সাধন মন্ডল
বাঁকুড়া জেলাপুলিশের সাংস্কৃতিক মঞ্চের উদ্দ্যোগে বাঁকুড়া পুলিশলাইনে পুলিশ কর্মীদের যাত্রা অনুষ্ঠান হলো।শনিবার রাতে এই যাত্রাভিনয় দেখতে পুলিশ কর্মীদের পরিবারদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
সাধন মন্ডল
বাঁকুড়া জেলাপুলিশের সাংস্কৃতিক মঞ্চের উদ্দ্যোগে বাঁকুড়া পুলিশলাইনে পুলিশ কর্মীদের যাত্রা অনুষ্ঠান হলো।শনিবার রাতে এই যাত্রাভিনয় দেখতে পুলিশ কর্মীদের পরিবারদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
মোল্লা জসিমউদ্দিন
চলতি সপ্তাহে কালনা মহকুমাশাসক নিতিন সিংহানিয়ার নেতৃত্বে মহকুমাশাসকের অফিসে পর্যটন নিয়ে উচ্চপর্যায়ে বৈঠক হয়।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিত কুন্ডু সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক।মূলত পর্যটন শিল্প কে কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়ে নানান প্রস্তাবনা উঠে আসে বৈঠকে।
সেখ সামসুদ্দিন
নদীয়ার নবদ্বীপ শহরে রাস উৎসব।হিন্দু ধর্মে পবিত্র এই প্রাচীন শহরে কুড়ির বেশি রাস উৎসব উপলক্ষে মন্ডপসজ্জা হয়েছে।লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে সেগুলি দেখতে।
পশ্চিম মেদনীপুরের শালবনী এলাকার
হাতির পাল গড়মাল, তশড়ারা , জগন্নাথপুর সহ বিভিন্ন এলাকায় দলবেধে ঘুরে বেড়াচ্ছে।ফসলের ক্ষতির পাশাপাশি প্রাণহানীর সম্ভাবনা থাকছে এলাকাবাসীদের মধ্যে।
তথ্য ও ছবি সন্দীপ সিংহ
পুলকেশ ভট্টাচার্য
কাটোয়া ১ নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত হল বেকার যুবক যুবতীদের জন্য বিনামূল্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পোশাক তৈরির প্রশিক্ষণ কেন্দ্র।
ছবি সুজয় দে
মোল্লা জসিমউদ্দিন
কালনা মহকুমা আদালতে জিআরও ( পুলিশ পরিচালিত) বিভাগে প্রয়োজনীয় কর্মী না থাকায় আদালতের বিভিন্ন এজলাসে মামলা দীর্ঘায়িত হচ্ছে।আইনজীবিদের দাবি, কালনা মহকুমা পুলিশ অফিসার প্রিয়ব্রত রায় পুলিশকর্মী তুলে নিয়েছেন আর তাতেই এই বিপত্তি।এই ঘটনার প্রতিবাদে ওই পুলিশ অফিসারের কুশপত্তলিকা দাহ করেন আইনজীবিরা। বর্তমানে কালনা আদালতে কর্মবিরতি চলছে, শুনশান আদালত চত্বর।তবে পুলিশের একাংশ সুত্র মারফত প্রকাশ, বদলীর জন্য এই জিআরও তে কর্মী দের তুলে নেওয়া হয়েছে।
সাধন মন্ডল
বাঁকুড়ার ইন্দাসের আকুই-ঝিকনাড়া গ্রামের মানুষ প্রাচীন সহেলা বা সয়লা উৎসবে অংশ নিলেন। সয়লা হলো বন্ধুত্ব স্থাপনের অনুষ্ঠান। এখানে ধর্মীয় ভেদাভেদ ভূলে সব ধর্মের মানুষ অংশ নেন। নিজেদের মধ্যে সয়লা অর্থাৎ সই বা বন্ধুত্বের সূচণা করেন।
নিলাদ্রী ঘোষ
শনিবার শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের জন্মদিন l এই উপলক্ষে কিছু দিন আগে থেকেই পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুদুয়ারগুলি বিভিন্ন আলোকসজ্জায় সেজে উঠেছে l ছিল ধর্মীয় বিভিন্ন অনুস্টান , সর্ব ধর্মের সন্মেলন l এরকমই এক সন্মেলনে উপস্থিত থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত থেকে ধর্মীয় ভেদাভেদকে দুরে সরিয়ে রেখে সম্প্রীতির বার্তা দিয়ে বক্তব্য রাখেন l
সাধন মন্ডল
বাঁকুড়া জেলার রাইপুরে ইস্কন মন্দিরে চলছে রাসমেলা।সকাল থেকেই দুরদুরান্ত থেকে ভক্তের ঢ্ল নেমেছে।অশান্তি এড়াতে চলছে পুলিশের কড়া নজরদারি।
শিখা ধর
কোচবিহারে তৃনমূলপন্থী মাদ্রাসা শিক্ষক সংগঠনের সম্মেলন শুরু হলো।উদঘাটন করলেন বন্যমন্ত্রী বিনয় কৃস্ন বর্মন।ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মহম্মদ জলিল আহমেদ, জেলা নেতা আব্দুল বাতেন আলী প্রমুখ।
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...