মঙ্গলবার, মার্চ ১৩, ২০১৮

গাইঘাটা মিলন মন্দিরে স্বাস্থ্য শিবির

সৈয়দ রেজওয়ানুল হাবিব

জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া গাইঘাটা ডি.পিসির উদ্যোগে বাগনা গাইঘাটা মিলন মন্দিরে ১৩ ই মার্চ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরন করা হলো৷স্থানীয়রা দলে দলে এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে এসে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ সংগ্রহ করেন।সাথে সাথে জে.আই,সির এই উদ্যোগ কে সাধুবাদ জানান।

ও জীবনযুদ্ধে লড়ছে

সুরজ প্রসাদ

বর্ধমান শহরের রথতলা এলাকার বাসিন্দা রাজদেব। সে রথতলা মনোহর দাস বিদ্যানিকেতন থেকে এবার পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার সেন্টার পড়েছে কৃষ্ণপুর হাইস্কুলে। রাজদেবকে পরীক্ষা দিতে নিয়ে আসা তার দাদু গোবিন্দচন্দ্র ধর জানান, রাজদেব ৭৫ % প্রতিবন্ধী। তার ডান হাত অসার, আঙ্গুল গুলি বাঁকা। শরীরের ডানদিক দিয়ে সে বলতে গেলে কিছুই করতে পারেনা। শুধু তাই নয় ছোটবেলাতেই সে হারিয়েছে মা কে। তাও মনের জোরকে সঙ্গী করে সে পড়াশুনা চালিয়ে যাচ্ছে। আজ সবার মতই সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে। লেখার ক্ষমতা নেই তাই এলাকার নবম শ্রেণীর ছাত্র সায়ন দাসকে রাইটার হিসাবে নিয়েই পরীক্ষা দিচ্ছে সে। পরীক্ষায় সফল হয়ে শিক্ষকতা করার লক্ষ্য তার।

ডাকাত সন্দেহে বর্ধমান থানার হাতে পাকরাও ৭

সুরজ প্রসাদ

ডাকাতির উদ্দেশ্যে জড়ো  হওয়া সাত দুস্কৃতিকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৬.৫ এমএম পিস্তল, তিনটি ওয়ানসার্টার, ১৩ টি কার্তুজ, ৮ টি মোবাইল,নগদ পাঁচ হাজার টাকা এবং ২৫ কেজি গাঁজা।  বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের পাশে গোদায় একটি  ঘরে ধৃত সাত জনে জড়ো হয়েছিল। পুলিশ  গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে গোদার ওই বাড়িটি ঘিরে ফেলে এবং সাত দুস্কৃতিকে ধরে ফেলে। গত তিন চার মাসে বর্ধমানের নেড়োদীঘি,পালিতপুর এবং বর্ধমানের শহরের  গোলাপবাগমোড় ও পাড়াপুকুর এলাকায় ছিনতাই হয়।ধৃত সাতজনই এই ছিনতাইয়ের সঙ্গে যুক্ত।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER