মোল্লা জসিমউদ্দিন: বুধবার দুপুরে কালনা ২ নং ব্লকের পুর্ব সাতগেছিয়া এলাকায় বিজেপির এক প্রচারগাড়ী ভাঙচুর চালালো তৃণমূল। যদিও শাসক দলের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।জানা যায় আগামীকাল (বৃহস্পতিবার) কালনা শহরে এক বিক্ষোভ সভা করতে আসছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ, রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ জেলার নেতৃত্ব। জুন মাসের মাঝামাঝি কালনা শহরে কেন্দ্রীয় সরকারের বিস্তারক কর্মসূচী প্রচার চালাতে গিয়ে প্রকাশ্যে রডপেটা হন বিজেপির সাংসদ ও চিত্রাভিনেতা জর্জ বেকার।এই ঘটনায় স্থানীয় কাউন্সিলার সহ দশের বেশি তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠে।সুবিচার চাইতে রাজভবনে রাজ্যপালের দারস্থ হন আক্রান্ত সাংসদ। সেইসাথে বিজেপির জেলা নেতৃত্ব দফায় দফায় পথ অবরোধ সহ কালনা থানায় বিক্ষোভ অবস্থান কর্মসূচী নেয় মূল অভিযুক্তদের ধরতে।আন্দ্রোলনের গতি বাড়াতে বৃহস্পতিবার কালনা শহরে বিজেপির রাজ্য সভাপতির প্রতিবাদ সভা।সেইমত বুধবার বিজেপির তরফে চলছিল গাড়ী করে প্রচারাভিযান। আজ দুপুরে কালনা ২ ব্লকের পুর্ব সাতগেছিয়ায় এইরুপ এক গাড়ীর উপর চড়াও হয় স্থানীয় তৃনমূল কর্মী সমর্থকেরা।গাড়ীর কাঁচ ভেঙে দেওয়া থেকে চাকার হাওয়া খুলে নেওয়া।এমনকি গাড়ীর মধ্যে থাকা বিজেপির লোকেদের মারধোর চালাবার অভিযোগ উঠে তৃনমূলের বিরুদ্ধে।কালনা থানার পুলিশ বিজেপির গাড়ীটি থানায় নিয়ে যায়।এই ঘটনায় লিখিত অভিযোগপত্র জমা পড়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।যেভাবে বিজেপি সাংসদ জর্জ বেকারের হামলার ঘটনা কে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচী নিচ্ছে বিজেপি, এবং পুনরায় হামলা করার মত ঘটনায় জড়াচ্ছে তৃনমূল। তাতে সাংগঠনিকভাবে বিজেপি কালনা মহকুমা এলাকায় 'অক্সিজেন ' পেয়ে যাচ্ছে বলে মনে করছে জেলা রাজনীতিবিদরা।
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০১৭
মানুষের পাশে, মানুষের সাথে --GIVES
. জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
খুবই জনপ্রিয় একটা ট্যাগ লাইন ় কারণে অকারণে যথেচ্ছ ভাবে ব্যবহার করা হয় ় ভেবে দেখা হয় না লাইন টা ব্যবহারকারী সঠিক স্হানে ব্যবহার করছে কিনা ় অনেক সময় দেখা যায় বাস্তব থেকে বহু দূরে থাকলেও অনেকে এটা অপব্যবহার করে চলেছে ় কিন্তু GIVES এর ক্ষেত্রে লাইনটি খুবই প্রযোজ্য ়
. . GIVES -- Global Innovative Vision Of Egalitarian Society. পূর্ব বর্ধমানের গুসকরার বুকে গড়ে ওঠা একটি ট্রাস্ট ় ৯ জন নবীন --প্রবীণের মিলিত প্রচেষ্টায় ও আন্তরিক ইচ্ছায় সংস্থাটি গড়ে ওঠে ় দীর্ঘদিন ধরে একটি NGO এ নিয়ে কাজ করার সময় GIVES এর ভাবনা মাথায় আসে ় দীর্ঘ ৪-৫ বছর ধরে কাজ করার পর ২০১৫ সালের ৩০ শে মার্চ সংস্থাটি সরকারীভাবে কাজ শুরু করে ় অর্থাৎ ঐ সময় সংস্থাটি নথিভুক্ত হয় ় ঠিকানা গুসকরা - পূর্ব বর্ধমান ় একটি শাখা অফিস আছে গলসী-২ ব্লকের খানা জংশনে ় সেখান থেকেই সমস্ত কাজ পরিচালিত হয় ়
. মানুষের পাশে, মানুষের সাথে থাকার অঙ্গীকার নিয়ে গড়ে ওঠে সংস্থাটি ় শুরু থেকেই নিজের নামের প্রতি সুবিচার বজায় রাখতে সংস্থাটির প্রত্যেকটি সদস্য খুবই আন্তরিক ় সর্বদা সচেষ্ট ় সবচেয়ে সৌভাগ্যের বিষয় হল গলসী এলাকার প্রত্যেকটি মানুষ বা রাজনৈতিক দলের সাহায্য সংস্থাটি পেয়েছে় ় যদিও রাজনৈতিক অনুপ্রবেশ ঘটেনি ়
. সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে সংস্থাটি প্রত্যেক বছর কিছু গরীব ছেলেমেয়েদের জামা দিয়েছে, খাতা-পেন কিনে দিয়েছে, চিকিৎসা বা মেয়ের বিয়েতেও আর্থিক সাহায্য করেছে ় মন্দির বা মসজিদ সংস্কারের ক্ষেত্রেও এগিয়ে এসেছে ় গলসী এলাকায় বৃক্ষরোপণ বা যুব ক্রীড়া প্রতিযোগীতাকে সফল করার জন্যে এগিয়ে এসেছে সংস্থাটি ়
এতো গেল একদিক ় অন্যদিকে এলাকায় খেলাধূলাকে জনপ্রিয় করে তোলার জন্যে সংস্থাটি প্রতি বছর ১৫ ই আগষ্ট খানা জংশন মাঠে একটি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করে ়
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পের অনুষ্ঠান কে সফল করতে এগিয়ে আসে সংস্থাটি ়আবার সেফ ড্রাইভ, সেভ লাইফ কে সফল করার জন্যে গলসী থানার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে সংস্থাটি ়
. সংস্থাটির সবচেয়ে বড়ো গুণ হল -- এখানে সদস্য বা স্টাফ সবাই সমান ় সংস্থার স্বার্থে সবাই হাতে হাত মিলিয়ে কাজ করে ়এমনকি যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তারাও সংস্থাটিকে নিজের মনে করে ়
আর্থিক সমস্যা হল সংস্থাটির সবচেয়ে বড়ো সমস্যা ় শৌচাগার নির্মাণ বা সদস্য ও শুভার্থীদের আর্থিক সাহায্য হল আয়ের উৎস ় ফলে ইচ্ছা থাকলেও অনেক কাজ করা যায় না ় কিন্তু মাদার টেরেজা যাদের আদর্শ, চোখে বড়ো স্বপ্ন, মনে দুর্জয় সাহস তাদের আটকাবে কে ়
এলাকাবাসীরা সংস্থাটির প্রশংসায় পঞ্চমুখ ় ভুঁড়ি অঞ্চল প্রধানের বক্তব্য হল সংস্থাটির হাতে যেকোনো কাজের দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকা যায় ়
. . . সংস্থাটির সম্পাদক নাসিমুদ্দিন মল্লিক (বাপন) জানালেন আর্থিক অসুবিধার জন্যে অনেক কাজ করতে পারা যায় না ় এবছরের মত প্রতি বছর ছাত্র ছাত্রীদের সাহায্য করার ইচ্ছে থাকলেও কতটা সম্ভব হবে তিনি জানেন না ় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সংস্থাটিকে সাহায্য করে চলেছে সবার কাছে তিনি কাছে তিনি কৃতজ্ঞ ়সংস্থাটিকে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া সদস্যদের একান্ত ইচ্ছা ় সত্য, রূপ, অনন্ত, অরিন্দম, জয়ন্ত, রাম, সুমন, পরিমল, বাবলা, দেবাশিস রা সংস্থাটির সঙ্গে জড়িত থাকার জন্যে গর্বিত ়
KSPC এর পক্ষ থেকে আমরা সংস্থাটির শ্রীবৃদ্ধি কামনা করি ়
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
OLD POSTED
আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER
-
বাকুঁড়ার কোতলপুর ব্লক তৃনমূল কমিটির পরিচালনায় বিজেপির বিরুদ্ধে প্রতিবাদসভা হয়।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্যামল সাতঁরা, সাংসদ সৌমিত্র খান, জেলা স...