বৃহস্পতিবার, নভেম্বর ৩০, ২০১৭

বাঁকুড়ার হিড়বাঁধে মদের দোকান ঘিরে এলাকায় অবরোধ

সাধন মন্ডল

বাঁকুড়ার হিড়বাঁধের সুপুর-হীড়বাঁধ রাস্তায় কুঁচিয়াড়া মোড়ের কাছে তৈ

রী হওয়া মদের দোকানের প্রতিবাদে পথে নামলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষ প্রায় দু'ঘন্টারাস্তা অবরোধ করে রাখেন। তৈরী হয় ব্যাপক যানযট। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়।

posted from Bloggeroid

আগামীকাল বর্ধমান বইমেলা, উদ্বোধনের মুখে 'ঠিকানা সৌবতী'



সুরজ প্রসাদ

আগামীকাল বিকেল থেকেই শুরু হচ্ছে বাংলার 'দ্বিতীয় বৃহত্তম' বইমেলা খ্যাত বর্ধমান বইমেলা।আয়োজক হিসাবে

রয়েছে 'বর্ধমান অভিযান গোস্থী'।সিঞ্চনকুমার রায় চৌধুরী নামে এক অবসারপ্রাপ্ত পুলিশ অফিসারের বই 'ঠিকানা সৌবতী' উদ্বোধন হবে আগামীকাল।সেইমত চলছে ব্যাপক প্রস্তুতি

posted from Bloggeroid

খাতড়ায় ক্রীড়া প্রতিযোগিতা উদঘাটনে জেলা সভাধিপতি



সাধন মন্ডল

বাঁকুড়ার খাতড়ায় মহকুমা ভিক্তিক প্রাথমিক বিদ্যালয়সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ হল রাইপুর উচ্চবিদ্যালয়ের মাঠে।অংশগ্রহন করে ৮ টি ব্লক (১৫টি চক্র)। উদ্বোধন করেন

বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি।উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু,সহ অনেকেই।

posted from Bloggeroid

মালদায় ধৃত নেশাযুক্ত কফসিরাফ পাচারকারী


মানস দাস, মালদা

বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহড়ের রথবাড়ি বাসস্টান্ডে হানা দিয়ে এক যুবক কে গ্রেপ্তার করেছে।তার কাছ থেকে উদ্ধার হয় ১০০ টি কফসিরাফ এর বোতল।যার বাজার

মূল্য প্রায় লক্ষাধিক টাকা।এদিন পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম- শামু সাহা ওরফে (বুচ্কা)।বাড়ি মালদা শহড়ের আইটিআই মোড়ে।পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃত যুবক পাচারের উদ্দেশ্যে রথবাড়ি এলাকায় দাড়িয়ে ছিল।আজ ধৃতকে মালদা আদালতে পেশ করা হয়।

posted from Bloggeroid

ছিনতাই এর প্রতিবাদ করতে গিয়ে মালদায় প্রহৃত দুই ব্যবসায়ী

মানস দাস,মালদা

ছিনতাই এর প্রতিবাদ করতে গিয়ে দুস্কৃতিদের হাতে আক্রান্ত হল দুই

ব্যবসায়ী।আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে,বুধবার গভীর রাতে পুখুরিয়া থানার আসকাপাড়া এলাকায়। জানা যায়,গভীররাতে খানপুর এলাকা থেকে ভুটভুটি চেপে জলসা শুনে বাড়ি ফিরছিলেন দুই ব্যাবসায়ী মহঃ ইসমাইল(৪৫) এবং আব্দুল জলিল। তাদের বাড়ি শ্রীপুর অঞ্চলের আসকাপাড়া গ্রামে। রাত্রি এগারোটা নাগাদ আসকাপাড়া এলাকায় পৌছালে তাদের নজরে পরে দুস্কৃতিরা কয়েকজন কলেজ পড়ুয়ার একটি মোটর আটকে মারধোর করছিলো। ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয় দুস্কৃতিরা এবং মারধোর করে বলে অভিযোগ। এরপর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিজনেরা। পরে তাদের ভরতি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যাবসায়ীরা জানান, দুস্কৃতিদের মধ্যে চারজনকে চিনতে পেরেছেন তারা। সেখ সাদিকুল,সেখ হবি,মিঠু সেখ এবং আবু সামাদ এই চারজনের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের হলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ l

posted from Bloggeroid

কাটোয়ায় ৩৭ তম মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা


পুলকেশ ভট্টাচার্য

৩৭ তম কাটোয়া মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৭ হলো মাখালতোড় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ।
মোট ৮টি চক্র (দাঁইহাট চক্র, কাটোয়া পশ্চিম চক্র, কাটোয়া পূর্ব চক্র,

মঙ্গলকোট-১চক্র , , মঙ্গলকোট-২চক্র,
, মঙ্গলকোট-৩চক্র, কেতুগ্রাম চক্র , কেতুগ্রাম পশ্চিম চক্র), মোট ২৮ টি ইভেন্ট তে রিলে খেলা হল।সমস্ত চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক খেলার উপস্থিত ছিলেন। এবং এ,আই (বর্ধমান) এ,আই (কাটোয়া পূর্ব চক্র) সুব্রত মজুমদার (পূর্ত কোষাধ্যক্ষ - কাটোয়া পঞ্চায়েত সমিতি) প্রমুখ ছিলেন।

posted from Bloggeroid

বাঁকুড়ায় ক্ষুদেদের বার্ষিক ক্রীড়ায় মন্ত্রী শ্যামল সাঁতরা



ব্যাসদেব চক্রবর্তী

প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা (প্রা:) বিদ্যালয় ও শিশুশিক্ষা কেন্দ্রের মহকু

মা ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে বিষ্ণুপুর মহকুমার বাঁকাদহ ফুটবল মাঠে।উপস্থিত রয়েছেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা।

posted from Bloggeroid

রাজ্যে প্রতিভাবন ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট হচ্ছে

রাজকুমার দাস, কলকাতা

dms sports & leisure এর উদ্যোগে আগামী বছরের প্রথম দিকে রাজ্যের মোট ৮ টি দল কে নিয়ে ক্রিকেটের টুর্নামেন্ট খেলা হবে।আন্ডার 17 এ বাংলা থেকে প্রতিবাভান খেলোয়াড় দের ট্রায়াল দেখে

মত দুশো জন কে প্রাথমিক ভাবে নিয়ে তাদের তৈরি করিয়ে উক্ত টুর্নামেন্টে খেলানো হবে।এতে উৎসাহের পাশাপাশি খেলার প্রতি আগ্রহ উদ্দীপনা উভয়ই বজায় থাকবে বলে জানান উদ্যোক্তাদের পক্ষে শ্রী বিশ্বজিৎ মুখার্জী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে এই কথা জানান প্রাক্তন ক্রিকেটার ও কোচ শ্রী অসিত ঠাকুরতা, দীপক ঘোষ সহ অন্যান্যরা।যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন।email:biswajit 131@gmail.com

posted from Bloggeroid

কলকাতায় চালু চিনা ভাষা শিক্ষাকেন্দ্র


রাজকুমার দাস


কলকাতার চাইনা টাউনে(ট্যাংরা ) তে চাইনিস ভাষার শিক্ষাকেন্দ্র র উদ্বোধন করলেন প্রাক্তন রেলমন্ত্রী শ্রী দী

নেশ ত্রিবেদী।সাথে ছিলেন মিস্টার মা ঝানও(কনসাল জেনারেল অফ দা পিপলস রেপাব্লিক অব চিনা), একই সঙ্গে পড়াশুনা,লাইব্রেরি সব সুবিধাই স্টুডেন্টরা পাবে এখানে।যে কোনো বয়সের শিক্ষার্থী এখন থেকে এখন উক্ত ভাষা শেখার জন্য আবেদন করতে পারেন। শ্রী ত্রিবেদী উদ্বোধন করে জানান - তিনি ভীষণ খুশি।কলকাতার মতো তিলোত্তমা শহরে এমন সুচারু ভাষার স্কুল কে উদ্বোধন করার জন্য।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER