শুক্রবার, অক্টোবর ২৭, ২০১৭

কোলাঘাটে গুলিবিদ্ধ যুবক

জাহাঙ্গীর বাদশা

শুক্রবার ভরসন্ধেয় কোলাঘাটে গুলিবিদ্ধ হল এক যুবক।এদিন ৬ নং জাতীয় সড়কে কোলাঘাট ব্রিজের ওপর ঘটনাটি ঘটেছে।খবর পেয়ে দেবব্রত ভট্টাচার্য নামের বছর তিরিশের ওই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে কোলাঘাট থানার পুলিস।জানা গেছে, ওই যুবকের বাড়ি হাওড়ার শ্যামপুরে।তবে থাকতো হুগলির চুঁচড়াতে।সেখানে একটি ডাকাতদলের সঙ্গে সে কাজ করতো।এদিন পৌনে ৬ টা নাগাদ কোলাঘাট ব্রিজের ওপর দাঁড়িয়ে সে কথা বলছিল ফোনে।সেই সময় কেউ বা করা গাড়িতে এসে খুব কাছ থেকে গুলি করে পালায়।স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধার করে।পুলিসের প্রাথমিক অনুমান ডাকাতদলের লোকেরাই এই খুন করেছে বলে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।ডাকাতির কোন ঘটনায় বখড়া নিয়ে বিবাদের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

মন্তেশ্বরে ক্ষতিপূরণের চেক বিলি

সেখ সামসুদ্দিন

পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা এলাকায় গত বোরো মরসুমে শিলাবৃষ্টিতে ক্ষতির কৃষকদের সহায়তা প্রদান অনুষ্ঠান ২০১৭-১৮ অনুষ্ঠিত হয় মন্তেশ্বর কিষাণ মান্ডিতে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি দেবু টুডু, মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা সহ অতিথিবর্গ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা চৌধুরী, মহঃ ইসমাইল, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গুফরাণা ইয়াসমিন, সহসভপতি স্বপন ঘোষ সহ কর্মাধ্যক্ষবৃন্দ, কৃষি আধিকারিক সহ বিভাগীয় কর্মীবৃন্দ। কৃষকদের ক্ষতি পূরণের চেক প্রদান অনুষ্ঠান ধারাবাহিক অঞ্চল ভিত্তিক চলবে, শুক্রবার তারই আনুষ্ঠানিক সূচনা করা হয়।

কোলাঘাটে কম্বল বিলিতে শুভেন্দু অধিকারী

শুক্রবার দুপুরে পশ্চিম মেদনীপুরের  কোলাঘাটে এক অনুষ্ঠানে দুঃস্থদের কম্বল বিতরণ করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।এদিন শতাধিক ব্যক্তিদের কম্বল দেওয়া হয়।

ছবি প্রতাপ চট্টপাধ্যায়

মিজোরামে জিতলো বাংলার মহিলা দল

নিলাদ্রী ঘোষ

জয় দিয়ে শুরু করল বাংলার অনুর্ধ ১৪ মহিলা স্কুল দলটি l শুক্রবার মনিপুরে অনুস্টিত জাতীয় স্কুল গেমের প্রথম খেলায় তারা শক্ত প্রতিপক্ষ মিজোরাম কে ৪-৩ গোলে হারাল l দুটি গোল করেন রূরালি বাউরী lআসানসোল শিল্পাঞ্চলের গর্ব অস্টম শ্রেনীর এই ছাত্রীটি খেলার সেরা নির্বাচিত হন l রূপালীদের প্রশিক্ষক নির্মল ভুঁই জানান - শুধু রূরালি নয় এই দলে বেশ কয়েক জন প্রতিভাবান মেয়ে রয়েছে lসঠিক ভাবে এগোলে এই মেয়েরা একদিন দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন l

কোতলপুরে শিক্ষকদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

এপশ্চিমবঙ্গ তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আহবানে কোতুলপুর তৃনমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচালনায় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়।শুক্রবার দুপুরে বাঁকুড়া জেলার কোতলপুরে এই অনুস্থানে ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।এলাকার বিদ্যালয় গুলিতে কিভাবে শিক্ষার মান উন্নয়ন আরও বাড়ানো যায়, সে নিয়ে আলোচনা চলে এদিন।এছাড়া সাংস্কৃতিক নানান অনুস্থান হয়।

কোতলপুরে রক্তদান শিবিরে মন্ত্রী শ্যামল

শুক্রবার দুপুরে বাঁকুড়া জেলার কোতুলপুর রুরাল সেবা নিকেতনে এক রক্তদান শিবির হয়।শতাধিক ব্যক্তি রক্তদান করেন।অনুস্থানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER