বুধবার, ডিসেম্বর ০৫, ২০১৮

নবদ্বীপ থেকে খোল এনে কীর্তনীয়াদের দিলেন কেস্ট

কৌশিক গাঙ্গুলি ,

বিজেপির  রথযাত্রার ঠিক আগেই আজ বীরভূম জেলার কীর্তনীয়াদের বিলি করা হলো ৪০০০ খোল ৮০০০ কর্তাল I যা অনুব্রত মন্ডল আগেই ঘোষণা করেছিলেন বীরভূম জেলার ১৯টি  ব্লকে বিলি করা হবে খোল কর্তাল সেইমতো বুধবার সে মত বেলা 11 টা নাগাত বোলপুর ডাকবাংলা মাঠে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে I  যেখানেই অনুব্রত মন্ডল দাঁড়িয়ে থেকে কীর্তনীয়া দের হাতে তুলে দিলেন  ৪০০০ খোল ও ৮০০০ হাজার কর্তাল I জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিলেন এবার কীর্তনীয়া দল দের দলের পক্ষ থেকে খোল কর্তাল দেওয়া হবে I সেই মতো নদীয়ার নবদ্বীপ থেকে খোল এবং মুর্শিদাবাদ জেলার খাগড়া থেকে কর্তাল আনা হয়েছে বীরভুমের বোলপুরে । লোকসভা নির্বাচনের আগেই বীরভূম জেলার 19 টি ব্লকে 4000 কীর্তনীয়া দের  একটি করে খোল ও একজোড়া খোল কর্তাল দেওয়া হলোl  বীরভূম জেলা তৃণমূল এর পক্ষ থেকে এর আগে একের পর এক কখনো ব্রাহ্মণ সম্মেলন তো, কখনো আদিবাসী সম্মেলন কখনো বা রাজপুত সম্মেলন করা হয়েছে I বোলপুরে ব্রাহ্মণ সম্মেলনে পুরোহিত দের হাতে গীতা নামাবলী এবং স্বামী বিবেকানন্দের ছবি উপহার দেওয়ার পাশাপাশি তাদের পেট পুরে ভোজনের ব্যবস্থা করা হয়েছিল I তৃণমূল সূত্রের খবর , প্রতিটি খোল এর দাম ৪ হাজার টাকা ও প্রতি জোড়া করতালের দাম  ৫০০টাকা , কীর্তনীয়া দের বিলি করার জন্য ইতিমধ্যেই প্রায় দুই কোটি টাকার খোল কর্তাল কিনেছে বীরভূম জেলা তৃণমূল এর পক্ষ থেকে, যা  বিলি করা হলো।এই খোল নিয়ে  কীর্ত্তন হবে গোটা পৌষ মাস পর্যন্ত বলে জানান ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER