বুধবার, সেপ্টেম্বর ০৬, ২০১৭

সংগঠন বাড়াতে বর্ধমান আসছেন কামরুজাম্মান

আগামী ১৭ সেপ্টেম্বর দুপুর ২ টোয় বর্ধমান শহরের পীরবাহারামের ইদ্রিশ মঞ্জিলে হাজি হাসিব আলমের বাড়ীতে আসছেন মুহাম্মদ কামরুজাম্মান।'সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন' এর রাজ্য সম্পাদক কামরুজাম্মান পুর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লক সম্পাদকদের নিয়ে সাংগঠনিক পরিধি নিয়ে পর্যালোচনা করবেন।জেলা সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম জানিয়েছেন - সংখ্যালঘু সম্প্রদায়ের বঞ্চনা অনুন্নয়ন নিয়ে সর্বদা সরব এই সংগঠনটি।
সংবাদ : মোল্লা জসিমউদ্দিন 

আদিবাসীদের স্মারকলিপি ঝাড়গ্রামে

আদিবাসীদের স্মারকলিপি ঝাড়গ্রামে

সঞ্জয় হালদার, ৬ সেপ্টেম্বর আদিবাসীদের সর্বোচ্চ সামাজিক নেতা (দিসম পারগানা) নিত্যানন্দ হেমব্রমের নেতৃত্বে পাঁচটি আদিবাসী সংগঠনের নেতারা ঝাড়গ্রামের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিলেন। আদিবাসীদের এই কর্মসূচি নিয়ে তটস্থ ছিল পুলিশ-প্রশাসন। গোয়েন্দা সূত্রের দাবি, আদিবাসীদের এই আন্দোলনকে হাতিয়ার  করে ফায়দা তুলতে চায় কিছু গোষ্ঠী। এক দুটি রাজনৈতিক দলেরও  ইন্ধন রয়েছে। তাই এদিন ঝাড়গ্রাম শহরের সর্বত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল। আদিবাসীরা জেলাশাসকের দপ্তরের সামনে ঘেরাও বিক্ষোভ করতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসন সেই অনুমতি দেয়নি। তাই জামদা সার্কাস মাঠে বিক্ষোভ জমায়েত করেন প্রায় দশ হাজার আদিবাসী।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া স্মারকলিপিতে মূলত, সাঁওতালি শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, আদিবাসীদের সামাজিক নিরাপত্তা, একলব্য স্কুল সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের, আদিবাসী পার্শ্বশিক্ষকদের বিএড, ডিএলএড প্রশিক্ষণের ব্যবস্থা করা-সহ ৮ দফা দাবি জানানো হয়েছে। এদিন বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য থেকে আসা আদিবাসী নারী-পুরুষরা তির-ধনুক-টাঙ্গি-বল্লম-তলোয়ার নিয়ে মিছিল করে জামদার মাঠে জমায়েত করেন। সেখানে এক সভায় রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেন আদিবাসী নেতারা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER