রবিবার, এপ্রিল ১২, ২০২০

তমলুকে করোনা সচেতনতায় পথে আলপনা

জুলফিকার আলি, 
  

পূর্ব  মেদিনীপুর এর তমলুক শহরের বিভিন্ন ওয়ার্ড এ চলছে তমলুক পৌরসভার উদ্যোগে রাস্তায় লক ডাউন ও করোনা সম্পর্কে সচেতনতার রাস্তা লেখন। আজ রাতে নিস্তব্ধ তমলুকের বুকে যাতে মানুষ ঠিকঠাক লকডাউন পালন করেন, অযথা রাস্তা ঘাটে না বেরোন, নিজেকে ও সুরক্ষিত রাখতে বাড়িতে থাকেন এইসব নিয়ে সতর্কবাণী লেখা চলছে। জেলা সদর এর বুকে এই উদ্যোগ কে স্বাগত জানাচ্ছেন এলাকার মনুষজন।

তারকেশ্বরে অভুক্তদের খাদ্য সামগ্রী দিচ্ছেন জিয়া ভাই


সুভাষ মজুমদার,   
আরামবাগের বিশিষ্ট সমাজসেবী সৈয়দ জিয়াজুর রহমান সহযোগিতায় আজ তারকেশ্বর ব্লকের সন্তোষপুর কুমোরপাড়া শীতলা মন্দির এলাকায় ১৫০ পরিবারের হাতে চাল ডাল আলু তুলে দেওয়া হয় ৷ শুধু তারকেশ্বর নয় আরামবাগ মায়াপুর প্রভৃতি এলাকায় এই মহতী কাজ করে যাচ্ছেন আরামবাগ হোটেল অ্যান্ড  রিসোর্ট , যদিও এ ব্যাপারে মির্জা মোহাম্মদ তারিফ জানান যে জিয়া ভাইয়ের সহযোগিতায় আরামবাগ সহ বিভিন্ন এলাকায় আমরা এই রিলিফ দিয়ে যাবো মানুষের ঘরে ঘরে যতদিন লকডাউন চলবে' বহু গরীব মানুষ যারা দিন আনে দিন খায় সেই সব মানুষের পাশে থাকবো, তাই আপনাদের কেউ বলছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঘরের মধ্যে গৃহবন্দী' থাকুন ৷

করোনায় অসহায়দের পাশে আনন্দমার্গী কান্দী শাখা

আনন্দমার্গী কান্দী শাখা এগিয়ে এল দুস্থমানুষের পাশে

রাজকুমার দাস,   

সমাজের বহু সমাজসেবামূলক সংস্থার পাশাপাশি মানুষের সেবায় এগিয়ে এসেছে বহু সংগঠন।কোরোনা র মোকাবিলায় মুর্শিদাবাদ জেলার কান্দি তে 
আজ  আনন্দ মার্গি দের শাখা র কর্মকর্তা রা  চাল ডাল তুলে  দেন কান্দী শহরের প্রায় আড়াইশো  মানুষের মধ্যে।
জীব সেবার মাধ্যমেই মানুষের যে পূর্ন লাভ ,তাই মহামারী কোরোনা র থেকে সাধারণ মানুষের সেবা করে এই মহাবিপদে তাঁদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।

যদি চলে যাই - গাছ মাস্টার

যদি চলে যাই 
                     গাছমাস্টার 


যদি চলে যাই , না-দেখা কিছু দেখে গেলাম
দেখে গেলাম প্রকৃতির পায়ে মানুষের সেলাম।

দেখে গেলাম শর্তহীন বন্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ
আর রক্তহীন কারবালার গভীর নৈঃশব্দ্য ।

মানুষ ভালোবাসে নিজেকে বড়, দেখলাম
হিসাব করে না -কী পাইনি আর কী পেলাম ।

এত সুবৈভব মাখা যে চাঁদ আর রজনী
নদীজলে  স্ফটিক থাকে আগে ভাবিনি ।

শীতঘুমে কার্বন নাগ, স্তব্ধ বিষ নিঃশ্বাস
মুঠো নয়, ভুবন ভরা নির্মল স্নিগ্ধ বাতাস ।

দেখলাম, নিমফুল চৈতি চাঁদের মাখামাখি
ঘুম ভাঙ্গাতে ভোরে এত পাখির ডাকাডাকি ।

মানুষকে ও, দেখলাম তার সুপ্ত দেবত্ব 
মানুষ বাঁচাতে বিলায় সে ,আছে তার যত ।

যদি চলে যাই , রেখে গেলাম অন্তিম বারতা-
ভাব যে দেব সে নয়, মানুষই দানব আর দেবতা ।
                        

লকডাউনে কৃষির ক্ষতির জন্য শস্যবিমা দাবি

জুলফিকার আলি, 
  

দেশপ্রাণ ব্লক সহ কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন এলাকায় লকডাউনের কারনে চাষীভাই দের যত্নের অভাব,দাবদহনে প্রয়োজনীয় জলের অভাব ও দমকা হাওয়ার কারনে ধানশীষ কোথাও সাদা,কোথাও ফোঁসা বা কোথাও পরাগ নষ্ট হয়ে অাগড়া ধানের রূপ নিচ্ছে।এই কঠিন সময়ে বোরোচাষে মার  চাষীদের সর্বনাশের মুখোমুখি দাঁড় করিয়েছে।বুলবুল ঝড়ের থেকেও ফসলের ক্ষতি অারো বেশী হবে।অবিলম্বে কৃষকদের বরো ধানচাষের শস্যবীমার ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়ে জেলা কৃষিদপ্তরের অাধিকারিক কে ই-মেল পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।মামুদ হোসেন জানান রাজ্যসরকারের হস্তক্ষেপ প্রার্থনা করে রাজ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের ও দৃষ্টি অাকর্ষণ করা হয়েছে।

রক্তদান শিবির আয়োজনে ভগবানপুর যুব সংঘ

জুলফিকার আলি, 
  

পূর্ব মেদিনীপুর ঃ ভগবানপুরঃ  একদিকে করোনা আতঙ্ক। আবার অন্যদিকে সারা দেশে লকডাউন। পাশাপাশি গ্রীষ্মকালে রক্তের চাহিদা থাকে ব্যাপক। আবার অনেকসময় রক্তের সঙ্কটও দেখা যায়।  আবারও  করোনার জেরে মানুষ গৃহবন্দী। ফলে প্রতিবছর এই গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন ক্লাব সংগঠনগুলি রক্তদানের আসর করতো। কিন্তু  তা একপ্রকার করোনার আতঙ্কের জেরে বন্ধ।তাই প্রশাসন থেকে বারংবার বিভিন্নভাবে প্রচারও যেমন করা হচ্ছে।আবার কখনও  জেলার পুলিশসুপার কিংবা জেলাশাসক স্বয়ং শিবিরে গিয়ে রক্তদান করে আসছেন।তবে এবারও তা ব্যতিক্রম হয়নি এক স্বেচ্ছাসেবী সংস্থার। এ দিন  রক্তদান জীবনদান- এই অঙ্গীকারকে সামনে রেখে রক্তদান শিবির করতে এগিয়ে এলো ভগবানপুর 'যুব সংঘ'।  আয়োজন করা হয়েছিলো রক্তদানের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা করেন ভগবানপুর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মদনমোহন পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি শেখ মুরাদ আলি, সম্পাদক সফিউল্লা মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক শেখ রজব আলি ও বিশিষ্ট সমাজসেবী শেখ উকিল আলি প্রমুখ। এগরা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে। উদ্যোক্তা সংস্থার তরফে জানানো হয়েছে,  সরকারী নিয়ম নীতি মেনে, নির্দিষ্ট দূরত্ব মেপেই রক্তদনের আয়োজন করা হয়েছে। এ দিন সরকারী নিয়ম মোতাবেক ৩০ জন রক্তদান করেন।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER