সোমবার, ডিসেম্বর ১৮, ২০১৭

খন্ডঘোষে কৃষি নিয়ে প্রচার

কৃষ্ণ সাহা

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কৃষি দপ্তর থেকে শাঁকারি ফার্মাস ক্লাব মেম্বারদের নিয়ে কৃষি সচেতনতা বিষয়ে একটি সাইকেল নিয়ে প্রচার করা হয়। শাঁকারি থেকে শুরু করে কেশবপুর, মোল্লা রড,কুঞ্জনগর,তেলুয়া হয়ে শাঁকা

রি তে এসে শেষ হয়।উপস্থিত ছিলেন কৃষি বিশেষজ্ঞ দিলূপ চক্রবর্তী, কৃষি অধিকর্তা ডা: অসীম ঘোষ, দেবশ্রী রায় প্রমুখ।

posted from Bloggeroid

বর্ধমানে পাশ্বশিক্ষকদের স্মারকলিপি

সুরজ প্রসাদ

পুর্ব ও পশ্চিম বর্ধমান জেলার পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের উদ্যোগে সোমবার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়। চাইন্ডকেয়ার লিভ ও পিতৃত্বকালীন ছুটি প্রদান, কর্মরত অবস্থায়

মৃত শিক্ষকদের পরিবারকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পোষ্যকে চাকরি সহ একাধিক দাবীতে এই কর্মসূচি নেওয়া হয়।

posted from Bloggeroid

বর্ধমান শহরে হেলমেট বিহীন বিজেপির বাইক মিছিল

সুরজ প্রসাদ

' সেভ ড্রাইভ সেফ লাইফ' কে তোয়াক্কা না করেই ফের বিজেপির বাইক মিছিল হলো ।গুজরাট ও হিমাচলে বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর উল্লসিত বিজেপি কর্মী সমর্থকরা বর্ধমান শহরে বাইক মিছিল করে। মাথায় হেলমেটের পরিবর্তে কর্মী সমর্থকরা দলীয় পতাকা বেঁধে শহরের জিটি রোডে বাইক মিছিল অংশ নেয়।ঘটনা টি নিয়ে নানান প্রশ্নচিহ্ন উঠেছে।

posted from Bloggeroid

খবর সংগ্রহে বর্ধমান জিআরপিএফের হাতে সাংবাদিক হেনস্থা


সুরজ প্রসাদ

সোমবার সকালে ট্রেনের মধ্যে দাবীদারহীন ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ালো বর্ধমান স্টেশনে।ঘটনার ছবি তুলতে গেলে রেলপুলিশের পক্ষ থেকে বাঁধা দেওয়া হয় সাংবাদিককে।রেলপুলিশ সূত্রে জানা গেছে,আপ উত্তরবঙ্গ এক্সঃ বর্ধমান স্টেশনে পৌঁছালে এস৯ কামড়ায় একটি দাবীদারহীন ব্যাগ দেখতে পান কয়েকজন যাত্রী।তারা টিটিকে ব্যাপারটি জানালে সন্দেহ হওয়ায় রেলপুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। রেল পুলিশ খবর পেয়ে বোমস্কোয়াডের সঙ্গে যোগাযোগ করে।বোমস্কোয়াড এসে তল্লাশি চালালেও ব্যাগ থেকে জামাকাপড় ও বইপত্র ছাড়া সন্দেহজনক কিছু মেলে নি।ব্যাগে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগটির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেস্টা করছে রেলপুলিশ।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শিয়ালদহ স্টেশন থেকে ব্যাগটিকে নিয়ে ট্রেনে উঠে কোনো কারণে ট্রেন ফেল করেন কোনো যাত্রী।তাতেই বিপত্তির শুরু।তবে এই ঘটনার প্রভাব রেলপরিষেবায় সেভাবে

পড়েনি।রেল পরিষেবা ছিলো স্বাভাবিক।এই ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান জনপ্রিয় একটি পোর্টালের সাংবাদিক সুরজ প্রসাদ।অভিযোগ তাকে খবর সংগ্রহে বাঁধা দেন কর্তব্যরত রেলপুলিশের কর্মীরা।

posted from Bloggeroid


বসিরহাটের চার্চে প্রি ক্রিসমাস ডে

বসিরহাটের স্বরুপনগরের একটি চার্চে প্রি ক্রিসমাস ডে পালিত হলো। 'স্বরুপনগর বার্তা' পত্রিকার কর্মকর্তা সৈয়দ রেজওয়ানুল হাবিব এই অনুস্থানের সূচনায় প্রদীপ জ্বালান অন্যান্যদের সাথে।

posted from Bloggeroid

বর্ধমান টাউনহলে লাইব্রেরী সংগঠনের সম্মেলন


সুরজ প্রসাদ

ওয়েষ্ট বেঙ্গল স্টুডেণ্ড অব লাইব্রেরী সায়েন্স অর্গানাইজেশনের সপ্তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমানের টাউনহলে। জেলা, মহকুমা ও গ্রামীণ লাইব্রেরীগুলিতে অবিলম্বে শৃণ্যপদে নিয়োগ করতে হবে।

অবসরপ্রাপ্ত গ্রন্থকারিকদের নিয়োগ করতে হবে ।এই দাবী রেখে রবিবার টাউন হলে সম্মেলন অনুষ্ঠিত হল। সভায় মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন

posted from Bloggeroid

বর্ধমানের তেজগঞ্জে তৃনমূলের রক্তদান শিবির

সুরজ প্রসাদ

বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা পরেশ দত্ত স্মরণে বর্ধমান শহরে তেজগঞ্জ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হল রক্তদান শিবির। শিবিরের উদ্বোধনন করেন বিধায়ক অলোক মাঝি, উপস্থিত ছিলেন কাউন্সিলর সনৎ বক্সী। উদ্যোক্তাদের তরফে মঙ্গল ভৌমিক জানান, মোট ৭০ জন এদিন রক্তদান

করেন যার মধ্যে ১০জন মহিলা। সংগ্রহ করা রক্ত বর্ধমান মেডিকেল কলেজ সংগ্রহ করে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে সারাবছর এই ধরনের কর্মকান্ডের সাথে তারা যুক্ত থাকেন।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER