মোল্লা জসিমউদ্দিন
আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমানের আদি তৃনমূল নেতাদের একাংশ বিজেপিতে যোগদান করতে পারেন।গোলাম জার্জিস, খাদিম রায়, বাবলু মুখার্জী, সুশান্ত ঘোষ, বিকাশ চৌধুরী, বামাপদ মন্ডল, চঞ্চল গড়াই প্রমুখ নাম কানাঘুষো হিসাবে শোনা যাচ্ছে।মিথ্যা পুলিশি মামলায় ফেসে যাওয়ার আশংকায় এখনই দলবদল না করলেও লোকসভার ভোটে এইসব নেতাদের বড় অংশ বিজেপিতে যাবেই।
বিস্তারিত আসছে