সোমবার, মার্চ ০৫, ২০১৮

বাঁকুড়ার হারমাসড়াতে সাহিত্যিক অদ্বৈত রায়ের জন্মদিন পালন

সাধন মন্ডল

বাঁকুড়ার হাড়মাসড়া গ্রামের বিশিষ্ট সাহিত্যিক গল্পকার অদ্বৈত রায় এর ৭৮ তম জন্মদিন পালন করল সাংবাদিক সম্পাদকদের আড্ডা নামে একটি হোয়্যাটস অ্যাপ গ্রুপ।আজ বিকেল তিনটায় কবির বসতবাটীতে অনুষ্ঠানটি হয়।  গ্রুপের পক্ষ থেকে কবিকে সংবর্ধনা দেওয়া হয়।অবসরপ্রাপ্ত শিক্ষক কালাচাঁদ রায়,অবসরপপ্রাপ্ত বিচারপতি গুরুপদ রায়,, অবসরপ্রাপ্ত  শিক্ষক রঞ্জিতচক্রবর্তী,সহ এলাকার প্রায় চল্লিশ জন কবি ও সাংবাদিক বন্ধু।উপস্থিত সকলেই কবির দীর্ঘায়ু কামনা করে কবিতা ও গল্প পাঠ করেন।জন্মদিন  পালন নয় যেন কবিতা পাঠের আসর বসেছিল।

গাড়ীর গতিবেগ কম করতে বলায় মালদা শহরে মারধোর

মানস দাস,মালদা

দ্রুত গতিতে মোটর বাইক চালাতে বারণ করায় বাইক আরোহীদের হাতে আক্রান্ত দুই যুবক। ঘটনাটি ঘটেছে, রবিবার গভীর রাতে মালদা শহরের এন এস রোড এলাকায়। আহতদের ভরতি করা হয়েছে  মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।  আক্রান্তরা অভিযুক্তদের চিনতে না পারলেও অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজ বাজার থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম অনিরুদ্র ঘোষ(২৮) এবং সুমন বক্সি(১৯)। বাড়ি মালদা শহরের দুই নং গভঃ কলোনী এলাকায়। রাতের শহরে দুস্কৃতিদের হামলায় দুই যুবক আক্রান্ত হওয়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পরেছে পুলিশ। নেতাজিমোর সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটায় শহর জুরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাতে মালদা শহরের সুকান্তমোর থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন অনিরুদ্র ও সুমন। এন এস রোডের কাছে পৌছাতেই দ্রুত গতিতে কয়েকটি বাইক পাস কাটিয়ে যায়। বাইক ধীরে চালানোর কথা বলতেই বাইক আরোহীরা বেধরক মারধোর দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করেন। তবে কে বা কারা কি কারনে হামলা চালালো তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্তরা অধরা।

নলহাটিতে অনুকূল ঠাকুরের আবির্ভাব তিথি পালনে সুপ্রীম কোর্টের প্রাত্তন বিচারপতি

তথাগত চক্রবর্তী

শুরু হল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ১৩০ তম আবির্ভাব দিবস। বীরভূমের নলহাটি থানার নবহিমাইতপুর গ্রামের আশ্রমে ওই অনুষ্ঠান চলবে সোমবার রাত্রি পর্যন্ত। মুর্শিদাবাদ সীমান্তের নলহাটির নব হিমাইতপুর এক সময় কৃষ্ণপুর গ্রাম নামে পরিচিত ছিল। ঠাকুরের ভক্ত ওই গ্রামের বাসিন্দা বিভাস চন্দ্র অধিকারী অনুকূল ঠাকুরের জন্মভূমি বাংলাদেশের হিমাইতপুর গ্রামের আশ্রমের এক টুকরো ছবি তুলে নিয়ে আসেন কৃষ্ণপুর গ্রামে। কয়েক কোটি টাকা খরচ করে সেখানে গড়ে তোলেন ঠাকুরের বাংলাদেশের আশ্রম। তারপর থেকেই গ্রামের নাম হয়ে যায় নব হিমাইতপুর গ্রাম। সেই গ্রামেই শনিবার থেকে শুরু হয়েছে ঠাকুরের আবির্ভাব উৎসব। শনিবার সকালে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যীশু, মহম্মদ, মহাপ্রভু, রামকৃষ্ণ, অনুকূল চন্দ্রের প্রতিকৃতি সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই শোভাযাত্রায় ছিল পুরুলিয়ার ছৌনাচ, গম্ভীরা, বাউল, কীর্তন সহ ভক্তিগীতি। শোভাযাত্রা সকালে বেরিয়ে মুর্শিদাবাদের পাঁচগ্রাম, কুলি, বীরভূমের তারাপীঠ, রামপুরহাট, নলহাটি শহর ঘুরে সন্ধ্যায় নব হিমাইতপুর গ্রামে পৌঁছয়। সন্ধ্যায় ভক্তিগীতি পরিবেশন করেন মনোময় ভট্টাচার্য। রবিবার সকালে ঊষাকীর্তনের মধ্য দিয়ে ঠাকুরের আবির্ভাব তিথি পালিত হয়। মহাযজ্ঞের মধ্য দিয়ে এদিন ঠাকুরের আবির্ভাব তিথি পালন করা হয়। ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধনাপীঠের চেয়ারপার্সন বিভাস চন্দ্র অধিকারী বলেন, “ঠাকুর কখনও জাতি নিয়ে ভেদাভেদ করেননি। তিনি বলে গিয়েছেন ‘ধর্ম কখনও বহু হয় না, ধর্ম এক। ঠাকুরের সেই বাণী দিকে দিকে ছড়িয়ে দিতেই আমাদের এই অনুষ্ঠান। যদি মানুষের মধ্যে কিছুটা তার প্রভাব ফেলতে পারি তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠবে”। অনুষ্ঠান উপলক্ষে আশ্রম চত্বরে তিনদিন ধরে রয়েছে পঙক্তিভোজের আয়োজন। প্রতিদিন হাজার দশেক মানুষ পাতেপাত পেরে ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন কে জি বালাকৃষ্ণান।

কোচবিহার ১ ব্লকে রাস্তা উদ্বোধনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

শিখা ধর

সোমবার কোচবিহার ১ নং ব্লকে পাঁচটি রাস্তার কাজের শুভারম্ভ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।অনুদান গুলি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে অনুমোদন প্রাপ্ত বলে প্রকাশ।

১৪ মার্চ মঙ্গলকোটে প্রতিবন্ধী সনাক্তকরণ শিবির

মোল্লা জসিমউদ্দিন

আগামী ১৪ মার্চ মঙ্গলকোট ব্লক হাসপাতালে এলাকার প্রতিবন্ধীদের নিয়ে সনাক্তকরণ শিবির হচ্ছে।ওইদিনই প্রতিবন্ধীদের শারীরিক শংসাপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএমওএইচ ড: প্রণয় ঘোষ।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER