শুক্রবার, নভেম্বর ২৯, ২০১৯

সিদ্দিকুল্লাহ চৌধুরীর আম্বুলেন্স পড়ে রয়েছে মঙ্গলকোটে



মোল্লা জসিমউদ্দিন
    
টানা দুবছর ধরে মঙ্গলকোটে পড়ে রয়েছে বিধায়ক তহবিলের এম্বুলেন্স। ৩ টির মধ্যে ২ টি এম্বুলেন্স এইরুপ অযন্তে রয়েছে।যেগুলি স্থানীয় পঞ্চায়েত সচল রাখতে তৎপর নয় বলে অভিযোগ। যদিও বিষয়টি ব্লক প্রশাসন খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছে।                   

কুহেলী মামলায় চিকিৎসকের রেজিষ্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টে

মোল্লা জসিমউদ্দিন  

রাজ্য মেডিকেল কাউন্সিলের শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে    এক শিশু কন্যার গাফিলতিতে মৃত্যুর ঘটনা বিষয়ক মামলাটি উঠে। সেখানে রাজ্য মেডিকেল কাউন্সিল যে শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশিকা জারী করেছিল অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে। বুধবার এই নির্দেশিকার বিরুদ্ধে অভিযুক্ত চিকিৎসক সুভাষ তেওয়ারি  কলকাতা হাইকোর্টে মামলা করলে, সেই মামলার শুনানি তে আজ তা অনেকাংশ খারিজ করলো হাইকোর্ট। চিকিৎসকরা নিয়মিত প্রাক্টিস করতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে        । যেখানে রাজ্য মেডিকেল কাউন্সিল  চিকিৎসকের তিন চিকিৎসকের   রেজিষ্ট্রেশন বাতিলের পাশাপাশি ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশিকা জারী করেছিল। যদিও কলকাতা হাইকোর্টের  এই রায়ে হতাশ হয়ে মৃতা শিশুকন্যার বাবা অভিজিৎ চক্রবর্তী পুনরায় অভিযোগটি জাতীয় মেডিকেল কাউন্সিলে জানাবেন বলে জানা গেছে। আদালত সুত্রে প্রকাশ, ২০১৭ সালে ১৯ এপ্রিল কলকাতার বাইপাসে এক বেসরকারি হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু ঘটে কুহেলী চক্রবর্তী নামে চার মাসের এক শিশুকন্যার।  চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতা শিশুর বাবা অভিজিৎ চক্রবর্তী রাজ্য মেডিকেল কাউন্সিলে লিখিত অভিযোগ জানান। মেডিকেল কাউন্সিলের চুড়ান্ত রিপোর্টে অভিযুক্ত তিন চিকিৎসকর দোষী সাব্যস্ত হন। সেজন্য এই চিকিৎসকের রেজিষ্ট্রেশন  বাতিলের পাশাপাশি ৩০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশিকা জারী করে। এই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হন অভিযুক্ত চিকিৎসক সুভাষ তেওয়ারি  । বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টে কুহেলি মামলার শুনানি চলে। সেখানে বিচারপতি রাজ্য মেডিকেল কাউন্সিলের শাস্তি ও আর্থিক ক্ষতিপূরণ প্রায় খারিজ করে দেন।অভিযুক্ত চিকিৎসকরা  চিকিৎসায় প্রাক্টিস করতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই রায় কার্যকর করার জন্য রাজ্য মেডিকেল কাউন্সিল কে নির্দেশ দেওয়া হয়েছে। যদি এই নির্দেশ কার্যকর না হয়, তাহলে ৫০ হাজার টাকার জরিমানা লাগবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।                                                                                                                                                       
     

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রথীন্দ্র জন্মজয়ন্তী পালন হল


মোল্লা জসিমউদ্দিন  

গত বুধবার সন্ধেবেলায় কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রথীন্দ্র জন্মজয়ন্তী পালিত হল। রবীন্দ্র ভারতী সোসাইটির রথীন্দ্র মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন হয় জন্মজয়ন্তী । স্মারক বক্তৃতা দেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি বারিদবরণ ঘোষ। বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব  ডঃ সুবীর মৈত্র মহাশয়। আয়োজক সংস্থা রবীন্দ্র ভারতী সোসাইটির সভাপতি তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়। মধুমিতা বসুর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি মধুর হয়ে উঠে। আজকের অনুস্টানের বিশেষত্য ছিল  'পরম্পরা' ঘরোয়ানা অর্থাৎ মা ও মেয়ে ,  মা ও ছেলে যারা উভয় সঙ্গীতশিল্পী। এইরুপ চন্দ্রাবলী রুদ্রদত্ত ও দীপাবলী দত্ত এবং রুনা দাশগুপ্ত ও অরিত্র দাশগুপ্ত সঙ্গীত পরিবেশন করেন। রবীন্দ্র ভারতী সোসাইটির সম্পাদক সির্দ্ধাথ মুখোপাধ্যায় জানান - "বাঙালি জগতে প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সন্তান হলেও স্বতন্ত্র প্রতিভার অধিকারী ছিলেন। স্থাপত্য থেকে চিত্রশিল্প সবেতেই তাঁর সৃষ্টি আজও অমর "। জানা গেছে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র ভারতী সোসাইটি গড়াতে তাঁর ভূমিকা ছিল সর্বাপেক্ষা গুরত্বপূর্ণ।                                                                            

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER