মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০১৭

শীতের পরশে নলেন গুড়ের সন্দেশ

তথাগত চক্রবর্তী

শীত আসছে, তাই নলেন গুড়ের সন্দেশ তো চাই বাঙালির মুখে।বীরভুম জেলার বিভিন্ন প্রান্তে ভোরের শিশির ভেজা খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত শিউলিরা।এই খেজুর রসে মোদকরা নলেন গুড়ের সন্দেশ বানাতে নেমে পড়েছেন।বিভিন্ন দোকানে তাই নলেন গুড়ের সন্দেশ থাকছে ক্রেতাদের জন্য।

posted from Bloggeroid

বৈষম্য দুরীকরণ দিবস আসানসোলে


নীলাদ্রি ঘোষ


মেয়েরা মায়ের জাত l মা ছাড়া জগৎ অন্ধকার l তবু সমাজে এখনও কোথাও রয়ে গেছে সামাজিক ব্যাধি l কিছু অন্ধ মানসিকতা , ছেলে মেয়ের মধ্যে পার্থক্য

l এই সামাজিক ব্যাধি দুর করার উদ্দ্যেশ্য নিয়ে রাজ্যে বৈষম্য দুরীকরন দিবস শুরু হয়েছে ২৫ নভেম্বর , চলবে আগামী ১০ডিসেম্বর পর্যন্ত l মঙ্গলবার পশ্চিম বর্ধমান মহিলা তৃনমুল কংগ্রেসের উদ্যোগে এক সচেতনতা শিবির পালিত হল l আসানসোল উত্তর ব্লক মহিলা তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে অনুস্টিত এই শিবিরে প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী আলপনা বন্দ্যোপাধ্যায় সহ মহিলা নেতৃত্বরা l

posted from Bloggeroid

পুরুলিয়ায় প্রাণী সম্পদ মেলা উদঘাটনে মন্ত্রী শান্তিরাম মাহাত

সঞ্জয় হালদার

মঙ্গলবার পুরুলিয়া পারা ব্লকে কৃষির উন্নয়ন কৃষকদের স্বার্থে মাটি কৃষি সমবায়

মৎস্য ও প্রানীসম্পদ মেলার উদ্বোধন করলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ।উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সীমা বাউরি সহ অনেকেই।

posted from Bloggeroid

রঘুনাথগঞ্জে গৃহবধূ আত্মঘাতী

ভাস্কর ঘোষ


রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা গ্রামে নিজের বাপের বাড়িতে অ্যাসিড খেয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ। লক্ষী দাস(২০) নামে ঐ গৃহবধূর মৃতদেহটি ময়না তদন্তের জন্য

বহরমপুর মর্গে পাঠানো হয়েছে।
লক্ষী দাস নামে ঐ গৃহবধূ তাঁর স্বামীকে নিয়ে গত সাড়ে তিন বছর ধরে নিজের বাপের বাড়িতেই থাকতেন।   মৃতার মা সঞ্চিতা দাস জানিয়েছেন, তাঁর মেয়ে মাঝে মধ্যেই খুবই রেগে যেত। রাগে অগ্নিশর্মা হয়ে ছোট ছোট মেয়েদেরও মারধোর করত সে। সোমবার সকালে বাথরুমে ঢুকে পায়খানা পরিস্কার করার অ্যাসিড খেয়ে নেয় তাঁর মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাত্রে মৃত্যু হয় তাঁর। 
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

posted from Bloggeroid

কান্দিতে বিকল্প চাষে চাষীদের পরামর্শ কৃষিমন্ত্রীর

ভাস্কর ঘোষ

অতি বৃষ্টি ও বন্যায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল রাজ্য সরকার। কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তা প্রদান শিবির অনুষ্টিত হল মঙ্গলবার মুর্শিদাবাদের

কান্দি কৃষান মান্ডিতে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক পি উলগানাথন, জেলাপরিষদের সভাধিপতি বৈদ্যনাথ দাস সহ জেলার অন্যান্য আধিকারিকরা। এদিন কান্দি ব্লকের ছ'টি পঞ্চায়েত এলাকার ৪০ জন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে ১ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। তার উপর আবার অতিরিক্ত বৃষ্টি ও বন্যায় ধান, পাট ও শবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই চেক বিলি করা হচ্ছে। তিনি সর্বদা কৃষকদের কথা ভাবেন। আগে ৩৪ বছরে কত ঝড় বৃষ্টি, সাইক্লোন কত কিছু হয়ে গেছে, কিন্তু বিধানসভায় তা আলোচনা করা হয়নি। আমাদের আসার আগে দীর্ঘ ৩৪ বছরের বাম সরকার কখনও কৃষকদের কথা ভাবেনি। এদিন কৃষকদের বিকল্প চাষের জন্য পরামর্শও দেন মন্ত্রী।

posted from Bloggeroid

খড়গ্রাম মাদ্রাসা ভোটে জয়ী তৃনমূল

ভাস্কর ঘোষ

মুর্শিদাবাদের খড়গ্রামে হাই মাদ্রাসার নির্বাচনে সব কটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হল তৃনমূল। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার সাদল গ্রামপঞ্চায়েতের শঙ্করপুর হাই মাদ্রাসায়

মঙ্গলবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। এদিন তৃনমূল ছ'টি আসনেই নমিনেশন জমা দেয়। বাম, কংগ্রেস, বিজেপি  অন্য কোন দলই নমিনেশন জমা দেয়নি। ফলে  ওই মাদ্রাসায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল সব আসনেয় জয়ী হয়। জানা গিয়েছে, শঙ্করপুর হাই মাদ্রাসায় মোট আসন ছ'টি। এদিন ছিল সেখানে পরিচালন সমিতির নির্বাচনের জন্য নমিনেশন জমা দেবার শেষ দিন। তৃনমূল একাই নমিনেশন জমা দেয়। অন্য কোন রজনৈতিক দল সেখানে নমিনেশন জমা দিতে আসেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃনমূল জিতে যায়। দীর্ঘদিন ধরেই ওই মাদ্রাসার পরিচালন সমিতি কংগ্রেসের দখলে ছিল। খড়গ্রাম ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি মফিদউদ্দিন মন্ডল বলেন, কংগ্রেস এখানে দীর্ঘদিন ধরেই ক্ষমতায় ছিল। কিন্তু তারা এত দুনীর্তি করেছে যে মানুষ তাদের কাছ থেকে সড়ে গেছে। কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাছাড়া উন্নউন কর্মযজ্ঞে সকলেই সামিল হতে চলেছেন। খড়গ্রাম ব্লকের ভারপ্রাপ্ত বিডিও রবিউল ইসলামকে ফোন করা হলে তিনি পরে করুন বলে রেখে দেন। পরে তাঁর মোবাইলে আর পাওয়া যায়নি।
        

posted from Bloggeroid

সারেঙ্গায় জঙ্গলমহল উৎসব


সাধন মন্ডল


বাঁকুড়ার সারেঙ্গার খয়েরপাহাড়ি স্কুল মাঠে হল সারেঙ্গা ব্লক জঙ্গলমহল উৎসব।এই উৎসবে ৬৫টি নাচের দল অংশ নিয়েছিল। উৎসবে উপস্থিত ছিলেন

সভাধিপতি অরুপ চক্রবর্তী , সারেঙ্গার বিডিও অভিষেক চক্রবর্তী পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ,বিধায়ক বীরেন্দ্র নাথ টুডু ।

posted from Bloggeroid

তালডাংরায় গবাদি পশুদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে


সাধন মন্ডল

বাঁকুড়ার

তালডাংরার ভীমাড়া কেশাতড়া গ্রামে সরকারী উদ্যোগে প্রায় গবাদি পশু ও ছাগলকে ভ্যাকসিন দেওয়া হলো । ইতিপূর্বে এই গ্রাম গুলিতে পনেরটির মতো গবাদি পশু ও মারা গেছে।

posted from Bloggeroid

কাটোয়ার ভাগীরথী নদীতে গৃহবধূ কে বাঁচাল যুবক

দেবাশিস রায় , দাঁইহাট (কাটোয়া)


নৌকা থেকে ভাগীরথী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। এদিন সকালে ঘটনাটি ঘটেছে কাটোয়ার শাঁখাই ফেরিঘাটের অদূরে। স্থানীয় সূত্রে

জানা গেছে , কাটোয়া থানার খাজুরডিহি পঞ্চায়েতের মণ্ডলহাট এলাকার বাসিন্দা বছর ৩৫ বয়সী ওই গৃহবধূ এদিন পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু , ফেরিঘাটেই উপস্থিত এক যুবকের তৎপরতায় এদিন ওই গৃহবধূ প্রাণে রক্ষা পেয়েছেন । ওই যুবকটি নদীতে ঝাঁপ দিয়ে গৃহবধূকে উদ্ধার করে। পরে স্থানীয়দের তৎপরতায় গৃহবধূকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

posted from Bloggeroid

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER