এনআরসি নিয়ে সারাদেশে যখন অস্থিরতা চলছে।ঠিক তখনি ভোটার কার্ডে লিংক আপডেট করবার মত জনস্বার্থ কাজ করার জন্য এগিয়ে এল এক সংখ্যালঘু সংগঠন। গত সপ্তাহ থেকে হাওড়া জেলার বিভিন্ন এলাকায় ভোটার কার্ড লিংকের কাজ করে চলেছে 'প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশন'। আজও বিভিন্ন প্রান্তে তারা এই কম্পিউটার জনিত শিবির চালিয়েছে এবং এখনও লাগাদার চলবে বলে জানা গেছে। হাওড়া জেলা জুড়ে বিভিন্ন ব্লকে প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ মানুষের সুবিধার্থে জেলা সভাপতি ফাইজুল হাসান এর নেতৃত্বে ভোটার কার্ডের লিংকেজ এর কাজ চলছে। সংগঠনের রাজ্য সভাপতি সিয়ামত আলী বলেন - "আমরা শিক্ষা স্বাস্থ্য সেবা সম্প্রীতি এই সমস্ত বিষয় নিয়েই আমাদের সংগঠন সারা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মকাণ্ড করে চলেছে।যার মূলমন্ত্র মানবসেবায় অধিকার রক্ষায় এগিয়ে আসি আমরা সবাই। যার প্রতিফলনে এই কাজ করা হচ্ছে"। জেলা সভাপতি ফাইজুল হাসান বলেন - "সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ও মানুষের মধ্যে আমাদের সংগঠনের সেবামূলক কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য আমরা হাওড়া জেলা জুড়ে ভোটার কার্ড লিঙ্ক এর কর্মসূচি পালন করছি। কোথাও রক্তদান শিবির আবার কোথাও চক্ষু পরীক্ষা শিবির আবার কোথাও দুস্থ অসহায় মানুষদের বিভিন্ন বস্ত্র প্রদান সহ কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। সঙ্গে সহযোগিতা করছেন ইউসুফ লস্কর ,মন্টু মল্লিক, শামীম মন্ডল, মশিউর রহমান, জামাল শেখ ,তোহা শেখ, সাজিদ গায়েন, শহিদুল ইসলাম মল্লিক, মেহেবুব লস্কর, মোরসালিন মোল্লা, শরিফুল ইসলাম প্রমুখ"।
সোমবার, নভেম্বর ১৮, ২০১৯
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...