সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরূপনগর থানার বিথারী কাট গোলার মোড়ে দুপুর ২টা নাগাদ এক মদ্যপ আরোহী নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল নিয়ে নয়নজুলিতে পরে অচৈতন্য-হয়েপরে।স্থানীয়রা ধরাধরী করে তাকে উদ্ধার করে।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরূপনগর থানার বিথারী কাট গোলার মোড়ে দুপুর ২টা নাগাদ এক মদ্যপ আরোহী নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল নিয়ে নয়নজুলিতে পরে অচৈতন্য-হয়েপরে।স্থানীয়রা ধরাধরী করে তাকে উদ্ধার করে।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন আগামী ১৪ই মে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে স্বরূপনগর ব্লক প্রশাসনের উদ্যোগে স্থানীয় মালঙ্গপাড়া কে.সি.বি.ইনস্টিটিউশন প্রাঙ্গনে স্বরূপনগর নির্বাচনী সেক্টর অফিসের প্রস্তুতি শুরু হয়েছে।
সৈয়দ রেজওয়ানুল হাবিব
স্বরূপনগর-বাদুড়িয়া থানার মধ্য অংশে রামচন্দ্রপুর খাসপুর এলাকায় গত ১৬ই এপ্রিল থেকে এলাকার ১৬ টি ইটভাটা অনিদৃষ্টকালের জন্য শ্রমিকদের কর্ম-বিরতী চলছে।শ্রমিক দের নায্য মজুরী আদায়ের জন্য-এই কর্ম বিরতী বলে জানান শ্রমিক সংগঠন (সিটু)র সম্পাদক শংকর কুমার ঘোষ।চলতি মৌসুমে অগ্রীম কোন নোটিশ ছাড়াই শ্রমিক দের এই কর্ম বিরতীতে কয়েক কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবী করেন উঃ ২৪ পরগনা ইটভাটা মালিক সমিতির সভাপতি উদয় চন্দ্র মন্ডল।তিনি জানান শ্রমিকরা কর্ম বিরতী না করে কাজের পরিবেশ ঠিক রেখে আলোচনার মাধ্যমে মজুরী ঠিক করা যেত।এখন ইট তৈরীর সময় চলছে। দুই দিন বাদে বর্ষার মৌসুম শুরু হলে এই কাজ ব্যাহত হবে।যার ফলে কাজের সময় শ্রমিকরা কর্ম বিরতী করে মালিক দের ব্যাপকভাবে লোকসানের দিকে ঠেলে দিয়েছে।
সুজিত ঘোষ
কোচবিহারে গুঁড়িয়াহাটি -২ অঞ্চলে পঞ্চায়েত নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ.
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...