শনিবার, নভেম্বর ১১, ২০১৭

বাঁকুড়ায় উজ্জীবন প্রকল্পের সূচনা পুলিশসুপারের


সাধন মন্ডল

শনিবার বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগ বড়জোড়া থানার পরিচালনায় একটি রক্তদান শিবির হয়ে গেল বড়জোড়া থানার মাঠে। সেই সঙ্গে উজ্জীবন প্রকল্পের উদ্বোধন করেন বাঁকুড়ার পুলিশসুপার সুখেন্দু হীরা মহাশয়। এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হবে সমাজে অবহেলিত বরিষ্ঠ নাগরিকদের।  যাদের দেখাশোনার কেউ নেই বা যারা বাড়িতে খারাপ ব্যবহারের শিকার। আজকের রক্তদান শিবিরে মোট 63 জন রক্ত দান করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বড়জোড়ার সমষ্টিউন্নয়ন আধিকারিক  পঙ্কজ আচার্য মহাশয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশসুপার সুখেন্দু হীরা, আইসি  অরূপ সরকার,সমাজসেবী জহর ব্যানার্জি,জেলাপরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ,সমাজসেবী অলোক মুখোপাধ্যায়,এবং বিশিষ্ট চিকিত্সক ড:অশোক সেন গুপ্ত।

কাটোয়ায় ক্ষুদে পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতা

পুলকেশ ভট্টাচার্য

কাটোয়ার গাজীপুরে অঞ্চল ক্রীড়াপ্রতিযোগিতা হলো।শনিবার সকাল থেকেই বড়কুলগাছি অ:প্রা: বিদ্যালয়ের মাঠে মোট ১৭ টি স্কুলের ক্ষুদে পড়ুয়াদের ২৮ টি ইভেন্ট চললো। পুরস্কার তুলে দিলেন গ্রামপ্রধান জয়া মজুমদার (গাজীপুর গ্রামপঞ্চায়েত) এবং অসীম মন্ডল (শিক্ষাবন্ধু কাটোয়া পূর্বচক্র)। এই প্রতিযোগিতায় প্রতিটি বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকারা ছিলেন।

মালদায় জালনোট কারবারে মদতের দায়ে ধৃত মহিলা

মানস দাস, মালদা

একদিন কাটতে না কাটতেই মালদায় আবার উদ্ধার হল জালনোট l এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে l গোপনসূত্রের খবরে মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের দল হানা দেয় অন্তঃরাজ্য জালনোট পাচারকারীর বাড়িতে।উদ্ধার হয় প্রায় এক লক্ষ টাকার জালনোট।ঘটনায় জালনোট পাচারকারী গৃহকর্তাকে পুলিশ গ্রেফতার করতে না পারলেও,নোট পাচারে মদতের অভিযোগে পুলিশ তার স্ত্রীকে গ্রেফতার করেছে।ধৃত মহিলাকে শনিবার মালদা জেলা আদালতে তোলা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মহিলার নাম নাজেমা বিবি(৩৫)।শুক্রবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার  পুলিশ গোপনসূত্রের খবর পেয়ে সাহাবানচক অঞ্চলে পূর্ব বেদরাবাদ গ্রামে হানাদেয়।ওই গ্রামের বাসিন্দা মোহম্মদ উজির শেখের বাড়িতে ঢুকে পড়ে পুলিশের দল।শুরু হয় পুলিশের তল্লাসি।তল্লাশিতে বেরিয়ে আসে ৪৮ টি ২ হাজার টাকার  জালনোট।গৃহকর্তা অনুপস্থিত থাকায় মোট ৯৬ হাজার টাকার জালনোট সহ বাড়ির মহিলাকে পুলিশ গ্রেফতার করে।তবে গৃহকর্তা অন্তঃরাজ্য জালনোট পাচারকারী উজির শেখ পলাতক।তার খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিশ।পুলিশের জালে ধরা পরে স্বামীর জালনোট পচারচক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে স্ত্রী নাজেমা বিবি।তিনি সংবাদমাধ্যমকে জানান,"তার স্বামী এক বছর ধরে জালনোট পাচার করে আসছে। ৯৬ হাজার টাকার জালনোট স্বামী আমায় রাখতে দিয়েছিল।এর বেশি আমি কিছুই জানিনা"।

এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে,এই উজির শেখ একজন ভিনরাজ্যের শ্রমিক।দিন আনতে পান্তা ফুরাতো যার এখন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাড়ি তৈরি করেছে।বছর খানেক ধরে তার স্বভাব চালচলনে পরিবর্তন ঘটে।কমে যায় প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা।জালনোট পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকায় এমন পরিবর্তন বলেই মনে করছে স্থানীয়রা।

নাটাবাড়িতে রাস্তা উদ্বোধনে উত্তরবঙ্গ মন্ত্রী

শিখা ধর

শনিবার সকাল দশটা নাগাদ কোচবিহারের নাটাবাড়ি এলাকায় প্রায় ৪ কিমি রাস্তা উদঘাটন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।নাটাবাড়িত কদমতলার রাস্তা এটি।

স্বর্ণশিল্পী সমিতির কনফারেন্স উদঘাটনে পরিবহণমন্ত্রী

জাহাঙ্গীর বাদশা

শনিবার অখিল ভারতীয় স্বর্ণশিল্পী সমিতির আয়োজিত কনফারেনসের শুভ সূচনা করলেন রাজ্যের ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। একই মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌরপ্রধান শ্যামল আদক সহ অনেকেই।

OLD POSTED

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন   সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শি...

KATWA SUB-DIVISONAL PRESS CORNER