শুক্রবার, এপ্রিল ০৩, ২০২০

৭০টি দিনমজুর পরিবারের পাশে দাঁড়ালো সরমস্তপুর যুব সংঘ

সেখ সামসুদ্দিন

  নোবেল করোনা ভাইরাস (COVID 19 ) এর তান্ডবে জেরবার যখন গোটা বিশ্ব, লক আউট এর জেরে সরকারী নির্দেশ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখেই সরমস্তপুর যুব সংঘ ৭০ টি দিন আনা দিন খাওয়া পরিবারের মধ্যে বিতরণ করা হলো অত‍্যাবশ্যক ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ( চাল, ডাল, আলু, আটা, মুড়ি, লবন, সাবান, হ্যান্ড স্যানিটাইজার)। এছাড়াও কিছু মানুষের নিত্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় এবং কিছু বয়স্ক মানুষের প্রেসার মাপা হয়। যাদের ঔষধ প্রদান করা হয় তাদের মধ‍্যে উল্লেখযোগ্য হল-
মঞ্জু রায়- প্রেসার সংক্রান্ত,
গীতা সিং- সুগার,
জাইনাব বেগম- সুগার ও প্রেসার, রামপদ রায়- হাঁপানি,
চন্দ্রশেখর পাল- হাঁপানি,
শিবানী হাজরা- সুগার,
মানিক সিং - সুগার,
ববি সিং - চর্ম সংক্রান্ত বলে জানান সরমস্তপুর সরমস্তপুর যুব সংঘের সদস‍্যবৃন্দ। এছাড়াও ৫ হাজার টাকা মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়।

কবিতার নাম - নিশি

নিশি
   সংযুক্তা দাঁ

রাতগুলো নিশ্চুপে
  বলে কানে কানে।
নীরবের অবকাশে
    সাড়া দেয় মনে।।

 তারা যেথা ফুটফুটে
   জ্বেলে দেয় আলো।
রাত কহে  অভিমানে
     ঝরাই সে কালো।।
 
  আকাশের বাতি বুঝি
      মেঘ মাখে আদরে।
        বসন্তের রূপ ওঠে
        ঘুম স্যাঁকা চাদরে।।

এবার আলো জ্বালিয়ে করোনায় একতা দেখতে চান প্রধানমন্ত্রী

জুলফিকার আলি, 

  আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী করনা ভাইরাস মোকাবিলায় জাতির উদ্দেশ্যে একটা ভিডিও বার্তা দিয়েছেন। 5 th এপ্রিল রবিবার রাত 9 টায় বাড়ির সমস্ত আলো বন্ধ রেখে বাড়ির  দরজায়, বা ব্যালকনিতে দাঁড়িয়ে এবং কেউ বাড়ির বাইরে না গিয়ে।নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে মোমবাতি, প্রদীপ, টর্চ, বা মোবাইল এর ফ্লাস লাইট জালিয়ে 9 মিনিট এর জন্যে ভারত মাতার উদ্দেশ্যে উৎসর্গ করবো। এটার মূল উদ্দেশ্য হলো আমরা 130 কোটি ভারতবাসী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ আছি। আর আমরা কেউ ভয় পায় না। কেউ একা নয় আমরা সবাই সবার পাশে আছি। আমরা জিতবোই করোনা ভাইরাস কে হারাবোই। মানুষ এর জিত হবেই। এবং গোটা বিশ্বকে আমারাই দিশা দেখাবো। দয়া করে এখন কেউ রাজনৈতিক তরজা করবেন না।

করোনা সচেতনতায় প্রচারে পূর্বস্থলী প্রধান

শ্যামল রায়   
শুক্রবার ছিল লকডাউন এর ১২ তম দিন। এদিন করোনা ভাইরাস নিয়ে মানুষকে সতর্ক করার জন্য মাইক নিয়ে বের হয়েছিলেন পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ গাঙ্গুলী। তিনি প্রচার করতে গিয়ে জানিয়েছেন যে সবাইকে লকডাউন মেনে চলতে হবে যদি কেউ বিকেলে লকডাউন না মেনে বের হন তাহলে তাকে খুড়িয়ে খুড়িয়ে বাড়ি যেতে হবে এরকমটাই হুঁশিয়ার দিয়ে প্রচার সারলেন তিনি। প্রচারে জানিয়ে দিয়েছেন যে লকডাউন এ কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না একমাত্র বিশেষ প্রয়োজনে বেরিয়ে আবার বাড়িতে ঢুকে যেতে হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিকেলে বের হন তাহলে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি যেতেই হবে। কারণ করোনাভাইরাস হেটে হেটে তার নিজের বাড়িতে যাবে না বরং অন্যকেও করনা ভাইরাসে আক্রান্ত হলে তার থেকেই এই মারণব্যাধি ছড়িয়ে পড়তে পারে তাই সতর্ক তা দিয়ে মানুষকে সচেতন এবং সাবান দিয়ে হাত দেওয়ার কথা মাইকে প্রচার করছেন  গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাজার এবং গ্রামে গ্রামে। কোন আড্ডা নয় কোন জমায়েত নয় দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ সেরে ঘরে থাকার আহ্বান জানান তিনি। ইতিমধ্যে জনবহুল এলাকা থেকে তার পঞ্চায়েতের বিভিন্ন বাজার সরানো হয়েছে এবং বিভিন্ন মুদিখানার দোকান চত্বর গন্ডি।কেটে দেয়া হয়েছে যাতে মানুষ একসাথে না থাকতে পারে দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনার কথা বলা হয়েছে। এদিন পূর্বস্থলী রেল স্টেশন বাজারে মাইকে প্রচার করেছিলেন পঞ্চায়েত প্রধান পঙ্কজ গাঙ্গুলী। তিনি লকডাউন মেনে চলার পক্ষে জোরালো ভাবে প্রচার করেছেন বরং কেউ বের হলে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি যেতে হবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন।
যদিও পঞ্চায়েত প্রধানের এইরকম প্রচারে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন বলে এলাকা সূত্রে খবর। অনেকেই বলছেন প্রধান সাহেব হুঁশিয়ারি না দিয়ে অন্য ভাবে আমাদের সর্তকতা করলে আমরা অনেকেই খুশি হতাম। তবে পূর্বস্থলী এলাকায় দেখা গিয়েছে বাজারসহ স্বাস্থ্যকেন্দ্র বিভিন্নস্থানে যুবকদের ভিড় লক্ষ্যণীয়।

মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেমারিতে খাদ্য সামগ্রী বিলি

সেখ সামসুদ্দিন
 

মেমারি ১ ও ২ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিকের উদ‍্যোগে মেমারি পুরসভার ৯ নং ওয়ার্ডে গরীব মানুষদের ৩ কেজি করে চাল, ৪ কেজি করে আলু, মুড়ি, বিস্কুট ও সাবান দেওয়া হয়। এখানে ৪০ জনকে খাদ‍্যদ্রব‍্য দেওয়া হয়। একইভাবে বিকালে জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহভাপতি ও যুব সংগঠনের উদ‍্যোগে ৫ নং ওয়ার্ডেও একই খাদ‍্যদ্রব‍্য ১০৭ জনকে প্রদান করা হয়। গতকাল পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ১০ নং ওয়ার্ড কাউন্সিলার সুপ্রিয় সামন্ত গরীব মানুষদের খাওয়ানোর পাশাপাশি ওয়ার্ডের গরীব মানুষদের চাল, আলু, মুড়ি, বিস্কুট, সাবান দেন। উনি দুশোজনের হাতে এই খাদ‍্যদ্রব‍্য তুলে দিয়ে বলেন লকডাউন যদি বাড়ানো হয় আবারও গরীব মানুষদের এইভাবে খাদ‍্যসম্ভার তুলে দেব। আজ ভাইস চেয়ারম্যান  ৫নং ওয়ার্ডের ১২ টি পরিবারকে খাদ‍্য সহায়তা  দেন। আজকের দুপুরের খাবারে মাংস ভাতের ব‍্যবস্থা করা হয়েছিল এবং সেখানেও দুশোজন খাবার খেয়েছে। এই কর্মসূচিতে ভাইস চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সমাজসেবী শুভেন্দু গুহ, ছাত্র নেতা মুকেশ শর্মা, শিক্ষক ও সমাজসেবী সৌমিত্র সামন্ত সহ ওয়ার্ডের সদস‍্যবৃন্দ।

বর্ধমান লাইন্স ক্লাবের উদ্যোগে অভুক্তদের ডিমভাত

সুকান্ত ঘোষ

বর্ধমান শহরে লাইন্স ক্লাবের উদ্যোগে করোনায় অভুক্তদের খাওয়ার বন্দোবস্ত করা হয় এদিন। ক্লাবের তরফে আইনজীবী সঞ্জয় ঘোষ জানান - এহেন বিপদে আমরা সাধ্যমতো অভুক্তদের একবেলা আহারের আয়োজন করেছি              

করোনা পরীক্ষা করছেন হাঁসন বিধায়ক

তথাগত চক্রবর্তী, 
    সচেতনতা বাড়াতে  বিধায়ক  নিজেই ইম্ফেরেড থার্মোমিটার নিয়ে এলাকায়     মানুষ দেখলেই তাপমাত্রা পরীক্ষা করছেন বীরভূমের হাসনের বিধায়ক মিল্টন রসিদ।

সত্যজিৎ রায়ের সিনেমার নাম দিয়ে বিশেষ প্রতিবেদন


  সত্যজিৎ রায় এর সিনেমার নাম দিয়ে বিশেষ প্রতিবেদন।

করোনার ভয়ে *'অপুর সংসার'* তটস্থ। *'অপরাজিত'* থাকতে *'জলসাঘরে'* *'সীমাবদ্ধ'* থাকুন। বারবার *'ঘরে-বাইরে'* করলেই বিপদ। এমন কোনও *'পরশ পাথর'* বা *'দেবী'* নেই যা আপনাকে এই বিপদ থেকে বাঁচাবে, এমনকি *'জয় বাবা ফেলুনাথ'* বললেও কোনও *'নায়ক'* এগিয়ে আসবে না আপনাকে বাঁচাতে। এই বাজারে *'পোস্টমাস্টার'* ও বাড়িতে। সংসারে সুখের' *'সমাপ্তি'* ঘটিয়ে লাভ আছে? *'সদগতি'* করতেও কিন্তু কাউকে পাবেন না। করোনা নিঃশব্দ *"আগন্তুক"* এর মতো তার *"শাখা-প্রশাখা"* বিস্তার করেছে। এই *'জন অরণ্য'* তে করোনাকে হালকা *'প্রতিদ্বন্দ্বী'* হিসেবে নিলে ভুল করবেন। এখন *'পথের পাঁচালী'* গাইতে গাইতে *'সোনার কেল্লা'* বা' *'কাঞ্চনজঙ্ঘা'* না দেখতে যাওয়াই ভালো। *'সিকিম'* এর দিকটাতেও সমস্যা। এদিকে বাড়িতে থেকে থেকে ' *'চিড়িয়াখানা'* মনে হচ্ছে তো? কুছ পরোয়া নেহি, বাইরে বেরিয়ে লোকের ভিড়ে রোগ না ছড়িয়ে, *'গণশত্রু'* না হয়ে দুপুর বেলা *'হীরক রাজার দেশে'* বা *'গুপি গাইন বাঘা বাইন'* দেখুন। অকারণে *"অভিযান'* করতে গিয়ে রোগ বাঁধিয়ে সংসারে *'অশনি সংকেত'* ডেকে আনার মানে আছে মশাই? একটা কিছু ঘটে গেলে সংসারটাই
*'মণিহারা'* হয়ে যাবে যে। বরং এই কদিন *'অরণ্যের দিন রাত্রি'* কে ফুলে ফলে ভরে উঠতে দিন। আপনার
*'চারুলতা'* কে নিয়ে বাড়িতেই থাকুন। *'মহানগর'* এ ঘুরে না বেরিয়ে একটু ঘরে থেকে ধৈর্য্য ধরুন তবেই না বোঝা যাবে আপনি কত বড় *'শতরঞ্জ কে খিলাড়ি'*? এখানেই তো প্রমাণ হবে কে *'কাপুরুষ - মহাপুরুষ'*.

সংগৃহীত 

করোনা ভাইরাস সংক্রমণের এড়াতে মেমারির ক্ষুদে বিজ্ঞানীর মাস্ক

সেখ জাহির আব্বাস


 মারণ  করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক আবিষ্কার স্কুল পড়ুয়া দিগন্তিকার, বিজ্ঞানী মহলে  আলোড়ন।।  নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষ করে মাস্ক নিয়ে যখন চলছে  কালোবাজারি।  ঠিক সেই সময় করোনা ভাইরাস প্রতিরোধী অভিনব এক মাস্ক বানিয়ে ফেলল পূর্ব বর্ধমানের  মেমারী বিদ্যাসাগরস্মৃতি বিদ্যামন্দির – শাখা ২ এর একাদশ শ্রেণীর পড়ুয়া দিগন্তিকা বোস। ইতিমধ্যেই তাঁর এই  মাস্ক  ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কোভিড-১৯ সলিউশন চ্যালেঞ্জ এর অন্তর্ভুক্ত হয়েছে। অপরদিকে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনভেশন ফাউন্ডেশন ইন্ডিয়ার বিজ্ঞানীরা কিভাবে দিগন্তিকার এই মাস্ক কাজ করছে তা খতিয়ে দেখা শুরু করছে। দিগন্তিকা এর পোশাকি নাম দিয়েছে 'Pure air provider and virus destroyer mask'। উল্লেখ্য, ২০১৭ ও ২০১৮ সালে পরপর নতুন উদ্ভাবনের জন্য রাষ্ট্রপতি পুরষ্কার জয় করেছে দিগন্তিকা। এই বছরেই দিগন্তিকা তৈরী করে দুর্ঘটনারোধে চালককে নিয়ন্ত্রণ করার যন্ত্র। 

পরিবার সূত্রে জানা গেছে,এর আগে দিগন্তিকা যে সমস্ত আবিষ্কার তথা নতুন উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছে সেগুলি হল – ১) সুন্দরবনে জীবিকার তাগিদে যাঁরা জঙ্গলে যান, তাঁদের ব্যবহারের জন্য বিশেষ চশমা, যা ব্যবহারে মাথা বা ঘাড় না ঘুরিয়েই পিছন দিকও দেখা যায়। ২) ডাষ্ট কালেক্টিং এটাচমেন্ট ফর ড্রিল মেশিন। এটি যেকোন হ্যান্ড ড্রিল মেশিনের সামনে সহজে যুক্ত করে ড্রিল বা ফুটো করলে কোন ধুলো উড়বেনা। ধুলো একটি চেম্বারে জমা হবে। আর এজন্য কোন অতিরিক্ত বিদ্যুত খরচও হবেনা। ড্রিল মেশিন এর কম্পন থেকেই শক্তি গ্ৰহণ করে এই কাজ করতে সক্ষম। ৩) স্মার্ট সার্ভিক্যাল কলার - বারনৌলির সূত্র কাজে লাগিয়ে বিশেষ কারিগরি পদ্ধতিতে তৈরি কলার সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস রোগী পড়লে তাঁর প্রচণ্ড ঘাম বা অস্বস্তি হবে না। বস্তুত, এই সমস্ত আবিষ্কারের পর চলতি সময়ে করোনা নিয়ে গোটা বিশ্ব জুড়ে আতঙ্ক আর মৃত্যু মিছিলের মাঝেই দিগন্তিকা এই বিশেষ মাস্ক তৈরী করায় রীতিমত হৈ চৈ শুরু হয়ে গেছে। এই মাস্কের জন্য খরচ পড়বে মাত্র ২০০ টাকা।
নভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে বঙ্গকন্যার নয়া আবিষ্কার, গবেষণায়  নতুন দিক খুলে দেবে বলে আশাবাদী বিজ্ঞানীমহল। জানা গেছে,এই বিশেষ ধরনের মাস্ক, যা পরে প্রশ্বাস নিলে ধূলিকণা ও ভাইরাস মুক্ত বাতাস ফুসফুসে প্রবেশ করবে। অপরদিকে নভেল করোনা পজেটিভ কোনো ব্যক্তি পরলে তাঁর ত্যাগ করা নিঃশ্বাস ,হাঁচি , কাশি থেকে নির্গত ড্রপলেট এর মধ্যে থাকা করোনা ভাইরাস বা অন্য কোন ভাইরাসকে প্রতিনিয়ত নষ্ট করে দেবার ক্ষমতা রয়েছে এই মাস্কের। ফলে সংক্রমণের সম্ভাবনা কমে যাবে। এই মাস্কের দুটি অংশ। প্রথম অংশে রয়েছে দুটি একমুখী ভাল্ব এবং দ্বিতীয় অংশে রয়েছে দুটি আধার। প্রথমে প্রশ্বাস গ্ৰহণের বাতাস থেকে ধূলিকণা, জলকণাকে আটকে দেয় ও ভাইরাসের লিপিড প্রোটিনকে ধ্বংস করে বিশুদ্ধ বাতাস একমুখী ভাল্বের মধ্যে দিয়ে মাস্কের ভিতর দিয়ে ফুসফুসে যায়। আবার নিঃশ্বাস ত্যাগ করার সময় অন্য একটি একমুখী ভাল্বের মধ্য দিয়ে বেরিয়ে আর একটি আধারের ভিতরে প্রবেশ করে।ফলে ঐ আধারের মধ্যে বিশেষ প্রযুক্তি সাহায্য মাত্র কয়েক সেকেন্ডে ভাইরাসের লিপিড প্রোটিনের স্তরটি ভেঙে দেয়।তখন ভাইরাসটি নষ্ট হয়ে গিয়ে আর সংক্রমণ ঘটানোর ক্ষমতা হারিয়ে ফেলে। তাই, নভেল করোনা পজেটিভ ব্যক্তি এই মাস্ক পরলে তার থেকে নির্গত ড্রপলেটে আর ভাইরাসের অস্তিত্ব থাকবে না। তবে  দিগন্তিকার বাবা সুদীপ্তবাবু জানিয়েছেন, যেহেতু এটি  এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।তাই এখন দিগন্তিকার এই আবিষ্কার সম্পর্কে প্রকাশ্যে বেশি কিছু জানতে জানাতে চাই না
           

বলগনায় তিনশো পরিবার কে খাদ্য সামগ্রী বিলিতে বৃহন্নলাদের

আমিরুল ইসলাম
  
বৃহস্পতিবার সকাল বেলায়   ভাতারের বলগোনা বাজারের বৃহন্নলাদের উদ্যোগে ৩০০টি  পরিবারকে দেওয়া হলো খাদ্য সামগ্রী।করোনা   মোকাবেলায় পুলিশ প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় চালিয়ে যাচ্ছে জনজীবন কে ভালো করার  কাজ। পাশাপাশি যে সমস্ত মানুষ গৃহবন্দি রয়েছেন তাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন সরকার থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন। আজ ভাতারের বলগোনা বাজারে রয়েছে ৮ জন বৃহন্নলা। তারা দারিদ্র্য মানুষের পাশে দাঁড়ালো।  আজ  ৩০০ টি পরিবারকে দিলেন খাদ্য সামগ্রী মানুষ।আলু - চাল - নুন - সাবান প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেখানে।      
বলগনা পঞ্চায়েত সদস্য স্বপন মোদক জানান - "সরকারিভাবে বিভিন্ন সাহায্য করা হচ্ছে দারিদ্র্য মানুষদের ।আজ আমাদের বলগোনা বাজারের এই বৃহন্নলা গুলি যে সাধারণ গরিব মানুষের পাশে এসে দাঁড়ালেন, সত্যিই আমরা অবাক হয়ে গেছি । উনারাও যে ভাল মনের মানুষ হয় তা আজ প্রমান দিলেন"।


OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER