শুক্রবার, এপ্রিল ১৩, ২০১৮

বাগদায় বিএসএফের হাতে অস্ত্র উদ্ধার


ওয়াসিম বারি

পঞ্চায়েত ভোটের আগে বিএসএফ এর অগ্নেয় অস্ত্র উদ্ধার  বাগদায় ৷গতকাল রাতে বিএসএফ এর ২৩ নম্বর ব্যাটেলিয়ন এর জওয়ানেরা বাগদা থানার বয়রা কুলনন্দপুর এলাকা থেকে ৩টে পিস্তল ৪ রাউন্ড গুলি উদ্ধার করে । সন্দেহ জনক যুবক কে জিগ্যাস করতেই অস্ত্র বোঝাই ব্যাগ ফেলে পালিয়ে যায় ৷

মাধ্যমিক কান্ডে অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবিতে ময়নাগুড়ি বিডিও কে স্মারকলিপি

সোমনাথ চক্রবর্তী

শুক্রবার ময়নাগুড়ি বিডিও অফিসে নাগরিক চেতনা কমিটির পক্ষ থেকে সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের শাস্তির দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।উল্লেক্ষ গত ২৩শে মার্চ হাইস্কুলের প্রধান শিক্ষক ও আরো ৬ জনকে পর্ষদ অফিসে ডেকে নিয়ে গিয়ে জেরা করা হয়।সেদিন পর্ষদ সভাপতি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন আগামী সপ্তাহে পর্ষদ সির্দ্ধান্ত জানিয়ে দেবে। তার পর ৩ সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও পর্ষদসভাপতি আশ্চর্যজনক ভাবে নিরব।এর পর গতকাল একটি দৈনিক সংবাদ পত্রে প্রকাশিত খবরে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে।এসব কারনে এ দিন নাগরিক চেতনা  পক্ষ থেকে বিভিন্ন দাবিতে যেমন ময়নাগুড়ি সুভাষ নগর হাইস্কুলের প্রশ্নপত্র কেলেঙ্কারি ঘটনা ধামাচাপা দেওয়া চলবে না।বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষিদের শাস্তির ব্যবস্থা করতে হবে।শিক্ষক বিশ্বজিৎ রায় ও অন্যান্য প্রতিবাদী ব্যক্তিদের নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে হবে।অবিলম্বে এই স্কুলের পঠন পাঠন স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে হবে।

মঙ্গলকোটে শ্বশুরবাড়ীতে বধূ খুন

সুকান্ত ঘোষ

শুক্রবার সকালে মঙ্গলকোটের নবগ্রামে রুমু মাঝী (১৭) নামে এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য দেখা যায়।গোতিস্টার স্বর্গীয় রবি মাঝীর মেয়ে রুমুর সাথে নবগ্রামের তাপস মাঝীর বিয়ে হয় নয়মাস পূর্বে।পণের জন্য শারীরিক ও মানসিক অত্যাচার চলত। মৃতার মা  এবং এক মানসিক ভারসাম্যহীন ভাই রয়েছে।অভিযোগ শ্বশুরবাড়ীর লোকেরা শ্বাসরোধ করে দেহ ঝুলিয়ে দেয়।

কাটোয়া শহরে স্কুলবাস নিয়ন্ত্রন হারিয়ে ঢুকলো মিস্টির দোকানে


শ্যামল রায় বর্ধমান

বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ায় আহত হলেন পড়ুয়ারা। জানা গিয়েছে যে স্কুলের পাচ পড়ুয়া আহত হয়েছেন এর মধ্যে একজন ছাত্রের হাতে প্রচণ্ড আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। স্থানীয় কাটোয়া মহকুমা হাসপাতালে আহতদের চিকিৎসা করা হয়েছে।
জানা গিয়েছে এদিন স্কুল বাসটি বাড়ি বাড়ি থেকে ছাত্রদের গাড়িতে তুলছিল।
হঠাৎ করে কাটোয়া শহরের বারোয়ারি তলায় পড়ুয়াদের তুলতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিষ্টির দোকানে ধাক্কা মারে।
বাসের ধাক্কায় মিষ্টির দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন মিষ্টির দোকানের কর্মচারীরা। শুধুমাত্র আহত হয়েছেন বাসের মধ্যে থাকা কয়েকজন পড়ুয়া। কাটোয়ার যাজিগ্রাম এর কাছে সেন্ট জোসেফ ইংলিশ মিডিয়ামের একটি বেসরকারি স্কুল। এই স্কুলের পুরুষদের যাতায়াত করার জন্য এই বাসটি ব্যবহৃত করা হতো। স্কুল কর্তৃপক্ষের দাবি যে দুর্ভাগ্যবশত এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ে ফলে কয়েকজন ছাত্রের আঘাত লেগেছে তবে পরিস্থিতি মারাত্মক কিছু নয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ।কাটোয়া থানার পুলিশ জানিয়েছে যে বাসটিকে আটক করা হয়েছে চালক পলাতক।

সমুদ্রগড় স্টেশন এলাকার তাঁতের হাট জমজমাট


শ্যামল রায় বর্ধমান

পূর্ব বর্ধমান জেলার কালনা কাটোয়া মহকুমায় তাঁত শিল্পীদের বসবাস বেশি। তাই শিল্পীদের হাতে বোনা হরেক রকম শাড়ি বিক্রয় হয় সমুদ্রগড় গণেশ কর্মকার তাঁত কাপড় হাটে। সপ্তাহে তিন দিন জমজমাট হাট বসে ভোর থেকে দুপুর পর্যন্ত। সাধারণ ক্রেতা থেকে শুরু করে বহু ব্যবসায়ী এই হাট থেকে কাপড় কিনে দেশ-বিদেশে বিক্রি করেন বলে জানা গিয়েছে। এছাড়াও প্রতিদিন সকাল বিকেলে হাট বসে তাদের উৎপাদিত বস্ত্র নিয়ে এই হাটে বসেন।বৃহস্পতিবার ছিল তাঁত কাপড় হাট। এই হাটে এসেছিলেন কলকাতার বাগুইহাটি থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং আসাম ঝাড়খন্ড প্রভৃতি অঞ্চল থেকে ব্যবসায়ীরা।এই তাঁত কাপড় হাট এর সম্পাদক সুবীর কুমার কর্মকার অনন্ত কর্মকার প্রশান্ত কর্মকার প্রাণ হরি কর্মকার জানালেন যে এই হাটের প্রধান বৈশিষ্ট্য হলো যোগাযোগ ব্যবস্থার প্রভূত সুবিধে এছাড়াও হাটের মধ্যে রয়েছে ব্যাপক পুলিশি নিরাপত্তা রাষ্ট্রীয় ব্যাংক এটিএম পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা অতিথিদের জন্য থাকার বন্দোবস্ত প্রভৃতি সুযোগ সুবিধার কারণে এই হাতটি ক্রমশই যেন তাঁত ব্যবসায়ীদের কাছে একটি উল্লেখযোগ্য পীঠস্থান হয়ে দাঁড়িয়েছে।
সপ্তাহে তিন দিন হাটে একাধিক ব্যবসায়ীরা এই হাড় থেকে পাইকারি দরে কাপড় কিনে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন এর ফলে ব্যবসায়ীরা লাভবান হয়ে থাকেন। সেই সাথে সম্পাদক সুবীর কুমার কর্মকার জানিয়েছেন যে প্রকৃতপক্ষে তাঁতীদের হাতে তৈরি কাপড়ের মান যথেষ্ট উন্নতমানের। সেই সাথে কাপড় কোনরকম ত্রুটি ধরা পড়লে পরবর্তী সময়ে ফেরত নেওয়ার একটি ভালো ব্যবস্থাপনা রয়েছে এই হাটের ব্যবসায়ীদের মধ্যে।বৃহস্পতিবার ওই তাঁত কাপড় হাটে গিয়ে দেখা গেল যে বহু জায়গা থেকে বাড়ির মহিলারাও কাপড় কিনতে হাটে এসেছেন।
রুমা রায় প্রমীলা বসাক বাবলি সাহা রিঙকি সরকার প্রমূখ জানালেন যে তারা অন্যান্য জায়গায় যে দামে কাপড় কিনতে পারেন এই হাটে এলে অনেকটাই দাম কমে ভালো ভালো শাড়ি কিনতে পারেন কারণ তাঁতিদের কাছ থেকেই সরাসরি কাপড় কিনার সুযোগ তারা পাচ্ছেন।
তাই আমরা বাড়ির শাড়ি যেমন তিনি তেমনি যে কোন অনুষ্ঠানের জন্য এই হাট থেকে কাপড় কিনে থাকি।আরও জানা গিয়েছে যে আগামী পূজার মরশুম শুরু হতেই তাতিদের উৎপাদিত কাপড় কিনে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। সমুদ্রগড় এর কাপড় ব্যবসায়ী আনন্দ চৌধুরী জানালেন যে আগামী শারদীয় পূজার কয়েক মাস বাকি থাকলেও এখন থেকেই আমরা কাপড় কিনে বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠিয়ে দিই । এক কথায় বলা যেতে পারে যে প্রকৃত অর্থে পুজোর অনেক আগে থেকেই কাপড় কিনে আমরা পাইকারি দরে বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দিয়ে থাকি । এখন থেকেই তাঁতিরা তাদের উৎপাদিত কাপড় আমাদের কাছে সরাসরি বিক্রি করার সুযোগ পান এবং তারা লাভবান হতে পারেন ।আনন্দ চৌধুরী আরও জানিয়েছেন যে এই তাঁত কাপড় হাট এর উপর নির্ভরশীল  দুই হাজার ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী তাদের রুজি রোজগারের পথ এখান থেকেই হয়ে থাকে।
এছাড়াও রয়েছে অনেকেই যারা এই হাটেই কাপড় কিনে কাপড় হাটেই বিক্রি করেন। এই কাপড় বিক্রি করেই লাভবান এবং লাভের টাকা দিয়ে সংসার চালান। এই শঙ্কাটাও নেহাত কম নয় এই হাটের ওপর নির্ভর করে অনেকেই বেঁচে থাকছেন। ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় সমুদ্রগড় রেলস্টেশন থেকে কিছুটা দুরেই এই তাঁত কাপড় হাট টি অবস্থিত। এছাড়াও এস টি কে কে রোড সংলগ্ন তাঁত কাপড় হাট টি অবস্থিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। তাই ব্যবসায়ীদের কেনা কাপড় যানবাহনের মাধ্যমেই নিয়ে যেতে কোন সমস্যা তৈরি হয় না।
কিন্তু চৈত্র সেলের বাজার পঞ্চায়েত নির্বাচনকে ঠেলে ফেলে জমজমাট রূপ ধারণ করেছে এই গনেশ কর্মকার তাঁত কাপড় হাটে কাপড় কেনার জন্য ক্রেতারা। পূর্ব বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ হাট গণেশ কর্মকার তাঁত কাপড় হাট টি।

কাটোয়া বর্ধমান রেলরুটে ট্রেন সংখ্যা বাড়ছে


শ্যামল রায় বর্ধমান

রেলমন্ত্রী পিযুষ গোয়েল কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কে একটি চিঠি মারফত জানিয়ে দিয়েছেন যে কাটোয়া থেকে বর্ধমান রেল পথে আরও একাধিক ট্রেন চালু করা হবে শীঘ্রই।
বৃহস্পতিবার রেলমন্ত্রী একটি চিঠি দিয়ে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কে জানিয়ে দিয়েছেন।
রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় চিঠির প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন যে রেলমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই কাটোয়া থেকে বর্ধমান রেল পথে আরও অধিক ট্রেন চলাচল শুরু করবে শীঘ্রই।প্রসঙ্গত উল্লেখ থাকে যে বর্ধমান থেকে কাটোয়ায় মাত্র একটি ট্রেন যাতায়াত করে এর ফলে চরম সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীসাধারণ।একটি গুরুত্বপূর্ণ রেলপথ কাটোয়া থেকে বর্ধমান। বাস পথে কাটোয়া থেকে বর্ধমান যেতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লেগে যায়। অথচ রেলপথে যদি কোনো যাত্রী কাটোয়া থেকে বর্ধমান যাতায়াত করে থাকেন তাহলে সময় লাগবে জোর হলেও দেড় ঘণ্টার কম। তাই রেলপথ এই যাতায়াত করা সুবিধে যাত্রীসাধারণ থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া এবং ব্যবসায়ীদের। বেশিরভাগ অসুস্থ রোগীরা রেলপথে যাতায়াত করলে তাদের সমস্ত রকম সুবিধা হয় বলেও জানিয়েছেন কেননা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় ট্রেন পথে গেলেই সুবিধা বেশি। এই রেলপথের ওপর নির্ভর করে মঙ্গলকোট কাটোয়া কেতুগ্রামের অধিকাংশ মানুষ জন। এমনকি নদীয়ার একটা অংশ কাটোয়া ও দাঁইহাট ফেরি ঘাট পেরিয়ে কাটোয়া থেকে ট্রেন পথে বর্ধমান মেডিকেল কলেজসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকেন সাধারণমানুষ। তাই একটিমাত্র ট্রেন যাতায়াত করায় চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছে ওইসব এলাকার মানুষজনকে।এদিন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে একমাস আগে তিনি রেলমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে একটি চিঠি দিয়েছিলেন যে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত রেলপথে আরো একাধিক ট্রেন দেওয়ার। কেন্দ্রের রেলমন্ত্রী বিভাগের চিঠি পেয়ে রেলপথের গুরুত্ব বুঝে আরও অধিক ট্রেন যাতায়াত করবে এই রেলপথে সেই প্রতিশ্রুতি এবং আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই রেলপথে অধিক ট্রেন যাতায়াত করলে এলাকার মানুষের অনেক সুবিধে হবে বলেও জানিয়েছেন যাত্রীসাধারণ। এখন শুধু সময়ের অপেক্ষা কবে থেকে অধিক ট্রেন যাতায়াত করে এই রেলপথে।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER