের জবাব দেবে দলের মুখপাত্র। আমি শুধুমাত্র উত্তর কলকাতার সাংসদ। তাই আমি শুধুমাত্র আমার সংসদীয় ক্ষেত্র এবং লোকসভা সামলায়। এর বাইরে আমার কোন দায়িত্ব নেই”।

দশ ভরি সোনা সহ লক্ষাধিক টাকা চুরি মালদায়

মানস দাস, মালদা

বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে বাড়ি ফিরে কার্যত মাথায় হাত ব্যবসায়ী দম্পতির।ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি।ঘটনাটি ঘটেছে মালদা শহরের গয়েসপুর বিদ্যাসাগর পল্লী এলাকায়।শহরের ব্যস্ততম এলাকায় এমন ঘটনা সামনে আসতেই আতঙ্কিত এলাকাবাসী।ঘটনার তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দা যুগল কিশোর আগরওয়াল।পেশায় ব্যবসায়ী।তার স্ত্রী রেনু আগরওয়াল।কর্মসূত্রে ছেলে মনোজ আগারওয়াল দিল্লিতে থাকেন।তাই শুধু এই দম্পতি বাড়িতে বসবাস করেন।এদিন গৃহকর্তা যুগল কিশোর আগরওয়াল জানান, গত ৭ তারিখ কাজের জন্য বাড়ি বন্ধ করে কলকাতায় যায়।আজ সকালে বাড়ি এসে দেখি বাড়ির দরজা ভেঙে সর্বস্ব চুরি করেছে দুষ্কৃতীরা।প্রায় আড়াই কেজি রুপো, দশ ভরি সোনা সহ প্রায় এক লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।ঘটনায় তিনটি  ঘরের তালা ভেঙে লুটপাট চালিয়েছে চোরের দল।
এদিকে ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে শুরু করেছে।তবে এখনো কোনো সাফল্য পাইনি পুলিশ।

নন্দীগ্রামে বধূ ধর্ষনের ঘটনায় পুলিশ ঘিরে বিক্ষোভ

জাহাঙ্গীর বাদশা

বাড়ির মধ্যে একা পেয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল নন্দীগ্রামে। অভিযোগ, ওই গৃহবধূকে বাড়ির খাটের মধ্যে হাত পা বেঁধে রেখে ধর্ষণ করা হয় এবং তারপর ঘরের মধ্যে থাকা নগদ টাকা ও সোনার গহণাও লুঠ করে নিয়ে পালিয়েছে তাঁরা। গুরুতর জখম অবস্থায় গৃহবধূ নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে সন্দেহভাজন দুই যুবক ও তাঁর সঙ্গীদের নামে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দীগ্রামের নাকচিরাচরের বাসিন্দা ২১ বছর বয়সী গৃহবধূর স্বামীর লিখিত অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার ১৪ নভেম্বর সন্ধ্যে ৭টা সময় গৃহবধূ বাড়ি  এলে কয়েকজন দুষ্কৃতী তাঁর মুখে বেঁধে বাড়ির মধ্যে টেনে নিয়ে যায়। সেখানে খাটে মহিলার হাত-পা বেঁধে তাঁকে লাগাতার ধর্ষণ করে। এই অত্যাচারে গৃহবধূ হারালে দুষ্কৃতীরা বাড়ির মধ্যে থাকা টাকা ও সোনার গহনা লুঠ করে নিয়ে পালায়।রাতে মহিলার স্বামী বাড়ি ফিরে দেখেন তাঁর স্ত্রী হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। এরপর গৃহবধূকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মহিলার চেতনা ফিরে এলে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপরেই গৃহবধূর বর্ণনার ভিত্তিতে স্থানীয় বাসিন্দা কার্ত্তিক জানা ও বাবলু দাস নামের দুই যুবকের বিরুদ্ধে বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।তবে অভিযোগ পাওয়ার পর থেকেই একাধিকবার মহিলার বাড়িতে গিয়েও ঘটনার কোনও সূত্র পুলিশ উদ্ধার করতে পারেনি। এই কারনে বৃহস্পতিবার নন্দীগ্রামের ওসি অজয় মিশ্র ঘটনাস্থলে তদন্তে গেলে গ্রামবাসীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়। প্রকৃত দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

কাঁথিতে দিদিমার শেষকৃত্য করার বিদ্যুৎবাহী তারে মৃত্যু বালকের

জাহাঙ্গীর বাদশা

বুধবার রাতে অসুস্থ হয়ে ল মৃত্যু হয় দিদিমার। তাঁর শেষকৃত্যে যোগ দিতে এসে বিদ্যুতের পড়ে থাকা তারে শক খেয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। মৃত বালকের নাম কার্ত্তিক প্রধান (১০)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাঁথি থানার বেলতলিয়া গ্রামের বাসিন্দা গৌতম দাসের মা অসুস্থতা জনিত কারনে বুধবার রাতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। সেই খবর পেয়ে ওই থানা এলাকার রাউতারা গ্রামের বাসিন্দা কার্ত্তিক তাঁর মা ও বাবার সঙ্গে বুধবারেই মামা বাড়িতে এসে উপস্থিত হয়।এদিন রাতেই বাড়ি থেকে সামান্য দূরে ওই মহিলার মৃতদেহের সৎকার করা হয়। তবে মায়ের সৎকারের কাজের জন্য গৌতমবাবুর বাড়ি থেকে বিদ্যুতের তাঁর শ্মশানে টেনে নিয়ে যাওয়া হয়। ভোর রাতে সৎকারের কাজ শেষ হয়ে গেলেও বিদ্যুতের তারটি খুলতে ভুলে যান তাঁরা। বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে এসে অসাবধানতা বশতঃ কার্ত্তিক বিদ্যুতের ছেঁড়া তারে হাত দিয়ে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিশুর মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। শিশুটির বাবা অরবিন্দ প্রধান জানান, রাতভর শেষকৃত্যের কাজ চলায় তারটি খোলা হয়নি। তাঁর শিশুপুত্র এরই খেশারত নিজের প্রাণ দিয়ে দিল বলে জানান তিনি।

পুর্ব মেদনীপুর জেলাপুলিশের হাতে ধৃত ১১ দুস্কৃতি

জাহাঙ্গীর বাদশা

পূর্ব মেদিনীপুর জেলায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে ১১জনকে গ্রেফতার করেছে। তমলুক থানা ৪জন কে গ্রেফতার করেছে।  এরা মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত। একটি মোটর সাইকেল ও একটি মোবাইল  উদ্ধার করেছে পুলিশ।  এছাড়া কোলাঘাট থানার পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। এরা ডাকাতির জন্য জড়ো হয়েছিল।

ডাকাত সন্দেহে কোলাঘাটে ধৃত ৭

জাহাঙ্গীর বাদশা

ডাকাতির উদ্দেশে জড়ো হওয়া সাতজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে কোলাঘাট থানার মেদিনীপুর ক্যানালের কাছ থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের থেকে ৬৯ হাজার টাকা, কয়েকটি ভোজালি, ছেনি, রড ও হাতুড়ি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।গোপন সূত্রে খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশকর্মীরা আগে থেকেই ক্যানালের কাছে উপস্থিত ছিলেন। তবে সাদা পোশাকে থাকায় দুষ্কৃতীরা তাদের চিনতে পারেনি। এরপর ক্যানালের কাছে একে একে জড়ো হয় তারা। কিন্তু, সন্দেহ হওয়ায় তারা এলাকা ছেড়ে পালাতে যায়। ঠিক সেই সময় পুলিশকর্মীরা তাদের ধরে ফেলে। গ্রেপ্তারের পর তাদের থেকে ৬৯ হাজার টাকা, কয়েকটি ভোজালি, ছেনি, রড, হাতুড়ি সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ধৃত ডাকাতরা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার তমলুক মহকুমা আদালতে তোলা হয়েছে। পূর্ব মেদিনীপুরের মহকুমা পুলিশ আধিকারিক সূরজিত মন্ডল  জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছিল। কিন্তু, দুষ্কৃতীদের নাগালের মধ্যে পাচ্ছিল না পুলিশ। এরপর এই ঘটনাগুলির কিনারা করতেই কোমর বেঁধে নামে তারা। এরই সুফল হিসেবে ডাকাতের দলটিকে পুলিশ হাতেনাতে পাকড়াও করেছে বলে জানিয়েছেন তিনি।অন্য দিকে একি দিনে তমলুক থানার বিভিন্ন জায়গায় রেড করে চার কুখ্যাত ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ তাঁদের কাছ থেকে কয়েকটি মোবাইল ও ছিনতাই হওয়া কয়েকটি মোটরসাইকেল উদ্ধার ও করেছে পুলিশ।

বাঁকুড়ায় শিশুর অধিকার সপ্তাহ পালন

ব্যাসদেব চক্রবর্তী

বাঁকুড়া শহরে রবীন্দ্রভবনে শিশুর অধিকার সপ্তাহ উদযাপন হলো।উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।এছাড়া জেলাপ্রশাসনের আধিকারিকগন ছিলেন এই সেমিনারে।

শালবনী থানার জঙ্গলমহল কাপ শুরু

সন্দীপ সিংহ

শালবনী থানার উদ্যোগে জঙ্গলমহল প্রতিযোগিতা শুরু হল।পুরুষ এবং মহিলা বিভাগের ফুটবল ছাড়াও কবাডি, তীরন্দাজী, খোখো, আদিবাসী নৃত্য এবং ছৌ নৃত্যের প্রতিযোগিতা হবে এই জঙ্গলমহল প্রতিযোগিতার মধ্যে।
বৃহস্পতিবার মহিলা এবং পুরুষ বিভাগের ফুটবল প্রতিযোগিতা উদ্বোধনের মধ্য দিয়েই জঙ্গলমহল প্রতিযোগিতার শালবনী থানা স্তরের প্রতিযোগিতার সূচনা হল।ফুটবল প্রতিযোগীতায় ৭১ টি পুরুষ ফুটবল দল এবং ৬৮ টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করছে।শালবনীর নেতাজী স্টেডিয়াম, শালবনীর রানাপাড়া রেলময়দান এবং পিড়াকাটার দুটি মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২  তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতার সমস্ত বিভাগের প্রতিযোগিতা গুলি অনুষ্ঠিত হবে।

কলকাতা ২৩ তম চলচ্চিত্র উৎসবে আজ দেখুন AN INDIAN WOMEN

মোল্লা জসিমউদ্দিন

২৩ তম চলচিত্র উৎসবে বেশকিছু ছবি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। আজ যে সমস্ত ছবি দেখানো হবে তারমধ্যে  যে সর্টফিল্মটি দর্শকদের নজর কাড়বে বলে বিশেষজ্ঞদের ধারনা তা হল রাজকুমার দাস ও বিনীতা ভট্টাচার্য্যর যুগ্ম  পরিচালিত স্বল্প দৈর্ঘের ছবি - 'AN INDIAN WOMEN'. গল্পের কাহিনি সংক্ষেপে এমন-চম্পা তার সাত বছরের ছেলেকে নিয়ে বস্তির এক চিলেকোঠার ঘরে বহু কষ্টে বসবাস করে। ফুল বিক্রী করে একমাত্র ছেলেকে মানুষ করার লড়াইয়ের প্রয়াস চালিয়ে যাচ্ছে মাত্র। স্বামী তাকে ছেড়ে চলে গেছে কয়েক বছর আগে অন্য নারীর সংস্পর্শে। তাই ছেলেকে, 'বাবা কোথায়' প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেতে হয় চম্পাকে। কোথাও সামাজিক ন্যায়নীতির বাইরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে চলা জীবনযাপন কিছুটা হলেও স্থিত। এক দিন হঠাৎ-ই ফুল বিক্রী করে বাড়ী ফেরার পথে রাস্তার মাঝখানে সে ভিখারীর বেশে তার চলে যাওয়া স্বামীকে পরিত্যক্ত ভাবে পড়ে থাকতে দেখে। থমকে দাঁড়ায় চম্পা। কিন্তু সে কি তার স্বামীকে পুনরায় তার জীবনে ফিরিয়ে আনবে? একজন ভারতীয় নারী তার স্বামী অপরাধী জেনেও তাকে কি আপন করতে স্বক্ষম হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিনীতা ভট্টাচার্য্য-র কাহিনী নিয়ে নির্মিত স্বল্প দৈর্ঘের ছবি - 'AN INDIAN WOMEN' -এ। 'প্রিয় চিত্রসাথী' - সিনে পত্রিকার নিবেদনে রাজকুমার দাস ও বিনীতা ভট্টাচার্য্যর যুগ্ম পরিচালনায়। ছবিতে অভিনয় করেছেন বিনীতা, রাজদীপ রায়, রাজকুমার দাস, মাস্টার অগ্নিতনয় ও মাস্টার পুষ্পেন্দু মন্ডল।
চিত্রগ্রহণ  - সুমিত বিঞ্জোলা, সম্পাদনা  - কুন্তল সিং, রূপসজ্জায় - মৌসুমি দাস।
ছবিটি ২৩তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে ১৬ নভেম্বর ২০১৭ নন্দনে দেখানো হবে। সোসাল মিডিয়াতে আগেই ছবিটি মুক্তি পেয়েছে।
সময় -- ১১ মিনিট প্রায়, ভাষা - বাংলা (ইংরাজী সাবটাইটেল সহ)।
যোগাযোগের ঠিকানা
রাজকুমার দাস, ১০/১, মুলেন স্ট্রিট, পোঃ - এলগিন, কোলকাতা - ৭০০০২০, পঃবঃ (ভারত), চলমান - ৯৬৮১৪৭৯৫৯০(হোয়াটসআ্যাপ), ৯৪৩৩৫৪৭০৮৯, ৮৯১০৩৭০১৭৬, ইমেল - chitro.sathi@gmail.com

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER