শুক্রবার, মে ১৮, ২০১৮

তিন কন্যাশ্রী মেখলিগিঞ্জে জিতে তাক লাগালো

গৌতম সরকার

চ্যাংড়াবান্ধা,জীবনের প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাজিমাত করলেন কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট গ্রামপঞ্চায়েতের তিন কন্যাশ্রী প্ৰার্থী।এই গ্রামপঞ্চায়েতের তিনটি আসনে এবার তৃণমূলের টিকিটে লড়েছিলেন তিন কন্যাশ্রী প্রার্থী সীমা মন্ডল,শান্তনা অধিকারী এবং এবং মমিতা রায়।তারা তিনজনই কন্যাশ্রী প্রাপক।বৃহস্পতিবার বার ফল ঘোষণার পরেই দেখা যায় তিন কন্যাশ্রী প্রার্থী বিপুল ভোটে জয়ী হন।ফল প্রকাশের পর তার বলেন এই জয় কন্যাশ্রীর জয়।মুখ্য মন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পের সুবিধা পেয়ে তারা নিজেরা যেমন খুশি তেমনি এই প্রকল্প খুবই যথাযথ বলে তারা মনে করেন।মা মাটির মানুষের সরকারের কাজে উদ্বুদ্ধ হয়ে তারা জীবনের প্রথমবারই তৃণমূলের টিকিটে লড়াইয়ে নামেন।মানুষ তাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।তাই মানুষের উন্নয়নের জন্য কাজ করাই তাদের অন্যতম লক্ষ্য বলে জানান।জানাগেছে সীমা ৩৮৫ ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্ৰার্থীকে হারিয়েছেন।শান্তনা জয়ী হয়েছেন ৪৫০ ভোটে।অন্যদিকে ২৪২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মমিতা রায়।১৩ আসন বিশিষ্ট এই রানীরহাট গ্রাম পঞ্চায়েতে ১২ টি আসন তৃণমূলের দখলে গিয়েছে।১ টি আসনে বিজেপি জয় পায়।গ্রামপঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান দুটি পদই তফসিলি মহিলা সংরক্ষিত।তৃনমুল সূত্রের খবরানুযায়ী এই তিন কন্যাশ্রী প্রার্থী এই দুটি পদের জোরালো দাবিদার।তিন কন্যাশ্রী প্রাপকের মধ্যে শান্তনা বিবাহিতা।বাকী দুজন কলেজ পড়ুয়া।অর্থাৎ একজন সংসার সামলে ও বাকি দুজন পড়াশোনা সামলে ভোটের ময়দানে নেমে সফল হয়েছেন।এই সফলতাকে মানুষের জন্য কাজে লাগাতে চায় এই তিন কন্যাশ্রী।তাদের নিকট প্রত্যাশাও রয়েছে অনেকের।এই তিন প্ৰার্থীর জয়ে দারুন খুশি স্থানীয় তৃনমুল কংগ্রেস নেতৃত্বও।দলের রানীরহাট অঞ্চল কমিটির সভাপতি উৎপল রাউৎ বলেন" সত্যিই এই তিন কন্যাশ্রী আমাদের দলের গর্ব।"

স্বরুপনগরে সবুজময় সাফল্য

সৈয়দ রেজওয়ানুল হাবিব

স্বরূপনগরব্লকে ১০টি পঞ্চায়েত এর মধ্যে ৯টি, পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ২৯টি এবং ১৩,১৪,ও ১৫নং জিলা পরিষদ আসনে তৃনমুল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়.| এককথায় স্বরূপনগর ব্লকে সবুজের উল্লাস চলছে।বিজয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন বিডিও বিপ্লব বিশ্বাস সাথে ছিলেন জয়েন্ট বিডিও তাপস কুমার সহ অন্যরা।

বাদুড়িয়া তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েতি সাফল্য

সৈয়দ রেজওয়ানুল হাবিব


বাদুড়িয়া তৃনমুল কংগ্রেসের নেতা ও পৌরসভার পৌরপ্রধান তুষার সিংহের প্রচেষ্ঠায় ৩টি জেলা পরিষদই দখল করল তৃনমুল কংগ্রেস। এরই মধ্যে ১৮নং জেলা পরিষদ আসনে ২১৯৯০ জয়লাভ করলেন প্রার্থী মমতাজ খাতুন।এই প্রথম বাদুড়িয়া তৃনমুল কংগ্রেসের ব্যাপক জয়লাভ হল।তাকে নির্বাচনে জয়লাভের পর শংসাপত্র প্রদান করেন বাদুড়িয়া বিডিও ত্রিভুবন সাহেব৷ সাথে ছিলেন জয়েন্ট বিডিও পার্থ সারথি ঘটক, বিশিষ্ঠ কবি জনাব আমির আলি, বাদুড়িয়া টাউন তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি গৌতম গুপ্তা, ব্লক সংখ্যালঘু সভাপতি আশিক বিল্লা, ব্লক টি.এম.সির সভাপতি নাজিবুর রহমান সহ অন্যরা ৷

নানুরের কাজল থাকবেন কেষ্টর পাড়ায়, নৈপথ্যে নানুর সিআই?

মোল্লা জসিমউদ্দিন

সুকান্ত ঘোষ

চারিদিকে এত হানাহানি, তারই মাঝে শান্ত বীরভূমের নানুর।বছর এক পূর্বেও কোন নির্বাচন এলে দুই থেকে পাঁচটা লাশ পড়ত এখানে।আর এখন গ্রামবাংলার পঞ্চায়েত ভোটেও একফোঁটা রক্ত ঝড়েনি।কি এমন পরিস্থিতি যে অনুব্রত মন্ডল বনাম কাজল সেখের লড়াই থমকে গেলো।এমনকি নানুরের কাজল সেখ বোলপুরে কেষ্ট মোড়লের  পাড়ায় পাকা বাড়ী বানাচ্ছে থাকবার জন্য!  হ্যা এইসবের পেছনে রয়েছেন নানুর - লাভপুরের সিআই দেবাশীষ ঘোষের অবদান। দেবাশীষ বাবু ইতিপূর্বে লাভপুর - মহম্মদবাজার - অন্ডাল ( জিআরপি) , হাওড়া (জিআরপি), বোলপুর থানায় পুলিশি দক্ষতা দেখিয়ে প্রশংসিত হয়েছেন।লাভপুরে ওসি থাকাকালীন ৫২ প্রজাতির আমগাছ থানা চত্বরে লাগিয়ে 'গাছ প্রেমিক' ওসির সুনাম অর্জন করেছিলেন রাজ্যপুলিশ মহলে।নানুরে প্রায় একবছর সিআই পদে এসে কাজল সেখ এবং অনুব্রত মন্ডলের 'দূত' হিসাবে কাজ করে গেছেন এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা বজায় রাখতে।সুত্রে প্রকাশ তৃনমূলের শীর্ষ নেতৃত্ব নানুর এলাকাটি কে তিনভাগে নেতৃত্ব ভাগ করে দিয়েছে।কাজল সেখ - গদাধর হাঁজরা এবং সুব্রত ভট্টাচার্য দের মধ্যে চার থেকে পাঁচটি পঞ্চায়েত দেখভালের জন্য দেওয়া হয়েছে।অসমর্থিত সুত্রে খবর রাজ্যের মুখ্যমন্ত্রী নানুর থানার ওসি কে এই বার্তা দিয়েছেন প্রায় ছয়মাস পূর্বেই।যাইহোক নানুর সিআই দেবাশীষ ঘোষের সৌজন্যে সূচপুর গণহত্যা খ্যাত নানুরে আজ হিংস্বা হানাহানি নেই, এতে খুশি নানুরবাসি।সেইসাথে সীমান্তবর্তী মঙ্গলকোট - কেতুগ্রাম এলাকার বাসিন্দারাও।

গাইঘাটা ব্লকে ভোটের রায়

ওয়াসিম বারি

গাইঘাট ব্লকের পঞ্চায়েত ভিত্তিক ফলাফল |

1) সুটিয়া পঞ্চায়েত ।মোট আসন-25. TMC-13. BJP-12.  2)ধর্মপুর-(2)মোট আসন-16-- BJP-8. TMC-6. ND-2. 3)জ লেশ্বর -(1) মোট আসন-14. TMC--6. BJP--6. ND--2.  4)রামনগর- মোট-18. TMC--15. . BJP--2., , Cong-1.  5)ঝাউডাঙ্গা-- মোট--18. TMC-17. BJP--1.   6)ইছাপুর-(2) মোট- আসন-18. TMC-10. BJP-7. ND-1.  7)শিমুলপুর- মোট আসন-20.  TMC--13. BJP--7. , 8)ধর্মপুর -(1) মোট আসন--15. TMC--8. BJP--3. বিজেপি সমর্থিত নির্দল--4. 9)ফুলসরা- মোট আসন--19. TMC--11. BJP--6.   ND-2.  10) জলেশ্বর --(2) মোট আসন--14.  TMC-11. BJP-2.  নির্দল-1. 11)ডুমা-মোট- আসন-24. TMC-14. BJP-10. 12)চাঁদপাড়া,  মোট-26. TMC-17. BJP-6. CPM-2, নির্দল-1. -13)হছাপুর (1) মোট আসন-14.  TMC-10. BJP-3. CPM-1.

বাগদার পঞ্চায়েত ফল

ওয়াসিম বারি

বাগদা ব্লক এর পঞ্চায়েত ভিত্তিক ফলাফল |

রনঘাট গ্রাম পঞ্চায়েত (24)               TMC -11 ,BJP -9 ,ND-1, CPM-3
বাগদা গ্রাম পঞ্চায়েত (21)           TMC -16 ,ND-2,BJP -2 ,CON -1
হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত     (17)        TMC-12   ,BJP-5
বায়রা গ্রাম পঞ্চায়েত -(22)         TMC -18 ,BJP -3 ,ND-1
সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত (26)           TMC -11 ,BJP -13,ND-2
কোনিয়ারা ২ নং গ্রাম পঞ্চায়েত -(15)                          BJP -9 ,TMC -3,CONG -1 ,CPM -1
অষারু গ্রাম পঞ্চায়েত -(24)            TMC -14,BJP -5 ,CPM-4,ND-1

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER