মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

শ্বাশুড়ি খুনে গ্রেপ্তার গুনধর জামাই

কৌশিক বড়ুয়া
  
 গত  ৭ অক্টোবর দুর্গাপুরে মহিলার নগ্ন মৃতদেহ উদ্ধারের পর প্রথম পুলিশ তদন্তে নেমে প্রশান্ত ব্যানার্জি  নামক মিতার ভাইপোকে গ্রেপ্তার করে।  সে জেরায় স্বীকার করে  খুনের পর ধর্ষণ করে  এবং তার সাথে যুক্ত ছিল তার মেজ  জামাই কাঞ্চন অধিকারী। পুলিশ খোঁজ চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার দুপুরে  দুর্গাপুর মহকুমা আদালতে পাঠায়। পুলিশ কাঞ্চন অধিকারী কে নিজেদের হেফাজতে নিয়ে খুনের কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। কি কারনে এই খুন, সম্পত্তি হাতানো কি ছিল?  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ

হাতির হানায় জখম ৫ কৃষক

সঞ্জয় হালদার
 জমির ফসল রক্ষা করতে গিয়ে হাতির হানায় আহত পাঁচ কৃষক।
 বাঘমুন্ডীর বুকাডি এলাকায় একদল হাতি। সারাদিনব্যাপী গভীর জঙ্গলে তাদের আত্মগোপন ও সন্ধ্যের অন্ধকার নামলেই শুরু হয় ঐ হাতির দলের আক্রমন, দলমার দলছুট তিনটি হাতি যেন এই এলাকার মানুষের  ত্রাস হয়ে উঠেছে। ধান বাদেও অন্যান্য ফসলের ক্ষয়ক্ষতি করছে, 
  বাধ্য হয়ে এলাকায় গ্রামের কৃষকেরা জোটবদ্ধ হয়ে রাত পহরার ব্যবস্থা নিয়েছেন। তাতেও কোনো লাভ হচ্ছে না তাদের উল্টে ঐ হাতিদের হাতে আক্রান্ত হচ্ছেন কৃষকেরা। সোমবার ভোর রাতে হাতির হানায় আহত পাঁচ জন কৃষক । ঘটনা পুরুলিয়ার বাঘমুন্ডী থানার বুকাডি গ্রামের। জানা যায় ঐদিন গভীররাতে নিজেদের চাষের জমির ফসল রক্ষার দায়িত্ব ছিল কয়েকজন কৃষকের হাতে হটাৎ ঐ তিনটি হাতি মাঠের ফসল খেতে শুরু করে, তখনই রাত পাহারায় থাকা চাষীরা হাতি তাড়াতে গেলে ঘটে অঘটন একের পর এক চাষীকে হাতি তুলে আছড় মারে। ঘটনায় মোট পাঁচজন  আহত হয়েছেন। পরে তাঁদের প্রত্যেকে  হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের  আহত ব্যক্তিকে চিকিত্সকেরা প্রাথমিক চিকিৎসার পর ছেড়েদেন ও দুইজন গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার অবনতি থাকায় পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতলে চিকিৎসার জন্য পাঠান।  তবে দপ্তরের পক্ষে আহতদের চিকিত্সা ও ক্ষতি পূরণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়। এবং বনকর্তাদের বক্তব্য যে ঐ তিনটি হাতির দলকে পুনরায় পাশের রাজ্য ঝাড়খন্ডের দলমার জঙ্গলে ফেরৎ পাঠানোর সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান । বর্তমানে হাতির ভয়ে আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER