রবিবার, মার্চ ২৯, ২০২০

ব্যাঙ্গালোরে আটকে এই রাজ্যের ২৪ জন বাসিন্দা

মোল্লা জসিমউদ্দিন, 
 
চিকিৎসার জন্য দক্ষিণভারতে গত ১৭ মার্চ গিয়েছিলেন এই রাজ্যের ২৪ জন বাসিন্দা। তারা লকডাউনর জেরে ফিরতে পারেননি নিজ নিজ বাড়ী। সাউথ ব্যাঙ্গালোরের  বনসঙ্করি ফাস্ট ফেজ  ( কুমারস্বামী লে আউট, ৫০ ফুট রোড, পিন ৫৬০০৭৮)  এলাকায় অর্ধাহারে - অনাহারে দিন কাটছে তাদের। সাগর ইন্টার ন্যাশনাল, বাসবি প্রভৃতি হাসপাতালে কিডনি - হার্ট - গাইনি সংক্রান্ত চিকিৎসার জন্য এইসব রোগীরা এই রাজ্য ছেড়ে দক্ষিণভারত গিয়েছিলেন। পূর্ব বর্ধমান সহ দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা, হুগলি, হাওড়া,মুর্শিদাবাদ, পূর্ব মেদনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে গত ১৭ মার্চ এরা গিয়েছিলেন সাউথ ব্যাঙ্গালোরে। মঙ্গলকোটের মাহাতুর্বা এলাকার লালচাঁদ মন্ডল ও টাপি দাস রয়েছে। আটকে পড়াদের মধ্যে বেশিরভাগই মহিলা ( সোনালি দাস, লক্ষ্মীবালা দাস প্রমুখ)  গত সপ্তাহে সারাদেশ ধরে লকডাউন ঘোষনার মধ্যেই আটকে গেছেন। যেটুকু অর্থ ছিল এদের মধ্যে তাও লকডাউনে বাজারে চড়ামূল্যে খাবার দাবার কিনে এবং হোটেল ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে। এদের সাথে যোগাযোগকারী নাম্বার গুলি হল ৭০০১২৯৪৮৫৪, ৯৭৪২৪৩৬৪৭৩। প্রায় অনাহারে থাকা এইবিধ ২৪ জনের মানবিক আবেদন - "রাজ্যের মুখ্যমন্ত্রী যেন তাদের ব্যাঙ্গালোরে দুবেলা আহার সহ থাকবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করেন "                                         




                                   

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER