বুধবার, আগস্ট ১৬, ২০১৭

মঙ্গলকোটে স্বাধীনতা দিবসে মন্ত্রী সিদ্দিকুল্লাহ

পারিজাত মোল্লা, মঙ্গলকোট: মঙ্গলবার সারাদিন ধরে মঙ্গলকোটে বিভিন্ন প্রান্তে ৭১ তম স্বাধীনতা দিবস পালনে নিজেকে মেলে ধরলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। সকালেই তিনি আসেন মঙ্গলকোটের নুতনহাট সংলগ্ন পদিমপুর বাইপাসে বিধায়ক অফিসে।সেখানে তিনি পতাকা উত্তোলন করার পর ভাল্ল্যগ্রামে আসেন তিনি।পিন্ডিরা,বেলগ্রাম, বুইচি, বাজারবনকাপাসী, গিধগ্রাম প্রভৃতি এলাকায় শয়ে শয়ে এলাকাবাসীদের নিয়ে স্বাধীনতা আন্দ্রোলনের বিভিন্ন পেক্ষাপট তুলে ধরেন।সেইসাথে মঙ্গলকোট বিধানসভা এলাকার দুশো কৃতি( মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তে স্টার পাওয়া) দের গড়ে পাঁচশো টাকা করে সর্বমোট একলক্ষ টাকা দেন তিনি।এছাড়া একটি সংস্থার তরফে পড়ুয়াদের শংসাপত্র তুলে দেন বিধায়ক।

পাশকুড়ায় পুন নির্বাচন

পাশকুড়ায় পুন নির্বাচন শান্তিতে।
ছবি জাহাঙ্গীর বাদশা

প্রতিবন্ধীদের দেবার জন্যে রাখা ট্রই সাইকেল ।গিভস নামক ট্রাস্ট এইগুলি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিতরণ করে


KSPC.BLOGSPOT.IN: মেমারীর জামিয়া শিক্ষাপ্রতিষ্ঠান

KSPC.BLOGSPOT.IN: মেমারীর জামিয়া শিক্ষাপ্রতিষ্ঠান: মেমারীর জামিয়া শিক্ষাপ্রতিষ্ঠানে ৭১ তম স্বাধীনতা দিবস পালিত হলো মহাসমারোহে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER