রবিবার, মে ২০, ২০১৮

আসানসোল যাদব কমিটি হল

মোহন সিং

যাদব কমিটির নতুন কার্যকরী কমিটি গঠিত হল রবিবার। আসানসোলের কোর্ট মোড়ে আরএল প্লাজাতে এই যাদব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন স্বর্গীয় রামলক্ষন যাদবের স্ত্রী সুধা দেবী। এদিন কমিটি পরিচালনার পাশাপাশি আগামী দিনে সমাজের জন্য বেশ কিছু সেবামুলক কাজেরও পরিকল্পনা নেওয়া হয়

সুভাষনগড় পাড়ায় তৃনমূলের বিজয় মিছিল

সোমনাথ চক্রবর্তী

ময়নাগুড়ি সুভাষনগর পাড়ার তৃনমূল কংগ্রেস প্রার্থী সজল বিশ্বাস এবারের পঞ্চায়েত ভোটে জয়ী হওয়ায় রবিবার বিরাট বিজয় মিছিল বের করে সুভাষ নগর পাড়ার ১৬/৭৯ নং বুথ। ব্যান্ড  পার্টি, ঢোল সহকারে এ দিনের বিরাট বিজয় মিছিলে অংশ নেন সমাজের ৮ থেকে ৮০ সকল স্তরের মানুষ।চারিদিকে শুরু হয় আবির খেলা।
সুভাষ নগর পাড়ার বিজয়ী প্রার্থী সজল বিশ্বাস বলেন এই জয় মা মাটি মানুষের জয়।বিগত দিনগুলিতে এলাকায় যথেষ্ট উন্নতি হয়েছে এবার আরো উন্নতি হবে।এ বারে জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতিতে আমরা সবকটি আসনে জয়লাভ করেছি ফলে জনগনের মধ্যে আরো সহজেই উন্নয়নের ধারা পৌছানো সম্ভব হবে।

আক্রান্ত কে দেখতে হাসপাতালে বারাসাত সাংসদ

ওয়াসিম বারি

বারাসত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র কে নির্বাচনের দিন বিজেপি ও সিপিএম একসাথে লোহার রড ও লাঠি দিয়ে আক্রমন করে ।  শুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷এই আক্রান্ত দলীও কর্মী কে দেখতে হাসপাতালে যান বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ ডঃ কাকলি ঘোষদস্তিদার।

লালবাজারে শুটিং সারলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

মোল্লা জসিমউদ্দিন

লালবাজারে রবিবাসরীয় শুটিং সারলেন বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।আজ সকাল থেকে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যায় ঋতুপর্ণা কে।

পঞ্চায়েতে বিজেপির জয়ী প্রতিনিধিরা যেমন যাচ্ছেন শাসকশিবিরে, উল্টোটাও ঘটতে পারে

সুকান্ত ঘোষ

পঞ্চায়েত ভোটে বিজেপির একাংশ  জয়ী প্রার্থীরা রাজ্যের উন্নয়নকাজ করতে তৃনমূল কংগ্রেসে যোগদান করে চলেছেন।তবে তৃনমূল ছেড়ে জনপ্রতিনিধিরা বিজেপি মুখো হয়নি।এটা সাময়িক অধ্যায়।আসল দলবদলের খেলা শুরু হবে লোকসভার ভোটের মাসখানেক পূর্বে।যেভাবে রাজশক্তি কে পূর্ণ ব্যবহার করে শাসকদল ভোটে বিরোধীশূন্য করতে নেমেছিল।তাতে অনেক তৃনমূল নেতা - কর্মী বুঝে গেছেন যে, পুলিশ না থাকলে এই ঐতিহাসিক জয় আসতো না।তাই জঙ্গলমহল সহ বেশকিছু জেলায় যে জয় বিজেপি এনেছে।তাতে পরিবর্তনের পরিবর্তন শুরু হয়ে গেছে বলে অনেকেই মানছেন। তাই এইসব নেতা - কর্মী সর্বোপরি জনপ্রতিনিধিরা তলে তলে একদা তৃনমূলের মুকুল দার সাথে যোগাযোগ বাড়াচ্ছেন বলে প্রকাশ।তাই পঞ্চায়েত ভোটে বিজয়ী তৃনমূলদের একাংশ মাস খানেক পরে কি করেন?  তা নিয়েও সিঁদুরে মেঘ দেখছে শীর্ষ তৃনমূল নেতৃত্ব।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER