সোমবার, নভেম্বর ২০, ২০১৭

ডেঙ্গু নিয়ে ট্যাবলো নিয়ে প্রচার মেমারিতে

সেখ সামসুদ্দিন

ডেঙ্গু ভীতি পিছু ছেড়েও ছাড়ছে না। মেমারি পুরসভা মশা নিধনে কামান দেগেও মানুষের মধ্যে সঞ্চারিত ভীতি দূর করা যায়নি । ফলে মাসাধিক সময় ধরে পুরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এবং জ্বর হলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে ট্যাবলো সহযোগে মাইক প্রচার চালিয়ে যাচ্ছে।

posted from Bloggeroid

নেতুরপুর বিদ্যালয়ে নির্মলতা বজায় রাখতে সচেস্ট ক্ষুদে পড়ুয়ারা

শুভদীপ ঋজু মন্ডল

বাঁকুড়ার সারেঙ্গা এলাকার নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে পড়ুয়ারা সর্বদা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে তৎপর।প্রায় প্রতিদিনই নির্মল যুক্ত বিদ্যালয় গড়তে হাত লাগায় তারা।

posted from Bloggeroid

গঙ্গাজলঘাটি থানায় বেআইনী পোস্তচাষ নিয়ে পদযাত্রা

সাধন মন্ডল

সোমবার সকালে বাঁকুড়া জেলাপুলিশের পক্ষ থেকে বেআইনী পোস্তু চাষের বিরুদ্ধে সচেতনতা মিছিল হয় গঙ্গাজলঘাটি থানায়।বিভিন্ন সড়ক ধরে চলে এই পুলিশের পদযাত্রা।

posted from Bloggeroid

রানীবাঁধ এলাকায় পুলিশের কাবাডি খেলা চলছে

সাধন মন্ডল

বাঁকুড়া জেলাপুলিসের উদ্যোগে এবং রানীবাঁধ থানার পরিচালনায় কাবাডি প্রতিযোগিতা চলছে। পুলিশের এহেন ক্রীড়া উদ্যোগ জঙ্গলমহলবাসীদের নূতন দিশা দিচ্ছে।

posted from Bloggeroid

মদ না পেয়ে মদ্যপের আক্রমণ মালদার হোটেলে, জখম কর্মী

মানস দাস, মালদা

মদ না পেয়ে হোটেলের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠলো হোটেলে খেতে আসা এক খদ্দেরের বিরুদ্ধে।কোনো রকম পালিয়ে প্রাণে বাঁচলো ওই হোটেল কর্মী।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদার ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায়।আক্রান্ত ওই হোটেল কর্মী চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ব্যক্তি।থানায় অভিযোগ দায়ের করার পরই অভিযুক্তকে পাকড়াও করতে তদন্তে নেমেছে পুলিশ।জানা গেছে ,ইংরেজবাজার থানার কাটাগড় এলাকায় স্থানীয় বাসিন্দা সুধির ঘোষ নামক ব্যক্তির একটি ছোটখাটো খাওয়ারের হোটেলে রয়েছে।সেই হোটেলেই কাজ করেন নদিয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা রবি রায়(৫০)।রোজকার মতো রবিবার রাতেও হোটেল খোলা ছিল।অভিযোগ ,হোটেল মালিক সুধীর ঘোষের অবর্তমানে ছাক্কু ঘোষ নামে স্থানীয় এক ব্যক্তি হোটেলে ঢুকে মদ চায়।কিন্তু হোটেল কর্মী রবি রায় মদ নেই জানাতেই ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় হোটেল কর্মীকে বলে অভিযোগ।হোটেল কর্মী রবি রায়ের বাঁ হাতে এবং পায়ে অস্ত্রের কোপ

লাগে।রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে স্থানীয়রা। এরপর রাতেই স্থানান্তর করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।পরে আক্রান্ত কর্মী হোটেল মালিককে সঙ্গে নিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ছাক্কু ঘোষের বিরুদ্ধে।হোটেল মালিক সুধীর ঘোষ জানান,"হোটেলে মদ বিক্রি করেননা তিনি।তা সত্বেও হোটেলের কর্মীদের উপর কয়েক দিন ধরেই হামলা চালাচ্ছে দুস্কৃতিরা।এই রবি রায় গত প্রায় এক মাস ধরে আমার হোটেলে রান্নার কাজের সঙ্গে যুক্ত।তার ওপর এলাকারই ছক্কু ঘোষ হামলা করেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত উচিৎ শাস্তি দিক"।

posted from Bloggeroid

বাঁকুড়ায় জাতীয় সমবায় সপ্তাহ



৬৪ তম জাতীয় সমবায় সপ্তাহ উদযাপন হলো বাঁকুড়া জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে।উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER